আমাদের বছরের শেষ হয় বিজয়ের মাস দিয়ে। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আকাশে- বাতাসে মিশে যায় বিজয়ের ঘ্রাণ। সবার মুখে মুখে থাকে বিজয়ের স্লোগান। জাতি, ধর্ম, বর্ণ সকলে মিলে বিজয় মেলা পালন করে। প্রতিটি বাঙালি জাতির জীবনে বিজয় দিবস একটি স্মরণীয় দিন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এরপর থেকে প্রতি বছর ১৬ ই ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করা হয়। আজকের পোস্টে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, বাণী ও উক্তি শেয়ার করা হয়েছে। একে অপরকে বিজয় দিবস এর অভিনন্দন জানাতে বার্তা গুলো ব্যবহার করতে পারেন।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা
বিজয় যা প্রতিটি দেশের জন্য গৌরবের দিন। কিন্তু যাদের দেশ স্বাধীন হয়েছে শুধু তারাই বিজয় দিবস পালন করে। বাংলাদেশ পাকিস্তানিদের সাথে ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। তাই এই দিনে আমাদের দেশে বিজয় দিবস পালিত হচ্ছে। সবাইকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে নিচে দেওয়া বার্তা বা স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারেন।
- মহান বিজয় দিবস শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা ।
- স্বাধীনতা এমন একটা জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না, এটা অনেক সাহসী হৃদয়ের সংগ্রামের ফল। আসুন আজ এবং সর্বদা তাদের সম্মান করি।
- ১টি যুদ্ধ, ৯টি মাস, ৭জন বীরশ্রেষ্ঠ, ১টি দেশ। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
- লাল এর মাঝে ভালবাসা। সাদা এর মাঝে বন্ধুত্ব। নীল এর মাঝে কষ্ট। কালো এর মাঝে অন্ধকার। আর সবুজের মাঝে আমার বাংলাদেশ।
- প্রশ্নবিদ্ধ স্বাধীনতাকে উত্তরে মেলাবার আজই তো সময়, লক্ষ কন্ঠে সোনার বাংলায় খুঁজে পাই প্রাণের আস্বাদ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
- লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বিজয়। বিজয়ের মূল্য ধরে রাখতে প্রয়োজনে আবারও রক্ত উৎসর্গ করব। আমরা বেঁচে থাকা পর্যন্ত শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে।
- আমাদের জাতিকে সম্পদ, শান্তি এবং সুখের জায়গা করে তোলার জন্য আমরা যা কিছু করতে পারি সে বিষয়ে আমাদের সচেতন হতে দিন। এখানে আপনাকে এবং আপনার পরিবারকে একটি নিরাপদ এবং শুভ বিজয় দিবস 2022 এর শুভেচ্ছা জানাচ্ছি!
- এখানে বোঝার, উপলব্ধি এবং কৃতজ্ঞতায় ভরা ভবিষ্যতের জন্য। শুভ স্বাধীনতা দিবস!
- স্বাধীনতা দিবসের রঙ চারিদিকে আনন্দ ও আনন্দ ছড়িয়ে পড়তে দেখে আমার হৃদয় গর্বিত হয়ে ওঠে। স্বাধীনতা দিবসের গৌরব আপনার সাথে চিরকাল থাকুক
- এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা।
- আজ আমরা আমাদের জাতিকে মূল্য দিতে কিছু সময় নিই এবং যারা আমাদের স্বাধীনতা দিয়েছিল তাদের ত্যাগের কথা ভুলে যাই না। শুভ স্বাধীনতা দিবস!
- জাতির পর্যাপ্ত শত্রু আছে, একে অপরের সাথে লড়াই করে আমরা যেন তা বাড়াই না। বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা
- আজ ১৬ ডিসেম্বর। মোহন বিজয় দিবোশ। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লাখ আত্মত্যাগের পর ১৯৭১ সালের এই দিনে আমরা পেয়েছি আমাদের মাতৃভূমি বাংলাদেশ। শুভ বিজয় দিবোশ।
- লালে ভালোবাসা, সাদায় বন্ধুত্ব, নীলে বেদনা, কালো কালো আর সবুজে আমার বাংলাদেশ। সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
- আজ দেশ এবং এর জনগণের জন্য একটি বিশেষ দিন।
- আমার সহকর্মী বাংলাদেশকে ২০২৪ সালের বিজয় দিবসের শুভেচ্ছা!
- আমি আপনাদের সকলকে একটি নিরাপদ এবং শুভ বিজয় দিবস ২০২৪ উদযাপন কামনা করছি।
- একটি নিরাপদ এবং আনন্দদায়ক স্বাধীনতা দিবস ২০২৪ কাটুক!
- স্বাধীনতা তার পূর্ণতা উপভোগ করতে থাকুন! শুভ বিজয় দিবস ২০২৩!
- আমি আশা করি এই বিজয় দিবস 2022 আপনার জন্য সুখ এবং আশা নিয়ে আসবে!
