এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

নভেম্বরের ২৬ তারিখে ২০২৩ সালের এইচ এসি পরীক্ষা রেজাল্ট প্রকাশ করা হবে। বাংলাদেশ শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সকল বোর্ডের রেজাল্ট সকাল ১০ টার পর থেকে পাবলিশ করা শুরু হবে। ১১ টার মধ্যে সবাই নিজের প্রাপ্ত ফলাফল জানতে পারবেন। অনলাইনে ও অফলাইনে দুই ভাবে রেজাল্ট দেখা যাবে। অনলাইনে দেখার জন্য বাংলাদেশের শিক্ষাবোর্ডের ২ টি ওয়েবসাইট আছে। ওয়েবসাইট থেকে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানতে হবে।

এজন্য প্রথমে যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন। আপনার বোর্ড রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অনলাইন থেকে রেজাল্ট দেখতে হবে। অনেকেই কিভাবে রেজাল্ট দেখতে হয় তা জানেন না। মার্কশীট সহ রেজাল্ট দেখার সকল নিয়ম ও প্রক্রিয়া ধাপে ধাপে দেখানো হয়েছে। সঠিক  নিয়ম টি জানতে সম্পূর্ণ পোস্ট দেখতে হবে।

এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

প্রতি বছর পাবলিক পরীক্ষা নেওয়া হয়। তাই এই ওয়েবসাইটে বিগত সালের পরীক্ষার রেজাল্ট গুলো সংগ্রহ করা থাকে। তাই এই বছরের রেজাল্ট দেখার জন্য ২০২৩ সালের রোল ও রেজিস্ট্রেশন নাম্বার টি প্রয়োজন হবে। সঠিক রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার না দিলে রেজাল্ট দেখানো হবে না। একই পদ্ধতিতে ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার ফলাফল দেখতে হবে। যা নিচের অংশে ধাপা ধাপে দেখানো হয়েছে।

রেজাল্ট কবে দিবে তা জানতে এখানে ক্লিক করুন 

এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

মোবাইল। ল্যাপটপ বা ডেক্সটপ যেকোনো ডিভাইসে একই পদ্ধতিতে পরীক্ষার রেজাল্ট দেখতে হবে। মোবাইলে আপ্স এর মাধ্যমেও রেজাল্ট দেখা যায়। চাইলে গুগল ক্রম বা যেকোনো ওয়েব ব্রাউসার ব্যবহার করেও সঠিক রেজলাত জানা যায়। অনলাইনে ২ টি ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল দেখা যাবে। এখানে ২ টি ওয়েবসাইট ব্যবহার করেই রেজাল্ট দেখার নিয়ম শেয়ার করা হয়েছে।

১। Education Board Bangladesh থেকে রেজাল্ট দেখার নিয়ম।
  • গুগলে http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইট টি ওপেন করুন।
  • ওয়েবসাইট টি দেখতে নিচের ছবির মতো হবে। যেকাহ্নে ভিন্ন ভিন্ন অপশন দেওয়া আছে।
    এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম 
  • Examination এখান থেকে HSC/Alim সিলেক্ট করুন।
  • Year এই অংশে যে সালের পরীক্ষার রেজাল্ট দেখবেন সেই সাল টি দিতে হবে। যেমনঃ ২০২৩
  • Board এর স্থানে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা লিখুন। যেমন DHAKA
  • Roll এখানে আপনার বোর্ড রোল লিখুন।
  • Reg: No এই অংশে পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিন।
  • এখন 2 + 9 এই ধরনের ক্যাপচা দেখতে পাবেন। সেটি লিখে পুরন করুন।
  • সর্বশেষে রেজাল্ট দেখার জন্য Submit বাটনে ক্লিক করুন।

উপরের এই ধাপ গুলো নির্ভুল ভাবে সম্পরন করলে আপনার প্রাপ্ত ফলাফল টি দেখানো হবে। অনেক সময় সার্ভারে লোড থাকার কারণে রেজাল্ট পেতে কিছুটা সময় লাগে। আর কোনো কিছু ভুল তথ্য দিয়ে থাকলে কোনো ভাবেই রেজাল্ট জানতে পারবেন না।

২। WEB BASED RESULT PUBLICATION SYSTEM

এখানে থেকে কলেজ কোড এর মাধ্যমে সকল কলেজের রেজাল্ট এক সাথে দেখা যাবে। এছাড়া মার্কশীট দেখতেও এই ওয়েবসাইট টি ব্যবহার করা হয়। এখান থেকে রেজাল্ট দেখার নিয়ম টি জেনে নিন।

  • প্রথমে চলা যান https://eboardresults.com/v2/home এই ওয়েবসাইটে। এটি দেখতে নিচের ইন্টারফেস এর মতো।
    এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
  1. এখন Examination HSC/Alim/Equivalent এ ক্লিক করুন।
  2. Year এ ২০২৩ সাল সিলেক্ট করুন।
  3. Board এর খালি ঘরে যে বোর্ডের রেজাল্ট দেখতে চান তা সিলেক্ট করুন।
  4. Result Type এ অনেক গুলো অপশন আছে। যদি শুধুমাত্র নিজের রেজাল্ট টি দেখতে চান তাহলে Individual Result এ ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আরও ২ টি অপশন চালু হবে।
  5. এখন আপনার রোল নাম্বার লিখুন।
  6. এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিন।
  7. Security Key (4 digits এ যা দেওয়া থাকবে তা শূন্যস্থানে লিখতে হবে। ভুল লিখলে রেজাল্ট দেখাবে না। তাই সঠিক ভাবে লিখতে হবে।
  8. এরপর Get Result এ ক্লিক করে রেজলাট দেখুন।

