লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় ২০২৪

প্রতি বছর বাংলাদেশ থেকে ৩০ হাজারের মতো প্রবাসী কোরিয়া যায়। এর মধ্যে কিছু সংখ্যক মানুষ লটারিরই মাধ্যমে এখানে আসার সুযোগ পায়। সবাই করিয়ার লটারি জিতেতে পারে না। তাই তারা কি কোরিয়া আসতে পারবে না? বিষয় তা এমন নয়। আপনার শিক্ষাগত যোগ্যতা, কোরিয়া আসার জন্য প্রাপ্ত বয়স, পাসপোর্ট, কাজের ভিসা ও প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে বিনা লটারিতে আসতে পারবেন। আজকে লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় গুলো জানবো।

বিনা লটারি জিতে ভ্যালিড পাসপোর্ট ও বাংলাদেশের বিভিন্ন ভিসা এজেন্সির মাধ্যমে কোরিয়া কাজ, ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসার জন্য আসতে হবে। তবে একটি জরুরি বিষয় হচ্ছে এই দেশের ভাষা জানা। যখন আপনার ডকুমেন্ট গুলো কোরিয়া ভাষা জানার ডকুমেন্ট টি পাওয়া যাবে। তখন এই দেশে আসার সুযোগ আরও বেড়ে যাবে। এছাড়া আরও কিছু উপায়ে কোরিয়া আশা যাবে। উপায় গুলো নিচে দেওয়া আছে।

লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায়

লটারির ছাড়াও কোরিয়াতে ৪ ভাবে আশা যাবে। এর মধ্যে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা, ভ্রমণের জন্য টুরিস্ট ভিসা, কাজের জন্য বিভিন্ন জব ভিসা ও চিকিৎসার জন্য মেডিকেল ভিসা। এছাড়া প্রতি বছর সিজনাল ভিসায় কাজের জন্য বাংলাদেশ থেকে কোরিয়াতে লোক নেওয়া হয়। তাদের দেশের বিভিন্ন কাজের সংস্থা গুলো শ্রমিকদের জন্য নিয়োগ দেয়। ঐ নিয়োগে আবেদনের মাধ্যমে কোরিয়া আসার সুযোগ পাবেন। তবে আপনাদের কে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে এই দেশে আসতে হবে।

করিয়ার সকল মানুষ তাদের নিজস্ব ভাষায় কথা বলে। যার ফলে এখানে সকল অফিস, কোম্পানি ও কাজের মানুষের সাথে যোগাযোগ করতে কোরিয়া ভাষা বুঝতে হবে। তাই এখান কার ভিসায় আবেদনের পূর্বে বাংলাদেশ থেকে কোরিয়া ভাষা শিখে নিবেন। লটারি ছাড়া কোরিয়া আসতে সিজনাল ও নন সিজনাল ভিসা বানাবেন। এছাড়া কাজের জন্য জব ভিসা, বিজনেস ভিসা, কোম্পানি ভিসা ও স্টুডেন্ট ভিসা বানাতে পারেন। সরকারি ভিসার মাধ্যমে লটারি ব্যাতিত করিয়ার ভিসা পাওয়া যাবে।

লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় ২০২৪

লটারির মাধ্যমে নিজ পছন্দ অনুযায়ী ভিসা পাওয়া যায় না। যার কারণে বেশির ভাগ মানুষ কোরিয়া ভিসা বানিয়ে এই দেশে কাজের জন্য আসে। লটারি ছাড়া কোরিয়া যাওয়ার প্রধান ও প্রথম উপায় হচ্ছে ভিসা বানানো। এজন্য বাংলাদেশের অনেক গুলো সংস্থা আছে, যারা প্রবাসীদের কোরিয়ার ভিসা বানিয়ে ও আবেদন করে দেয়। আর কম খরচে সরকারি ভিসায় কোরিয়াতে বিনা লটারিতে যাওয়া যাবে। এছাড়া আরও কিছু উপায়ে কোরিয়া যেতে পারবেন।

