লটারি, সরকারি ও বেসরকারি এই তিন উপায়ে কোরিয়া যাওয়া যায়। যার মধ্যে সরকারি ভিসা খরচ কম এবং বেসরকারি ভিসায় খরচ বেশি। আর একটি হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। তবে যাতায়াত ও কিছু খরচ হবে লটারির মাধ্যমে। তো লটারি সবাই পায় না। যার কারণে কোরিয়া যেতে হলে ভিসা বানিয়ে যেতে হবে। লটারি না থাকলে ভিসার মাধ্যমে আপনারা কোরিয়াতে যেতে পারবেন। এখন প্রধান কথা হচ্ছে লটারি ছাড়া কোরিয়া যেতে কত টাকা লাগে তা সবার জানা নেই।
কেননা বাংলাদেশ অনেক মানুষ কোরিয়াতে গিয়েছে। তাদের কাছ থেকে জানা গেছে কেউ ৭ লাখ দিয়ে এবং কেউ ১৩ লাখ টাকা দিয়ে কোরিয়াতে গিয়েছে। এখানে আসার খরচ সম্পূর্ণ ভিসার উপর নির্ভর করে। লটারি ছাড়া কোরিয়া যেতে ৮ লাখের উপর খরচ হয়। আজকের পোস্টে লটারি ছাড়া সরকারি ও বেসকারি ভাবে এখানে যেতে কত টাকা লাগতে পারে তা বিস্তারিত শেয়ার করা হয়েছে।
লটারি ছাড়া কোরিয়া যেতে কত টাকা লাগে
লটারি চাকরি বা ঐ দেশে ভ্রমণের জন্য পাওয়া যেতে পারে। কিন্তু সবার ভাগ্য লটারি পাওয়া কোনো সুযোগ নেই। যার কারণে যারা লটারি পায়না তাদের কে টাকা খরচ করে কোরিয়াতে আসতে হয়। যাদের কাছে কোরিয়া আসার জন্য লটারি নেই, তাদের কে যেকোনো ভিসা এজেন্সি থেকে একটি ভিসা বানাতে হবে। যদি এই ভিসা সরকারি ভাবে বানানো যায় তাহলে ৪ থেকে ৫ লাখ টাকা লাগে।
আর যদি কোম্পানির এজেন্সি বা বেসরকারি ভাবে বানাতে হয় তাহলে ৮ থেকে ১৩ লাখ টাকা লাগবে। কোরিয়াতে বিভিন্ন ধরনের ভিসা আছে। এই ভিসা গুলোর ধরনের উপর নির্ভর করে লটারি ছাড়া কোরিয়া যেতে কত টাকা লাগে। যদি ভ্রমণের জন্য যান তাহলে ৯ থেকে ১০ লাখ টাকা খরচ হবে। চাকরি জন্য এই দেশে বিনা লটারিতে আসতে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ হবে।
লটারি ছাড়া কোরিয়া যেতে কত টাকা খরচ হয়
এটা সম্পূর্ণ নির্ভর করে বাংলাদেশে ভিসা এজেন্সিদের উপর। তারা চাইলে একই ভিসা ৮ লাখ দিয়েই বানিয়ে দিতে পারবে, আবার চাইলে ঐ ভিসাই ১০ লাখ টাকায় বানিয়ে দিতে পারে। এছাড়া কোরিয়ার বিভিন্ন ভিসা ক্যাটাগরির উপরে নির্ভর করে কত টাকা খরচ হবে। সব কিছু মিলিয়ে লটারি ছাড়া কোরিয়া যেতে ১০ থেকে ১৫ লাখ টাকা লাগবে। সাধারণ মানের কাজের আসতে চাইলে ১০ লাখ টাকা খরচ হবে। আর যদি উন্নতমানের কাজের জন্য কোরিয়া আসতে চান তাহলে অবশ্যই ১৩ লাখের উপরে খরচ হবে। বাংলাদেশ থেকে কোরিয়া যেতে শুধু বিমান ভাড়া ৫০ হাজার থেকে ১ লাখ টাকা।
লটারি ছাড়া কোরিয়া যেতে যা যা লাগে
কোরিয়া যাওয়ার জন্য অবশ্যই কিছু নিয়ম ও নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো মেনে আপনাকে আবেদন করতে হবে। এছাড়া অনেক গুলো ডকুমেন্ট প্রয়োজন হবে। আবেদনের পূর্বে লটারি ছাড়া কোরিয়া যেতে যা যা লাগে তা জানতে হবে। নিচে কোরিয়া যাওয়ার আগে যা যা করতে হবে তালিকা আকারে দেওয়া আছে।
- ভ্যালিড পাসপোর্ট ও ভিসা
- কোরিয়া ভাষা জানা ও লেখার দক্ষতা
- এইচ এস সি বা সমমান সার্টিফিকেট
- শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং আপনার জাতীয় পরিচয় পত্রে
- কাজের অভিজ্ঞতা
- পুলিশ ক্লিয়ারনেস ডকুমেন্ট
শেষ কথা
লটারি ছাড়া বিভিন্ন মাধ্যমে কোরিয়া যাওয়া যাবে। সরকারি নিয়োগের মাধ্যমেই করয়া ভিসা পাওয়া যায়। প্রতি বছর কোরিয়া থেকে শ্রমিকের নেওয়ার নিয়োগ দেওয়া হয় বাংলাদেশে। সেখানে আবেদনের মাধ্যমে ভিসা পেতে পারেন। এছাড়া ভিসা এজেন্সি থেকেও ভিসা বানানো যাবে। মূল কথা বিনা লটারিতে কোরিয়া আসতে অনেক টাকা খরচ হবে। লটারি ছাড়া কোরিয়া যেতে কত টাকা লাগে তা অবশ্যই জেনে ভিসা বানাবেন।
আরও দেখুনঃ
বেসরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়
সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় ২০২৪