এই ধাপ গুলো অনুসরণ করে শুধুমাত্র নিজের রেজাল্ট টি দেখতে পারবেন। এখান থেকে অন্য অপশন সিলেক্ট করার মাধ্যমে একই সাথে সম্পূর্ণ বোর্ড বা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পারবেন।

এস এম এস এর মাধ্যমে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

যাদের কাছে স্মার্ট ফোন নেই এই প্রক্রিয়াটি তাদের জন্য। এজন্য আপনাকে একটি নাম্বারে এস এম এস পাঠাতে হবে। এস এম এস এর জন্য মোবাইল থেকে ২ থেকে ৩ টাকার মতো চার্জ কাটবে। কিভাবে মোবাইলে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখতে হয় তা জেনে নিন।

  • প্রথমে মোবাইলের এস এম এস অপশনে যান।
  • এখন সেখানে পরীক্ষার ধরনে লিখুন। যেমনঃ HSC/Alim। এখন একটি স্পেস দিন।
  • বোর্ড লিখুন এবং স্পেস দিন।
  • আপনার বোর্ড রোল লিখুন এবং স্পেস দিন।
  • year লিখুন এবং একটি স্পেস দিন।
  • 16222 নম্বারে একটি এস এম এস পাঠাতে হবে।
  • HSC <স্পেস> বোর্ড <স্পেস> Roll <স্পেস> year এবং পাঠিয়ে দিন 16222 নম্বারে

উদাহরণঃ 

  • HSC DHA 123456 2023। এরপর ১৬৬২২ নাম্বারে  এস এম এস পাঠাতে হবে।
  • ALIM MAD 123456 2023।  ১৬৬২২
  • HSC TEC 123456 2023। ১৬৬২২
বিভিন্ন বোর্ডের জন্য এস এম এস পাঠানোর নিয়ম
  • ঢাকা বোর্ড HSC DHA Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠান
  • কুমিল্লা বোর্ড HSC COM Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠান
  • চট্টগ্রাম বোর্ড HSC CHA Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠান
  • বরিশাল বোর্ড HSC BAR Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMSপাঠান
  • দিনাজপুর বোর্ড HSC DIN Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠান
  • রাজশাহী বোর্ড HSC RAJ Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠান
  • যশোর বোর্ড HSC JES Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠান
  • সিলেট বোর্ড HSC SYL Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠান
  • মাদ্রাসা বোর্ড Alim MAD Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠান
  • কারিগরি বোর্ড HSC TEC Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠান

রেজাল্ট দেখার ওয়েবসাইটের ঠিকানা

অলাইনে রেজাল্ট দেখা অনেক সহজ। এখানে সাথে মার্কশীট পাওয়া যাবে। রেজলাট দেখার জন্য ওয়েবসাইট আছে। এছাড়া মোবাইলে এপ্স পাওয়া যায়। যেগুলো গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। এখানে এইচএসসি রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটের ঠিকানা গুলো দেওয়া আছে।

  • http://www.educationboardresults.gov.bd/
  • www.eboardresults.com

মার্কশীট পিডিএফ সংগ্রহ করার নিয়ম

অনলাইনে রেজাল্ট দেখার মাধ্যমে মার্কশীট বা নম্বর পত্র দেখা যাবে। এখানে আপনার সকল বিষয়ের জিপিএ বা গ্রেড পয়েন্ট দেওয়া থাকে। মার্কশীট পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবেন। এজন্য প্রথমে https://eboardresults.com/v2/home এই ওয়েবসাইটে চলে যাবেন। এবং এখান থেকে রেজাল্ট টি বের করে নিবেন। যা উপরের অংশে দেখানো আছে। রেজাল্ট বের করা হলে নিচের নিয়ম ফলো করুন।

  • ল্যাপটপ, পিসি বা ডেক্সটপ হলে রেজাল্ট দেখার পেজ এ Ctrl + Print এ ক্লিক করুন। আর মোবাইল হলে প্রথমে গুগল বা ক্রম কে  Desktop Site এ ক্লিক করে নিবেন।
  • ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে যা।সেখানে আপনার রেজাল্ট দেখানো হবে এবং ডান দিকে কিছু অপশন দেখতে পারবেন।
  • এখন উপরের অংশে Destination নামে একটি অপশন আছে। সেখানে খালি ঘরে Save as PDF সিলেক্ট করুন।
  • এরপর save বাটনে ক্লিক করলে এটি পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবেন। পরবর্তিতে এটি প্রিন্ট করে নিতে পারবেন।

এভাবেই মোবাইল ও পিসিতে মার্কশীট সংগ্রহ করতে পারবেন।

শেষ কথা

বিগত বছরের রেজাল্ট এই প্রক্রিয়ায় দেখা যাবে। নতুন বছরের রেজাল্ট সার্ভারে এড না হওয়া পর্যন্ত তা সংগ্রহ করতে পারবেন না। এছাড়া রোল বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিলে রেজাল্ট দেখাবে না। এছাড়া গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক ভাবে ক্যাপচা কোড টি বসানো। এখানে দেখানো নিয়ম গুলো ফলো করলে খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন।

আরও দেখুনঃ

এইচ এস সি পরীক্ষার ফলাফল ২০২৩ ঘোষণার তারিখ প্রকাশ