কসোভো বেতন কত টাকা ২০২৪

কসোভো ইউরোপ মহাদেশের একটি দেশ। এখানে অনেক ধরনের কাজ রয়েছে। এই সকল কাজের ধরনের উপর ভিত্তি করে শ্রমিকদের বেতন দেওয়া হয়। কসোভোতে লেভার, শ্রমিক, ছোট ও বড় কোম্পানির কাজ আছে। এছাড়া এখানে দোকান, হোটেল বা রেস্টুরেন্ট এর কাজও পাওয়া যায়। এই সকল কাজের উপর ভিত্তি করে তাদের মাসিক বেতন দেওয়া হয়। এখানে আসার পূর্বে যেকোনো একটি কাজে সম্পূর্ণ দক্ষ হয়ে আসবে। কসোভো বেতন কত বা এখানে মাসে কত টাকা ইনকাম করা যাবে জেনে নেওয়া যাক।

কসোভো বেতন কত

কসোভোতে ইউরো হিসাবে শ্রমিকদের বেতন প্রদান করা হয়। যা বিশ্বের এক এক দেশে এক এক রেটে পাওয়া যায়। এই দেশের একজন শ্রমিকের মাসিক বেতন প্রায় ৩১ হাজার থেকে ৩৫ হাজার পর্যন্ত। আবার অনেক শ্রমিক মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা ইনকাম করে। এটা কাজের ধরনের উপর নির্ভর করে। এই দেশে আরও কাজ আছে। কাজের মান যত ভালো, তাদের বেতন তত বেশি। তবে ভালো বেতনের জন্য কষ্টের কাজও করতে হয়। কসোভোতে কোম্পানি কাজের বেতন ৬০ থেকে ৮০ হাজার টাকা। আর উচ্চমানের অফিসের কাজের বেতন ১ লাখের উপরে।

  • দৈনিক বেতন ১ হাজার থেকে ৩ হাজার টাকা।
  • সাপ্তাহিক বেতন ৭ হাজার থেকে ২০ হাজার টাকা।
  • মাসিক বেতন ৩০ হাজার থেকে ৯০ হাজার টাকা।
  • বাৎসরিক বেতন ৩ লাখ ৬০ হাজার থেকে ৯ লাখ ৬০ হাজার টাকা।

কসোভো সর্বনিম্ন বেতন কত

এই দেশে সকল সাধারণমানের কাজের বেতন ৪০ হাজারের উপরে। এর মধ্যে শ্রমিকের কাজ, লেভারের কাজ, ক্লিনারের কাজ গুলো সাধারণ মানের কাজ হিসেবে পরিচিত। এই সকল কাজ করে কসোভোতে মাসিক ৪০ থেকে ৪৫ হাজার টাকা পাওয়া যাবে। কসোভো সর্বনিম্ন বেতন ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা।

কসোভোতে শ্রমিকদের বেতন কত টাকা

এখানে শ্রমিক হিসেবে বিভিন্ন স্থানে কাজ পাওয়া যায়। বাসা বাড়িতে, দোকানে, ফ্যাক্টরি বা বিভিন্ন কল কারখানায় ইত্যাদি। এই সকল কাজে একজন কসোভো শ্রমিকের বেতন মাসে ৩০ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত। যে শ্রমিক বেশি অভিজ্ঞতা সম্পর্ন তার বেতনের হার তত বেশি। কসোভোতে শ্রমিকদের বেতন ৩০ হাজার থেকে শুরু হয়। অনেকে ৪০ থেকে ৫০ হাজার টাকা ইনকাম করতে পারে।

শেষ কথা

সময়ের সাথে বেতনের মান পরিবর্তন হতে পারে। তবে এখানে একজন শ্রমিক মাসে ৪০ হাজারের মতো উপার্জন করতে পারবে। যে ব্যাক্তি যত দক্ষ তার বেতন তত বেশি। একটি ভালোমানের ভিসায় কসোভোতে আসতে পারলে ৫ থেকে ৭০ হাজার টাকা মাসিক বেতনের চাকরি করতে পারবেন। এজন্য ভালো এজেন্সি ও কাজের দক্ষতা প্রয়োজন।

আরও দেখুনঃ

ফিনল্যান্ড কাজের ভিসা ২০২৪

কানাডা জব ভিসা ২০২৪