১। পড়াশুনার উদ্দেশ্যঃ এজন্য দরকার কোরিয়া ভাষা শেখা। উচ্চশিক্ষার জন্য এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশুনার জন্য আসতে পারবেন। এখানে পড়া শেষ হওয়ার পর পর চাকরি দেওয়া হবে। এই ভিসা পাওয়ার উপায় হচ্ছে স্টুডেন্ট ভিসা বানানো। বাংলাদেশ ভিসা এজেন্সি প স্প্রকারি ভাবে ৪ থেকে ৬ লাখের মধ্যে স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে।

২। ভ্রমণের জন্যঃ এখানে দেখার মত অনেক কিছু আছে। যার ফলে অনেক মানুষ কোরিয়াতে ভ্রমণের জন্য আসে। তাদের কে টুরিস্ট ভিসা বানাতে হয়। টুরিস্ট ভিসার জন্য ৮ থেকে ১০ লাখ টাকা লাগে।

৩। কাজের জন্যঃ  কোরিয়াতে আসার অন্যতম কারণ হচ্ছে কাজ বা চাকরি। বেশির ভাগ প্রবাসীরা কোরিয়াতে কাজের জন্য আসে। লটারি চাহারা বিভিন্ন জব ভিসা, কোম্পানি ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে কোরিয়া আসতে পারবেন। কাজের জন্য লটারি ব্যাতিত আসতে ৮ থেকে ১৩ লাখ টাকা লাগবে।

৪। চিকিৎসার জন্যঃ কোনো ধরনের চিকিৎসা নিতে কোরিয়া আসতে মেডিকেল ভিসার প্রয়োজন হবে। মেডিকেল ভিসা বানিয়ে লটারি ছাড়াও কোরিয়াতে আসতে পারবেন। এই ভিসার জন্য ১০ লাখের মতো খরচ হবে।

লটারি ছাড়া কোরিয়া যেতে যা যা লাগবে

বিনা লটারিতে কোরিয়া যেতে লাখ লাখ টাকা খরচ করতে হবে। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ হবে ভিসা বানাতে। ভিসা, পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্ট সাথে থাকলে বিনা লটারিতে কোরিয়া যাওয়া যাবে। এছাড়া আপনারা চেষ্টা করবেন ভিসার আবেদনের পূর্বে ঐ দেশের ভাষা শেখার জন্য। লটারি ছাড়া কোরিয়া যেতে যা যা লাগবে নিচের তালিকা থেকে দেখেনিন।

১। কোরিয়া ভাষা লিখতে ও বুঝতে হবে।
২। শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি ও সমমান হতে হবে।
৩। কোরিয়াতে যাওয়ার জন্য একটি পরীক্ষা নিতে হবে। সেখানে বিভিন্ন ধরনের স্ক্লিক টেস্ট করানো হবে। এই অরিক্ষায় আপনাকে পাস করতে হবে।
৪। অনলাইনে ফি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে।
৫। ভিসা ফ্রম জমা দেওয়ার পর কোরিয়া সরকার থেকে সেটি অনুমোদন পেতে হবে।
৬। বোয়েসেল কর্তৃক আয়োজিত ট্রেনিং গুলোতে অংশগ্রহণ করতে হবে।
৭। কোরিয়া ভাষা জানা, টেস্ট পরীক্ষার পাস এবং বিভিন্ন স্কীল গুলো উপযুক্ত হলে কোরিয়া যাওয়ার অনুমতি দেওয়া হবে।

শেষ কথা

লটারিতে আসার সুযোগ সবার হয় না। আর লটারি ভিসায় কোরিয়া আসতে খরচ কম হয়। কিন্তু আপনি যখন বিসা লটারিতে এজেন্সির মাধ্যমে কোরিয়া আসতে চাবেন, তখন আপনার অনেক বিষয় মাথায় রাখতে হবে। কাজের স্কিল, বিভিন্ন টেস্ট ও লাখ লাখ টাকা খরচ করতে হবে। তাই এখানে আসার পূর্বে লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় সম্পর্কে জেনে নিবেন।

আরও দেখুনঃ

সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় ২০২৪

দক্ষিণ কোরিয়া ভিসা নিয়োগ, বিজ্ঞপ্তি ও নোটিশ ২০২৪