আজকের সবজির দাম ২০২৪

কিছু দিন পর পর বিভিন্ন ধরনের সবজির দাম বৃদ্ধি পেতে থাকে। এখন কাচা সবজি বিগুণের দাম বেড়েছে। প্রতি কেজি বেগুন এর দাম বেড়েছে ২০ টাকা। রসুনের দাম হয়েছে ২০০ টাকা কেজি। আলুর দাম ৫০ টাকার উপরে। পুরো কাচা বাজারে সকল পণ্যর মূল্য বেড়েছে। এই পোস্ট থেকে আজকের সবজির দাম জানতে পারবেন। পোস্টের নিচের অংশে সবজির দামের তালিকা, সবজির দাম ২০২৪ ও আজকের শাক সবজির দাম কত তা বিস্তারিত শেয়ার করা হয়েছে।

আজকের সবজির দাম

বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়। আলু পেয়াজ থেকে শুরু করে রান্নার জন্য বিভিন্ন তরুতরকারি ও কাচা বাজার রয়েছে। এর সাথে বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের সবুজ শাক। তবে সকল পণ্যর মূল্য ঊর্ধ্বগতিতে বৃদ্ধি পেতে থাকে। যেমন এখন হাফ কেজি বেগুনের মূল্য ৪০ টাকা। যা আগের সময়ে ১ কেজি কিনা যেতো ৩০ টাকায়। এছাড়া রসুনের দাম বেড়েছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকায়।

অনেক আগে ১০০ টাকায় রসুন পাওয়া যেতো আর এখন সেই রসুন বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। বিভিন্ন ধরনের মসলার দামও অনেক বেড়েছে। এখন বাজারে অতিপ্রয়োজনীয় মসলা জিরার দাম ১২০০ টাকা কেজি। এছাড়া কাচা তরকারি আলু, বেগুন, মুহি ও সবুজ শাক সবজির মূল্য বেশি।

শাক সবজির দাম

এখনো অনেক ধরনের শাক পাওয়া যায়। লাল শাক, পালং শাক, পুই শাক, কলমি শাক ও ডাঙ্গা শাক। আগে ৪ আটি কলমি শাক বিক্রি করা হতো ১০ টাকায়। এখন তার দ্বিগুণ দাম বেড়েছে। প্রতি পিস বিক্রি করছে ৫ টাকা। আর ৫ টির দাম ২০ টাকা। লাল শাকের মূল্য প্রতি পিস ১০ থেকে ১৫ টাকা। পালং শাক কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। ডাঙ্গা শাক এক আটির দাম প্রায় ১৫ টাকা।

আজকের সবজির দাম

শাক সবজির মতো অতি প্রয়োজনীয় খাদ্য হচ্ছে আলু, বেগুন, পেয়াজ ও বিভিন্ন কাচা তরকারি। এদের দাম আগের থেকে অনেক বেড়েছে। বাজারে প্রতি পণ্যর মূল্য ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নিচের অংশে আলুর দাম, পেঁয়াজের দাম, কাচা মরিচ এর দাম, বেগুনের দাম, পটলের দাম, শসার দাম, মুহির দাম, লেবুর দাম সহ আরও কিছু কাচা সবজির আজকের দাম দেওয়া আছে।

আলুর দাম কত আজকের বাজার

আজকের বাজারে বেশি দামে আলু বিক্রি করা হচ্ছে। আলুর দাম অনুযায়ী আরও ২০ থেকে ২৫ টাকা কমে পাওয়া গেলে সাধারণ জনগণের জন্য অনেক ভালো হতো। তবে বাজারে দিনের পর দিন আলুর মূল্য বেড়েই চলেছে। এখন ৭০ টাকা কেজি আলুর দাম আজকের বাজার অনুযায়ী। সাধারণ মানের আলু ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।