- এখানে আমাদের ধন্য এবং গৌরবময় স্বাধীন জাতির জন্য!
১৬ ডিসেম্বর বিজয় দিবসের ১০ টি শুভেচ্ছা স্ট্যাটাস
মহান বিজয় দিবস আমাদের এক আনন্দের দিন। এই দিনে আমরা শত্রুদের হাত থেকে মুক্ত হয়েছে। বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র পেয়েছে। যা কখনো ভোলার মতো নয়। আর এই দিন যারা উপহার দিয়েছে আমরা তাদের কাছে অনেক ঋণী। তাই এই দিনে তাদের কে স্মরণ করতে হবে। একে অপরের সাথে মহান বিজয় দিবসের আনন্দ উপভোগ করতে এখানে দেওয়া শুভেচ্ছা স্ট্যাটাস গুলো সংগ্রহ করুন।
- আজ ১৬ ডিসেম্বর। মোহন বিজয় দিবোশ। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লাখ আত্মত্যাগের পর ১৯৭১ সালের এই দিনে আমরা পেয়েছি আমাদের মাতৃভূমি বাংলাদেশ। শুভ বিজয় দিবোশ।
- লালে ভালোবাসা, সাদায় বন্ধুত্ব, নীলে বেদনা, কালো কালো আর সবুজে আমার বাংলাদেশ। সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
- আজ দেশ এবং এর জনগণের জন্য একটি বিশেষ দিন।
- আমার সহকর্মী বাংলাদেশকে 2022 সালের বিজয় দিবসের শুভেচ্ছা!
- আমি আপনাদের সকলকে একটি নিরাপদ এবং শুভ বিজয় দিবস 2022 উদযাপন কামনা করছি।
- একটি নিরাপদ এবং আনন্দদায়ক স্বাধীনতা দিবস 2022 কাটুক!
- স্বাধীনতা তার পূর্ণতা উপভোগ করতে থাকুন! শুভ বিজয় দিবস 2022!
- আমি আশা করি এই বিজয় দিবস 2022 আপনার জন্য সুখ এবং আশা নিয়ে আসবে!
- এখানে আমাদের ধন্য এবং গৌরবময় স্বাধীন জাতির জন্য!
- দেশপ্রেম ঈমানের অঙ্গ। এটা হাদীস নয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা । দেশের প্রতি নবীজির অসাধারণ ভালবাসা ছিল । অতএব আমাদেরও রাখা উচিত ।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের গান
বিজয়ের গান বা বিজয় দিবস নিয়ে গান লেখা হয়েছে। এই গান গুলো কবিদের লেখা। সেখান থেকে সেরা কয়েকটি ১৬ ডিসেম্বর বিজয় দিবসের গান এখানে শেয়ার করেছি। যারা বিজয় দিবসের গান পড়তে চান তারা এই অংশ ফলো করুন।
জয় বাংলা বাংলার জয়-
শিল্পীঃ শাহনাজ রহমাতুল্লাহ
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: আনোয়ার পারভেজ
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধ রাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে
আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে
নেই ভয়
হয় হোক রক্তের প্রচ্ছদপট
তবু করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
অশথের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ
শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র
বজ্রের হুংকারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র
আর নয়
তিলে তিলে বাঙালির এই পরাজয়
আমি করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
ভুখা আর বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে
বার বার ঘুঘু এসে খেয়ে যেতে দেবো নাকো আর ধান
বাংলার দুশমন তোষামোদী-চাটুকার সাবধান সাবধান সাবধান
এই দিন
সৃষ্টির উল্লাসে হবে রঙিন
আর মানি না মানি না কোনও সংশয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই
অনাহারে তাই শিশু কাঁদছে
গরীবের পেটে আজ ভাত নেই ভাত নেই
দ্বারে দ্বারে তাই ছুটে যাচ্ছে।
মা-বোনেরা পরণে কাপড়ের লেশ নেই
লজ্জায় কেঁদে কেঁদে ফিরছে
ওষুধের অভাবে প্রতিটি ঘরে ঘরে,
রোগে শোকে ধুকে ধুকে মরছে
অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মত বাঁচতে চাই
অত্যাচারী শোষকদের আজ
মুক্তি নাই, মুক্তি নাই , মুক্তি নাই।
শেষ কথা
আজকে স্বাধীনতার ৫২ বছর পূর্তি। ২০২২ সালে ৫১ তম বিজয় দিবস পালিত হয়েছে। এই পোস্টে বিজয় দিবসের সকল ধরনের বাণী ও স্ট্যাটাস গুলো সংগ্রহ করে দেওয়া হয়েছে। আসা করছি ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, বাণী ও উক্তি গুলো ভালোলেগেছে। বিভিন্ন দিবস সম্পর্কিত জানতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ
বিজয় দিবস কবে ২০২৩ – ১৬ই ডিসেম্বর আজ মহান বিজয় দিবস