বাংলাদেশ থেকে ইতালিতে যেতে প্রথমে ভিসার জন্য আবেদন করতে হবে। বাংলাদেশ অফিসিয়াল ভিসা এজেন্সি বোয়েসেলে ও কোম্পানির এজেন্সি থেকে ভিসার অ্যাপ্লাই করা যাবে। এছাড়া অনলাইনে নিজে নিজে ইতালি ভিসা আবেদন ফরম পূরণের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন। vfsglobal এই ওয়েবসাইটে ইতালির সকল ভিসার অ্যাপ্লাই করা হয়।
উক্ত ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূর্ণ করতে হবে। ওয়েবসাইটে অনেক গুলো অপশন পাওয়া যাবে। সেখান থেকে apply for visa এই পেজ থেকে সঠিক তথ্য দিয়ে আবেদন করা লাগবে। এরপর আবেদন পত্র ও প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো অফিসে জমা দিতে হবে। নিচে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম দেখানো হয়েছে।
ইতালি ভিসা আবেদন ফরম
বিভিন্ন দেশের ভিসার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট আছে। তাই আপনাকে ইতালির ভিসা আবেদনের সঠিক ওয়েবসাইট খুঁজে নিতে হবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে Vfs Global। এখানে ভিসা অ্যাপ্লাই , ভিসা চেক ও অন্যান্য কাজ করা হয়। ইতালি ভিসা আবেদনের ফর্ম এর জন্য গুগলে italy Visa application form লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে (vfsglobal) একটি ওয়েবসাইট পাওয়া যাবে। ঐ ওয়েবসাইটে প্রবেশ করবেন।
এছাড়া সরাসরি তাদের প্রধান পেজে যাওয়া যাবে। ইতালি ভিসা আবেদন ফরম https://visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa। এই ঠিকানা সার্চ করলে আপনাকে তাদের আবেদন ফর্মে নিয়ে যাওয়া হবে। এরপর সেখানে দেওয়া নির্দেশনা অনুযায়ী ফর্ম পূর্ণ করতে হবে। এজন্য বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করে নিবেন।
ইতালি ভিসা আবেদন ফরম পূরণ করার নিয়ম ২০২৪
ফর্ম পূরণের সময় ফর্ম বিভিন্ন তথ্য গুলো সঠিক ভাবে দেখে নিবেন। শেখা যা যা চাওয়া হয়েছে, সেগুলো সঠিক ভাবে পূরণ করতে হবে। ফর্ম পূর্ণ করতে আপনার নাম লিখতে হবে। এই নাম টি জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ অনুযায়ী লিখতে হবে। আপনার বয়স বা জন্ম সাল লিখতে হবে। বর্তমান পেশা লিখা লাগবে। এই সকল বিষয় নাম, ঠিকানা গুলো ডকুমেন্ট থেকে লিখতে হবে। ভিসা আবেদনের জন্য প্রথমে পাসপোর্ট বানাতে হবে। ইতালি ভিসা আবেদন করার নিয়ম জানতে নিচের পাত টি দেখুন।
ইতালি ভিসা আবেদন ফর্মের সাথে যা যা লাগবে
- মেয়াদ সম্পূর্ণ পাসপোর্ট। পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
- এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- পাসপোট সাইজের ৪ কপি রঙ্গিন ছবি।
- কাজের অভিজ্ঞতার সনদপত্র।
- পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্ট।
- করোনার ভ্যাকসিনের ফটোকপি।
- আবেদন ফরম এর কপি।
- ব্যাংক স্টেটমেন্ট।
শেষ কথা
আবেদনের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। অনস্থায় কোনো ভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। ইতালি ভিসা আবেদন ফরম নিজে পূরণ না করলে পারলে, ভালো কোনো এজেন্সির সহায়তা নিতে পারেন । তাদের সাথে যোগাযইহ করলে ভিসা অ্যাপ্লাই ও ভিসা বানিয়ে দিবে। আশা করছি এই পোস্ট থেকে ফর্ম পুরননের নিয়ম জানতে পেরেছেন।
আরও দেখুনঃ