আজকে ১ কেজি আলুর দাম ৭০ টাকা। সাধারণ মানের আলুর মূল্য প্রতি কেজি ৬০ টাকা। লম্বা বা হাইব্রিড আলু বিক্রি করা হচ্ছে ৫০ টাকা কেজি। দেশি আলুর দাম ৭০। ১ কেজি সাদা আলুর দাম ৬০ টাকা। ১ কেজি হাইব্রিড আলুর দাম ৫০ টাকা। পাইকারিতে ৪৫ টাকা এই আলু পাওয়া যাবে। ১০ কেজি হাইব্রিড আলুর মূল্য ৫০০ টাকা। ১ কেজি জ্যোতি আলুর দাম ১০ টাকা। কিছু কিছু এলাকায় এর মূল্য ১২ টাকা কেজি।

আজকের কাঁচা মরিচের দাম

বাংলাদেশের সকল জেলায় কাচা মরিচ এর দাম কমেছে। খুব কম দামে যেকোনো দোকান থেকে এই মরিচ কিনতে পারবেন। আজকের কাঁচা মরিচের দাম ১০০ থেকে ১২০ টাকা কেজি। তবে পাইকারি দামে ১০০ টাকায় প্রতি কেজি কাচা মরিচ বিক্রি করা হয়। ৫০০ গ্রাম কাচা মরিচ এর আজকের মূল্য ৬০ টাকা।

১ পোয়া বা ২৫০ গ্রামের মূল্য ৩০ টাকা। দেশি মরিচ এর মূল্য কিছুটা বেশি হয়ে থাকে। তবে দেশি কাচা মরিচ সব সময় পাওয়া যায় না। এই মরিচের মূল্য ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। বাজারে বিদেশী মরিচের চাহিদাই বেশি হয়ে থাকে।১ কেজি কাচা মরিচের দাম ১২০ টাকা। ১ মন কাচা মরিচের মূল্য ৪০০০ টাকা। ২০ কেজি কাচা মরিচ এর মূল্য ২০০০ টাকা। পাইকারি মূল্য বা মোকামে ৩৮০০ থেকে ৩৯০০ টাকায় ১ মন কাচা মরিচ বিক্রি করা হয়।

গোল মরিচের দাম

এটিও এক ধরনের কাচা মরিচ। বাজারে এর দাম অনেক। এটি সাধারণ মরিচ এর থেকে অনেক বেশি ঝাল হয়ে থাকে। তবে খুব কম মানুষ গোল মরিচ ব্যবহার করে। গোল মরিচ দুই ধরনের সাদা ও কালো। এর দাম অনেক কম বেশি। ১ কেজি কালো গোল মরিচ এর মূল্য ৭০০ টাকা। হাফ কেজির মূল্য ৩৫০ টাকা। ১ কেজি সাদা গোল মরিচ এর মূল্য ১০০০ টাকা। যার ৫০০ গ্রামের মূল্য ৫০০ টাকা। এছাড়া বাজারে প্যাকেট জাত গোল মরিচের ঘুরা পাওয়া যায়।

আজকে শুকনো মরিচের দাম কত

বাজারে শুকনো মরিচের দাম দাম বেড়েই চলেছে। কাচা মরিচ এর মূল্য কমলেও কমছে না শুকনো মরিচের মূল্য। এর প্রতি কেজির দাম ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। ভালো মানের শুকনো মরিচ বিক্রি করা হয় ৫০০ টাকার উপরে। যার কারণে শুকনো মরিচের ঘুড়ার দামও অনেক। ৫০০ গ্রাম শুকনা মরিচ বিক্রি করা হচ্ছে ৩৫০ টাকা।

আজকের পেঁয়াজের দাম

১৫ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশে সরকারের দেওয়া নির্ধারিত দামে পেয়াজ বিক্রি শুরু হওয়ার কথা। সেই অনুযায়ী আগের থেকে প্রতি কেজিতে ৫ টাকা কমে পেয়াজ পাওয়া যাবে। বর্তমানে সকল বাজারেই পেয়াজ এর মূল্য ৭০ থেকে ৭৫ টাকা। তবে আজকের পেঁয়াজের দাম ৬৫ টাকা কেজি। এই দামে সারা বাংলাদেশে পেয়াজ বিক্রি করা হবে। এটি হচ্ছে সরকারের নির্ধারিত করা দাম। তবে দেশি পেঁয়াজের মূল্য এর থেকে অনেক বেশি। স্থানভেদে দেশি পেয়াজ এর দাম ৮০ থেকে ৯০ টাকা কেজি। 

