কানাডায় যেতে কত টাকা লাগে 2024

বাংলাদেশ থেকে কানাডা যেতে পাসপোর্ট, ভিসা ও বিমান ভাড়া লাগবে। যাদের আলাদা আলাদা খরচ আছে। ভিসার ক্যাটাগরি ও ভিসা এজেন্সিদের উপর নির্ভর করে। বর্তমানে কানাডা যাওয়ার খরচ বেড়েছে। সাধারণত কানাডা যেতে বর্তমানে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা বিমান ভাড়া লাগবে। এছাড়া আরও অনেক খরচ আছে। ভিসা আবেদন, ভিসা প্রসেসিং ও সকল খরচ মিলিয়ে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা লাগবে। কোন ভিসা কানাডায় যেতে কত টাকা লাগে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কানাডায় যেতে কত টাকা লাগে

কানাডাতে শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, বিজনেস ও কাজের জন্য যাওয়া যাবে। এজন্য অনেক ক্যাটাগরির ভিসা আছে। আপনি যে উদ্দেশ্য বা কাজে কানাডাতে যাবেন, সেই ক্যাটাগরির ভিসা বানাতে হবে। বাংলাদেশ থেকে কানাডার অনেক দুরুতব। যার কারণে এখানে আসতে বিমান ব্যবহার করতে হবে। এজন্য প্রথমে বিমানের টিকিট প্রয়োজন হবে। ফ্লাইটের ধরনের উপর ভিত্তি করে কানাডার বিমান ভাড়া ৫০ হাজার থেকে ২ লাখের উপর। এই দেশের একটি ভিসার দাম ৮ লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত। আর পাসপোর্ট করতে খরচ লাগবে ১৫ থেকে ২০ হাজার টাকা। ভিসার দাম, খরচ ও বিমান ভাড়া সহ কানাডা যেতে মোট ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা লাগবে।

কানাডা জব ক্যাটাগরি ও বেতন ২০২৪

স্টুডেন্ট ভিসায় কানাডায় যেতে কত টাকা লাগে

কানাডায় উচ্চশিক্ষার ব্যবস্থা আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী কানাডাতে পড়াশুনা করতে আছে। অনেক সময় সরকারি ভাবে বা স্কোলারশিপের মাধ্যমে ২ থেকে ৩ লাখ টাকায় কানাডা আসা যায়। কানাডাতে আসতে আপনার শিক্ষাগত যোগ্যতা ও সার্টিফিকেট লাগবে। স্কোলারশীপ ব্যাতিত কানাডায় পড়াশুনার জন্য আসতে ৫ থেকে ৬ লাখ টাকা লাগবে। লটারি ভিসায় মাধ্যমে ফ্রিতেও পড়াশুনার জন্য কানাডা আসা যাবে। IELTS করার মাধ্যমে কানাডা আসতে পারলে আরও খরচ কম হবে,

ভিজিট ভিসায় কানাডায় যেতে কত টাকা লাগে

ভ্রমণের জন্য ভিজিট ভিসা বানাতে হবে। এই ভিসা সকল দেশের পর্যটকদের জন্য। অনেকে এই ভিসাকে টুরিস্ট ভিসা বলে। আপনি কত দিন মেয়াদী ভিসা বানাবেন, তার উপর ভিজিট ভিসারর দাম নির্ভর করে। কানাডার ভিজিট ভিসার দাম ৬ থেকে ৭ লাখ টাকা। বিমান ভাড়া ৫০ হাজার থেকে ২ লাখ টাকা। সকল খরচ সহ ভিজিট ভিসায় কানাডা আসতে ৮ থেকে ১০ লাখ টাকা লাগবে। যত বেশি দিন ভ্রমণ করবেন, ভিসার মেয়াদ তত বেশি দিয়ে বানাতে হবে। ফলে খরচ আরও বেড়ে যাবে। প্রতিজনের জন্য আলাদা আলাদা ভিসা বানাতে হবে।

ওয়ার্ক পারমিট ভিসায় কানাডায় যেতে কত টাকা লাগে

কানাডাতে কাজের জন্য ওয়ার্ক পারমিট নিতে হবে। এজন্য বিভিন্ন ধরনের ভিসা আছে। চাকরির ভিসা, জব ভিসা, কোম্পানি ভিসা ও কলিং ভিসা। সরকারিভাবে যে সকল ভিসায় পাওয়া যাবে, তা হচ্ছে কলিং ও ওয়ার্ক পারমিট ভিসা। এই দুই ভিসার মাধ্যমে ৫ থেকে ৬ লাখ টাকায় কানাডা আসতে পারবেন। এছাড়া কোম্পানি ভিসা, ক্লিনার ভিসা ও অন্যান্য কাজের ভিসায় কানাডা আসতে ৮ লাখ থেকে ১৫ লাখ টাকা লাগে। যত উন্নতমানের ভিসা বানাবেন তার খরচ তত বেশি হবে।

