বাংলাদেশ থেকে ইতালি যেতে প্রথমে ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদনের জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে নাম, ছবি, পাসপোর্ট ও বিভিন্ন ডকুমেন্ট এর মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে। Vfs Global এটি ইতালির অফিসিয়াল ভিসা এজেন্সি। এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়ার্ক পারমিট, জব ও অন্যান্য ভিসার আবেদন করা যাবে। ইতালি ভিসা আবেদন লিংক টি হলো https://visa.vfsglobal.com/
এই ওয়েবসাইটের নতুন একটি পেজ থেকে আবেদন করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করলে অনেক গুলো পেজ পাওয়া যাবে। সেখান থেকে আবেদন করার ঠিকানাটি খুঁজে নিতে হবে। যারা ইতালির ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা এই পোস্ট টি সম্পূর্ণ দেখুন। ইতালির ভিসার আবেদনের অফিসিয়াল লিংক দেখেনিন।
ইতালি ভিসা আবেদন লিংক
ইতালিতে যাওয়ার জন্য প্রথমে ভিসার আবেদন করতে হবে। বাংলাদেশের বিভিন্ন ভিসা এজেন্সির মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়া চাইলে নিজেও ভিসার জন্য আবেদন করতে পারবেন। এজন্য আপনার ইতালির ভিসা এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট প্রয়োজন হবে। যেকোনো ভিসার জন্য উক্ত ওয়েবসাইটে আবেদন করা যাবে। আবেদনের পূর্বে একটি পাসপোর্ট বানাতে হবে। তাই প্রথমে একটি পাসপোর্ট বানিয়ে নিবেন।ইতালি ভিসা আবেদন লিংক https://visa.vfsglobal.com/bgd/bn/ita/apply-visa। এই লিংক থেকে সরাসরি আবেদনের পেজে নিয়ে যাবে। এই পেজে প্রবেশ করলে ৬ টি অপশন পাওয়া যাবে। সেখান থেকে আবেদনের জন্য তৈরি? এই অপশনে ক্লিক করতে হবে।
ইতালি ভিসা আবেদন অফিসিয়াল লিংক
Vfs Global থেকে ভিসা আবেদন, ভিসা যাচাই ও সকল কাজ করা যাবে। নিজে নিজে ভিসার আবেদন করতে https://visa.vfsglobal.com/ এই ওয়েবসাইট ব্যবহার করতে হবে। সেখানে ইতালি ভিসা আবেদন অফিসিয়াল লিংক থেকে সকল তথ্য দিয়ে ভিসার আবেদন করতে হবে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে https://visa.vfsglobal.com/bgd/bn/ita/apply-visa এই ঠিকানায় প্রবেশ করবেন।
আবেদন করতে আপনার জন্য প্রয়োজনীয় তথ্য
এই একটি লিংক থেকে অনেক গুলো কাজ করা যাবে। ওয়েবসাইট ভিজিট করলে অনেক গুলো পেজ পাবেন। প্রতিটি পেজের কাজ দেখে নিবেন। ইতালি ভিসা আবেদন লিংক থেকে যা যা করা যাবে এক নজরে দেখেনিন।
১। ভিসার ধরন শনাক্ত করুনঃ
আপনার ভ্রমণের জন্য সঠিক ভিসা নির্বাচন করুন। প্রথম ধাপে প্রযোজ্য ভিসার ধরন নির্ধারণ করতে হবে এবং এই ভিসার জন্য আবেদন করার যোগ্য কিনা তা যাচাই করতে হবে। আবেদনের সাথে যে ডকুমেন্টগুলি জমা দিতে হবে, আবেদনটি প্রক্রিয়া হতে কতোদিন নিতে পারে এবং আপনাকে কি পরিমাণ ফি দিতে হবে তাও আপনাকে জানতে হবে। প্রতিটি আবেদন অবশ্যই আপনার ভিসা বিভাগের জন্য প্রযোজ্য নির্দেশিকা মেনে চলবে। আপনার ডকুমেন্টগুলি ইংরেজিতে না হলে, আবেদন করার আগে আপনাকে অনুবাদগুলি প্রস্তুত করতে হবে।