এখন প্রতি এলাকায় ৬৫ টাকা কেজি পেয়াজ বিক্রির জন্য আদেশ দিয়েছে। বাংলাদেশে আজকে প্রতি কেজি পেঁয়াজের মূল্য ৬৫ টাকা। ৫ কেজি পেঁয়াজের দাম ৩২৫ টাকা। ২০ কেজি পেয়াজ এর মূল্য ১৩০০ টাকা এবং ১ বস্তা পেঁয়াজের মূল্য ২৬০০ টাকা। পেঁয়াজের নির্ধারিত মূল্য ৬৫ টাকা কেজি।

আজকের আদার দাম

আদা কাচা সবজি নয়, তবে এটি এমন একটি মসলা জাতীয় পণ্য যা অনেক খাবার রান্না করতে প্রয়োজন হয়। আজকে আদার দাম কেজিতে ২৫০ টাকা। বিদেশি আদা ২২০ থেকে ২৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আগের থেকে কেজিতে ২৫০ টাকার মতো এর মূল্য কমেছে। বাজারে ১০ কেজি আদার মূল্য ২৫০০ টাকা। ২০ কেজির দাম ৫০০০ টাকা। বিদেশি আদা ৪৬০০ টাকায় ২০ কেজি পাওয়া যাবে।

আদার জাত ও মানের উপে এর দাম নির্ভর করে। এছাড়া অনেক সময় এলাকা ভেদে আদার দাম কম বেশি হয়। সারা বাংলাদেশেই এখন ২৫০ টাকা কেজি আদা পাওয়া যাচ্ছে। আজকের আদার দাম ২৩০ থেকে ২৫০ টাকা। ভবালো মানের আদা বিক্রি করা হচ্ছে ২৫০ টাকায়। আর সাধারণ মানের আদা পাওয়া যাচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকার মধ্যে। বাজারে এক কেজি দেশি আদার দাম ২৫০ থেকে ২৭০ টাকা। এক কেজি কালো আদার মূল্য ২০০০ টাকা।

আজকের রসুনের দাম কত

বর্তমান বাজারে রসুনের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। খুচরা দামে আজকের রসুনের দাম ২০০ টাকা কেজি। আরেক জাতের বা বিদেশি রসুন বিক্রি করা হচ্ছে ১৮০ টাকা কেজি। পাইকারি মূল্য প্রতি কেজি রসুনের মূল্য ১৯০ থেকে ১৯৫ টাকা। ৫ কেজি রসুনের মূল্য ১০০০ টাকা। ১০ কেজি ভালো রসুন বিক্রি করা হচ্ছে ২০০০ টাকা। আজকের বাজারে প্রতি কেজি রসুন এর মূল্য ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত।

এখন ১ কেজি রসুনের দাম ২০০ টাকা। বিদেশি রসুনের প্রতি কেজির মূল্য ১৮০ টাকা। দেশি রসুনের মূল্য প্রায় ২০০ টাকার উপরে। ১৭০ থেকে ১৮০ টাকায় বিদেশি রসুন পাওয়া যাবে। এক কোয়া রসুনের দাম ২৫০ টাকা কেজি। ১  বস্তা রসুন এর দাম ৮০০০ টাকা। ১ পোয়া রসুন এর দাম ৫০ টাকা। 

আজকে বেগুনের দাম

কাচা সবজির মধ্যে সবার পছন্দের একটি সবজি হচ্ছে বেগুন। বাজারে লম্বা, মোটা ও গোল বেগুন সহ দেশি বিদেশি বেগুন পাওয়া যায়। এক এক জাতের বেগুনের দাম এক এক রকমের। এক কেজি লম্বা বেগুনের মূল্য ৮০ টাকা। ৫ কেজির দাম ৪০০ টাকা। ২০ কেজি লম্বা ও চিকন বেগুন বিক্রি হচ্ছে ১৬০০ টাকা। যার এক বস্তার মূল্য হচ্ছে ১৬০০ টাকা। পাইকারিতে এর দাম ১৫০০ টাকা।