কৃষি কাজের জন্য কানাডায় যেতে কত টাকা লাগে

কানাডার বিভিন্ন স্থানে কৃষি কাজের চাকরি আছে। এই সকল কাজে যোগ দিতে কৃষি ভিসা বানাতে হবে। অন্যান্য ভিসার থেকে কানাডার কৃষি ভিসার দাম অনেক কম। সাধারণ কানাডার কৃষি ভিসার দাম ৬ থেকে ৮ লাখ টাকা। তবে এজেন্সি অনুযায়ী ভিসার দাম এর থেকে বেশিও হতে পারে। কৃষি কাজের জন্য কানাডা আসতে মোট ১০ থেকে ১২ লাখ টাকা লাগে। এই ভিসার আসার পূর্বে বিভিন্ন ধরনের কৃষিকাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।

IELTS করে কানাডায় যেতে কত টাকা লাগে

কানাডা কম খরচ আসতে চাইলে, অবশ্যই IELTS করে আসবেন। IELTS করে যেকোনো দেশে গেলে খরচ অনেক কমে যায়। সাধারণ IELTS করে কানাডায় যায় পড়াশুনা করতে। IELTS করে কানাডায় আসলে ৫ থেকে ৭ লাখ টাকা লাগবে। স্টুডেন্ট ভিসায় ৩ লাখের মতো খরচ হবে। আর অন্যান্য ভিসায় এর থেকে কইছিটা বেশি লাগবে। এটা ভিসার উপর নির্ভর করে।

কানাডায় যেতে ভিসার জন্য কত টাকা লাগে

এক দেশ থেকে অন্য দেশে যেতে অবশ্যই ভিসা লাগবে। আর বাংলাদেশে কানাডার ভিসা ফ্রি করা হয়নি। তাই বাংলাদেশি কোনো নাগরিক কাজের জন্য বা ভ্রমণের জন্য কানাডা গেলে ভিসা বানাতে হবে। ভিসার জন্য কত টাকা লাগবে আপনি কোন ধরনের ভিসা বানাবেন। কানাডাতে ছোট মানের ভিসা থেকে শুরু করে উচ্চমানের ভিসা আছে। কৃষি ভিসা, ড্রাইভিং ভিসা, লেভার ভিসা, শ্রমিক ভিসার মতো সাধারণ মানের ভিসার জন্য ৭ থেকে ১০ লাখ টাকা লাগে। কোম্পানির ভিসা ও বিভিন্ন জব ভিসার জন্য ১২ লাখ থেকে ১৫ লাখ টাকা লাগবে। তবে শুধুমাত্র সরকারি ভিসা ও স্টুডেন্ট ভিসা ৫ থেকে ৬ লাখের মধ্যে পাওয়া যাবে। বিজনেস ভিসা বিজনেসের উপর নির্ভর করে। আর মেডিকেল ভিসার দাম ৬ থেকে ৮ লাখ টাকা। কানাডায় যেতে ভিসা ৮ লাখ থেকে ১৫ লাখ টাকা লাগবে।

কানাডায় যেতে বিমান ভাড়া কত টাকা লাগে

বাংলাদেশ থেকে কানাডায় আসতে বিমান ব্যবহার করতে হবে। বাংলাদেশ এয়ারলাইন্স এর অধীনে আন্তর্জাতিক বিমান আছে। এদের অনেক ধরনের ফ্লাইট আছে। ফ্লাইটের শরণের উপর বিমান ভাড়া নির্ভর করে। এছাড়া প্রতিদিন বিমানের টিকিটের দাম কম-বেশি হয়। সাধারণ ১ লাখের মধ্যেই কানাডার টিকিট পাওয়া যাবে। যদি বিজনেস ক্লাসের মতো উন্নত ফ্লাইটে কানাডায় যেতে চান, তাহলে বিমান ভাড়া লাগবে ২ লাখ থেকে ৩ লাখ টাকা।

শেষ কথা

কানাডায় আসতে অনেক গুলো ধাপ রয়েছে। এই ধাপে অনেক রকমের খরচ আছে। প্রথমে ১২ থেকে ২০ হাজার টাকায় পাসপোর্ট বানাতে হবে। এরপর ভিসার জন্য মেডিকেল টেস্ট দিতে হবে। ভিসা আবেদন ও প্রসেসিং ফি প্রায় ১ থেকে ২ লাখ টাকা লাগে। একটি ভিসা সম্পূর্ণ হতে ৭ থেকে ১২ লাখ টাকা লাগে। বিমান ভাড়া লাগবে ৫০,০০০ থেকে ২ লাখ টাকা। কানাডায় যেতে কত টাকা লাগে তা জেনে ভিসার জন্য আবেদন করতে হবে।

আরও দেখুনঃ

কানাডা ভিজিট ভিসা খরচ ২০২৪

কানাডা ভিসা খরচ, ভিসার দাম কত ও ভিসা পাওয়ার উপায় ২০২৪