২। আপনার আবেদন করুনঃ
আপনার আবেদন প্রক্রিয়া শুরু করুন। ফরম ডাউনলোড করুন ্ডি টাইপ (দীর্ঘ মেয়াদী) অথবা সি টাইপ (স্বল্প মেয়াদী) যেটা আপনার জন্য প্রযোজ্য সেটি পূরণ করুন, প্রিন্ট করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ভিসা আবেদন কেন্দ্রে এনে জমা করুন।
৩। এ্যাপয়েন্টমেন্ট বুক করুনঃ
ভিসা আবেদন কেন্দ্র নির্বাচন করতে হবে। বর্তমানে জমা করতে কোন এ্যাপয়েন্টমেন্ট এর প্রয়োজন নেই।
৪। ফী প্রদানঃ
আপনার আবেদন পত্র পূরণ এবং অন্যান্য ডকুমেন্ট তৈরী হয়ে গেলে দেখুন কি পরিমাণ ফী জমা করতে হবে। ভিসা আবেদন ফী ভিসা আবেদন কেন্দ্রে নগদ টাকায় এবং ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে ফী প্রদান করতে হবে। ব্যাংক কাউন্টারে টাকা প্রদানের পর রশিদ গ্রহন করতে হবে।
৫। আপনার আবেদন স্থিতি ট্র্যাক করুনঃ
আপনার আবেদন প্রক্রিয়া কতোদুর অগ্রসর হয়েছে সে সম্পর্কে জানতে পারবেন।যখন আপনার সিদ্ধান্ত ভিসা আবেদন কেন্দ্রে ফেরত দেওয়া হবে তখন আপনি একটি ফোন কল পাবেন (আবেদন জমা দেওয়ার সময় আপনার দ্বারা প্রদত্ত আপনার যোগাযোগের নম্বরে আপনাকে কল করা হবে)। আরও বিস্তারিত ট্র্যাকিং তথ্যের জন্য, আপনি এসএমএস এবং ই-মেইল এর মাধ্যমে(ক্রয়যোগ্য পরিষেবা)সরাসরি আপনার ফোন এবং মেইল আইডিতে পাঠানোর মাধ্যমে আপডেট পেতে পারেন।আপনি অনলাইনেও আপনার ভিসা আবেদনের স্থিতি ট্র্যাক করতে পারেন। এই পরিষেবাটি গ্রহন করতে আপনার নামের শেষাংসের সাথে ভিসা আবেদন কেন্দ্রের ইস্যু করা চালান/রসিদে উপস্থিত রেফারেন্স নম্বর ব্যবহার করুন।
৬। পাসপোর্ট সংগ্রহ করুনঃ
ভিসা আবেদন কেন্দ্র থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করুন। ভিসা আবেদন কেন্দ্র থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করুন অথবা ভিএফএস সিলেট বা চট্টগ্রাম কেন্দ্র থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করার জন্য কুরিয়ার পরিষেবা গ্রহন করতে পারেন।
- প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের নিজে উপস্থিত থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
- ১৮ বছরের কম বয়সীদের পাসপোর্ট সংগ্রহকালে আইনগত অবিভাবক সঙ্গে থাকতে হবে।
- মূল রশিদ এবং যে কোন ধরনের সরকারি পরিচয় পত্র সাথে থাকতে হবে।
শেষ কথা
আবেদনের পর আপনারা ইতালি ভিসা আবেদন ফরম পিডিএফ সংগ্রহ করে প্রিন্ট করে নিবেন। এটি ভিসা অফিসে জমা দিতে হবে। নিজে নিজে আবেদন করতে না পরলে ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। তারা আপনাকে ভিসা বানিয়ে দিবে। আশা করছি ইতালি ভিসা আবেদন লিংক টি সংগ্রহ করতে পেরেছেন।
আরও দেখুনঃ