গোল বেগুনের দাম হচ্ছে ৬০ টাকা কেজি। সাদা ও নীল গোল বেগুন পাওয়া যায়। প্রতি কেজি সাদা ও নীল গোল বেগুন বিক্রি করা হয় ৫০ থেকে ৬০ টাকা কেজি। অনেকে এই বেগুন কে পাহাড়ি বেগুন বলে থাকে। ৫ কেজি গোল বেগুনের দাম ২৫০ থেকে ৩০০ টাকা। ২০ কেজির দাম ১০০০ থেকে ১২০০ টাকা। এক বস্তা বা এক মনের দাম ২০০০ থেকে ২৪০০ টাকা। পাইকারি মূল্য কিছুটা কম দামে পাওয়া যাবে।

আজকে পটলের দাম

পটলের দামও বেড়েছে। এখন বাজারে ৫০ থেকে ৬০ টাকা দরে পটল বিক্রি হচ্ছে। আজকের বাজারে ১ কেজি পটলের দাম ৬০ টাকা। ৫০০ গ্রাম এর মূল্য ৩০ টাকা। ১ মন পটলের দাম ২০০০ থেকে ২৪০০ টাকা। ২০ কেজি পটলের মূল্য ১০০০ থেকে ১২০০ টাকা। খুচরা মূল্য এক মন পটল ২০০০ থেকে ২১ টাকায় বিক্রি করা হয়। প্রতিটি অঞ্চলে কাচা সবজির দাম বেশি। তাই সেখানে পটলের দামও বেশি হয়েছে।

শসার দাম

সালাদ হিসেবে শসা ব্যবহার করা হয়। এটি রান্না ছাড়াও খাওয়া যায়। প্রতি কেজি শসার মূল্য ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত। ভালো মানের ১ কেজি শসার মূল্য ৬০ টাকা। সাধারণ মানের গুলোর দাম ৪০ থেকে ৫০ টাকা। ৫ কেজি শসার মূল্য ৩০০ টাকা। ১০ কেজির দাম ৬০০ টাকা। ২০ কেজি সসার পাইকারি মূল্য ১১০০ টাকা। ৪০ কেজি বা এক বস্তা শসার পাইকারি ও খুচরা মূল্য যথাক্রমে ২২০০ ও ২৪০০ টাকা।

মুহির দাম

আলুর মতো তরকারিতে মুহি ব্যবহার করা হয়। বাজারে এখন ৪০ থেকে ৫০ টাকা কেজি মুহি বিক্রি করা হচ্ছে। ছোট ও বড় ২ সাইজের মুহু পাওয় যায়। ছোট যাইতের মুহির দাম ৪০ টাকা কেজি। বড় সাইজের মুহির আজকের দাম ৫০ টাকা কেজি। ৫ কেজি মুহির দাম ২৫০ থেকে ৩০০ টাকা। ৪০ কেজি মুহি বাজারে বিক্রি হচ্ছে ১২০০ টাকা পর্যন্ত। পাইকারি দামে ১১০০ টাকায় মুহি পাওয়া যাচ্ছে।

শেষ কথা

প্রতিনিয়ত বাজারে কাচা তরকারি বা শাক সবজির দাম বৃদ্ধি পাচ্ছেই। তবে আবারো এর দাম পরিবর্তিত হতে পারে। এই পোস্টে আজকের বাজারের কত টাকা কেজি কাচা সনবী বিক্রি হচ্ছে তা শেয়ার করা হয়েছে। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেচ এবং এখান থেকে আজকের সবজির দাম। বাজারে আলু, পেয়াজ ও অন্যান্য সবজির দাম কত তা জানতে পেরেছেন। এই রকম বাজার দর সম্পর্কিত পোস্ট পেতে আমার সাথেই থাকুন। এই ওয়েবসাইটে বাজার দাম নিত্যে নতুন পণ্যর দাম নিয়ে আপডেট তথ্য শেয়ার করা হয়।

আরও দেখুনঃ

১ কেজি পেঁয়াজের দাম কত 2024। পেঁয়াজের বাজার দর

1 কেজি আলুর দাম কত? আলুর বাজার দর ২০২৪

আজকের কাঁচা মরিচের দাম কত? ১ কেজি মরিচের দাম