রোজা কত তারিখে ২০২৪। প্রকাশিত হলো রমজানের তারিখ

মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে রমজান। যে মাসের আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে ঘোষণা করা হয় রোজা কত তারিখে হবে। বিশ্বের বিভিন্ন দেশে দুই-এক দিনের ব্যবধান থাকে রমজান শুরুতে। যে দেশে আগে চাঁদ দেখা যায়, সেখানে রমাজন মাস আগে শুরু হয়। যেমন সৌদি ও মধ্যপ্রাচের দেশ গুলোতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের একদিন আগেই রোজা শুরু হয়।

২০২৪ সালে বাংলাদেশে রমাজ কত তারিখে শুরু হবে তা প্রকাশিত হয়েছে। মার্স মাসের ২য় সপ্তাহ থেকে রোজা হবে। একই সাথে ভারত ও পাকিস্তানে এই দিনেই ১ম রোজা পালিত হবে। মধাপারচের দেশ, সৌদি, দুবাই এ সকল দেশে রোজা কবে, তাদের তারিখ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন দেশে ২০২৪ সালের রমজান মাসের রোজা কবে শুরু হতে যাচ্ছে জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

রোজা কত তারিখে

প্রতি বছর রমজান মাস ১৫ দিন করে এগিয়ে আসছে। গত বছর এপ্রিল মাসে রোজা শুরু হয়েছিলো। এই বছর মার্চ মাসে সকল মুসলিম দেশে রোজা শুরু হবে। তবে চাঁদ দেখার উপর নির্ভর করে সঠিক তারিখ ঘোষণা করতে হবে। বিভিন্ন দেশের ইসলামিক সংস্থা গুলো প্রতিনিয়ত চাঁদ দেখার উপর গবেষণা করে যাচ্ছে। ইতোমধ্যে ২০২৪ সালে কবে রোজা শুরু হবে তা প্রকাশ করেছে। সবকিছু ঠিক থাকলে মার্চের ১০ তারিখ রমজান মাসের চাঁদ দেখা যাবে।

তাহলে ১০/ ০৩/২০২৪ রোজ রবিবার থেকে রোজা শুরু হবে। কিছু দেশে ১১ তারিখ ১ম রোজা পালিত হবে। ২০২৪ সালের রমজানের এই তারিখ টি ধারনার জন্য নিতে হবে। কেননা চাঁদ উঠতে ২,১ দিন কম বেশি হতে পারে। মূল কথা মার্চের ১০ অথবা ১১ তারিখ থেকে রোজা শুরু হবে। কিছুদিন পর এর চূড়ান্ত তারিখ প্রকাশ করা হবে।

রোজা কত তারিখে ২০২৪

পৃথিবীতে বিভিন্ন মহাদেশে মুসলিম দেশ আছে। সময়ের তুলনায় রোজা, ঈদ ও বিভিন্ন উৎসব এক এক দেশে এক বা দুই দিন আগে পড়ে পালিত হয়। ২০২৪ সালে রমাজন মাস হচ্ছে ইংরেজি মার্চ মাসে। ইসলামিক কমিটি এখন পর্যন্ত জানিয়েছে মার্চের ৯ থেকে ১০ তারিখ রমজান মাসের চাঁদ উঠবে। সেই অনুযায়ী ১০ অথবা ১১ই মার্চ, ২০২৪ প্রথম রোজা শুরু হবে। বিভিন্ন দেশে এক দিন আগে বা পড়ে রোজা পালন করা হবে। সাধারণত মধেপ্রাচের দেশ ও সৌদি আরবে অন্যান্য দেশ থেকে আগে রোজা শুরু হয়।

2024 সালে প্রথম রোজা কবে

সংযুক্ত আরব আমিরাত ও মধ্য প্রাচ্যের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এমাইরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (EAS) জানিয়েছে, আগামী বছর ১১ মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। তাহলে ১০ তারিখ রাতে আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাবে। আর ১১ তারিখ প্রথম রোজা পালনের উদ্দেশ্য ১ম সেহরি শুরু হবে। সৌদি আরবেরও ১০ বা ১১ তারিখ রমজান শুরু হতে পারে। আর বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এই দেশ গুলোতে রোজা শুরু হওয়ার পরের দিন রোজা পালন করা হবে। মধেপ্রাচের দেশে ১০ তারিখ চাঁদ দেখা গেলে, আমাদের দেশে ১১ তারিখ চাঁদ দেখা যাবে। মার্চ মাসে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

২০২৪ সালে বাংলাদেশ রোজা কত তারিখ

মধেপ্রাচের দেশের সাথে বাংলাদেশের সময়ের মধ্যে এক দিনের ব্যবধান রয়েছে। তাই রমজানের চাঁদ আগে মধেপ্রাচে দেখা যাবে। মধেপ্রাচের সাথে সাথে সৌদি আরবেও রমজানের মাসের চাঁদ উঠবে। কিন্তু বাংলাদেশের একদিন পড়ে চাঁদ দেখা যাবে। ঐ সকল দেশে ১০ তারিখ চাঁদ দেখা গেলে, ১১ তারিখ প্রথম রোজা শুরু হবে। সেই অনুযায়ী বাংলাদেশে ১১ তারিখ চাঁদ উঠবে এবং ১২ তারিখ ১ম রোজা শুরু হবে। এই তারিখটি ধারনা হিসেবে নিতে হবে। চূড়ান্ত তারিখ এখনো প্রকাশ পায়নি। আশা করা যাচ্ছে। মার্চের ১-০ থেকে ১২ তারিখ মধ্যেই ২০২৪ সালে বাংলাদেশে রোজা শুরু হবে।

মধেপ্রাচে রোজা কত তারিখ

কয়েকটি মুসলিম দেশ নিয়ে মধেপ্রাচে গঠিতও। এখানে বেশ কয়েক দেশে মুসলমান আছে। আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটির বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গণনা অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস শুরু হবে। তাদের দেশে ১০ বা ১১ই এপ্রিল রোজা শুরু হবে। এখনো তারা চাঁদ দক্ষেই যাচ্ছে। এপ্রিল মাসের শুরুতে এই বিষয়ে সঠিক তথ্য দিবে বলে জানিয়েছে।

শেষ কথা

সময় ও তারিখ অনুযায়ী রমজান মাসের সঠিক দিন প্রকাশিত হবে। এক দেশের সাথে অন্য দেশের মধ্যে সময়ের ব্যবধান থাকায়, আকাশে চাঁদ দেখতে এক বা দুই দিনের ব্যবধান থাকে। তবে মধ্যেপ্রাচের দেশ গুলোতে চাঁদ আগে দেখা যায়। সৌদি আরবেও ঐ সব দেশের সাথে রোজা শুরু হয়। শুধু ব্যাতিক্রম হচ্ছে এশিয়া মহাদেশের বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে। ২০২৪ সালে ১০ই এপ্রিল থেকে ১১ এপ্রিলের মধ্যে রোজা শুরু হবে।

আরও দেখুনঃ

সৌদি আরবের ঈদ কবে ২০২৪

২০২৪ সালের রোজার ঈদ কত তারিখে