মুসলিমদের ফরজ কাজের মধ্যে একটি হচ্ছে রোজা। যা প্রতি বছরে রমজান মাসে পালন করা হয়। প্রায় ২৯ থেকে ৩০ টি রোজা রাখা হয়। সহিহ শুদ্ধভাবে রোজা রাখতে শেষ রাতে সেহরি করতে হয় ও মাগরিবের ওয়াক্তে ইফতার করতে হয়। ইসলামিক প্রতি ফরজ বা গুরুত্বপূর্ণ কাজের জন্য দোয়া রয়েছে। তাই রোজা রাখতে হলে শুধু সেহরি করতে হবে না। সাথে রোজা রাখার নিয়ত টি পড়তে হবে।
রোজার নিয়মকানুন মেনে চললেও, বেশিরভাগ মানুষ রোজা রাখার সঠিক নিয়ত জানে না। ফলে সবাই সেহরির শেষ হলে এই নিয়ত পড়ে না। এই পোস্টে রমজান মাসের নিয়ত টি দেওয়া হয়েছে। সেহরি শেষ হওয়ার পর পড়েই এই সুরাটি একবার পড়ে নিবেন।
রোজা রাখার নিয়ত
খাওয়া শুরুর আগে বিসমিল্লাহ এবং শেষ আলহামদুল্লিলাহ বলা সুন্নত। তেমনি রমজান মাসের সেহরি করার পর রোজার নিয়ত করাও সুন্নত। রোজার নিয়ত করতে একটি সুরা জানতে হবে। রোজা রাখার নিয়ত আরবি ভাষায় কোরআনে দেওয়া আছে। রোজা রাখার নিয়ত “نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم”
এই নিয়তের বাংলা অনুবাদ হলো:
“শয়তান রাজীম হলে নিয়ত করতে আল্লাহ পক্ষে। হে আল্লাহ, তোমার জন্য এই রোজা রাখতেছি, তোমার দিকে আসান তারিখে বিবেচনা করে আমি ঘুয়োরি করতে হব। আমি এটি তোমার জন্য হালাল করতে চাই, হে আল্লাহ!”
রোজা রাখার নিয়ত বাংলা
আরভি হচ্ছে মুসলিমদের জন্য প্রধান ভাষা। পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা ভিন্ন রকমের। যার কারণে আরভি ভাষা অনেকের অজানা। তবে একজন মুসলিম হিসেবে গুরুত্বপূর্ণ হচ্ছে আরভি ভাষা শিক্ষালাভ করা। এজন্য আমাদের কে কোরআন পাঠ করা শিখতে হবে। রোজা, সেহরি ও বিভিন্ন নিয়ত গুলো আলাহ তায়ালা কোরআনে উল্লেখ করে। যারা আরভি ভাষা বুঝেন না, তাদের জন্য একটি বিকল্প পথ আছে। আপনারা রোজার নিয়ত টি বাংলা ভাষায় শিখে নিতে পারবেন।
রোজা রাখার নিয়ত বাংলা “নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
জাওয়াহিরুল ফিকাহ: খণ্ড: ১, পৃষ্ঠা: ৩৭৮ এ উল্লেখ আছে যে, রোজার নিয়ত যেকোনো ভাষায় করা যায়। তবে সেটি সহিহ ও শুদ্ধ হতে হবে। রোজার নিয়তে সামান্যতম অক্ষর ভুল করা যাবে না। আমি আজ রোজা রাখার নিয়ত করলাম। এইভাবেও একজন মুসলিম রোজার জন্য নিয়ত করতে পারবে।
রোজা রাখার নিয়ত ইংরেজি
যেকোনো ভাষায় রোজা রাখতে নিয়ত করা যাবে। তবে ঐ ভাসাতেও নিয়ত টি সঠিক ও নির্ভুল হতে হবে। পৃথিবীর কিছু দেশে ইংরেজি ভাষায় ইসলামিক দোয়া পাঠ করে। আমাদের মতপো যারা আরভি ভাষা বুঝে না, তারা ঐ দেশে ইংরেজি ভাষায় বিভিন্ন ধরনের দোয়া করে। ইংরেজিতে রোজার নিয়ত I intend to fast tomorrow during the blessed month of Ramadan, as an obligation for you, O God, so accept it from me, for you are the Hearing, the All-Knowing.
শবে বরাতের রোজা রাখার নিয়ত
মুসলিমদের জন্য ফরজ রোজা হচ্ছে রমজান মাসে। বাকি মাস গুলোতে সুন্নত বা নফল রোজা থাকে। যেগুলো পালন করলে নেক আমল বৃদ্ধি পায়। আর পালন না করলেউ সমস্যা নেই। এর মধ্যে উল্লেখ যোগ্য রোজা হচ্ছে শোবে বরাত। এই সময়েও রোজা রাখা যায়। রমজান মাসের রোজার নিয়তের মতো শবে বরাতের রোজা রাখার নিয়ত আছে। এই নিয়ত টি পড়ে রোজা পালনের জন্য প্রস্তুত হবে।
“أنوي أن أصوم غدًا ليلة شاب برات عبادة، وأطلب المغفرة من الله والبركات”.
বাংলা অনুবাদঃ “আমি আগামীকাল শব-ই-বরাতের রাতে রোজা পালনের ইবাদত হিসেবে আল্লাহর কাছে ক্ষমা ও আশীর্বাদ কামনা করছি।”
নফল রোজা রাখার নিয়ত
নফল রোজা বাধ্যতামূলক নয়। তবে প্রকৃত মুসলিম সব সময় আল্লাহ তায়ালার ইবাদত করে। আর এই ইবাদত বিভিন্ন মাধ্যমে করা যায়। তেমনি হচ্ছে নফল রোজা রাখা। নফল রোজা রাখার নিয়ত টি পড়ে রোজা পালন করবেন।
“إني نويت صيام التطوع غدًا في سبيل الله ابتغاء مرضاته وتقربًا إليه”.
“আমি আগামীকাল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং তাঁর নৈকট্য লাভের জন্য স্বেচ্ছায় রোজা পালন করতে চাই।”
শেষ কথা
মুসলমানদের ফরজ রোজা হচ্ছে রমজান মাস। বাকি দিন গুলোতে বা নির্ধারিত কয়েকটি দিন ব্যাতিত সারা বছর রোজা পালঙ্করতে পারবে। রোজা অনুসারে এক এক নিয়তে রোজা পালন করতে হয়। এই পোস্টে সহিহ শুদ্ধভাবে রমজানের নিয়ত বাংলা ও আরভি ভাষায় দেওয়া আছে। এছাড়া শোবে বরাত বা নফল রোজার জন্য যেভাবে নিয়ত করতে হয়, তাও শেয়ার করা হয়েছে।
আরও দেখুনঃ