এই দেশ টি ইউরোপে অবস্থিত। প্রতি বছর অনেক প্রবাসী কাজের জন্য ফিনল্যান্ড আসে। কোম্পানির কাজ থেকে শুরু করে লেভার বা শ্রমিকদের জন্য অনেক ধরনের কাজ আছে এখানে। তবে এই দেশে আসার পূর্বে কাজের ভিসা, জব ভিসা বা অয়ার্ক পারমিট ভিসা বানাতে হবে। সরকারি ভাবে বা বেসরকারি ভাবে ফিনল্যান্ড কাজের ভিসা পাওয়া যায়। ফিনল্যান্ডের কাজ এর ভিসার জন্য কত টাকা লাগবে এবং কি কি লাগবে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফিনল্যান্ড কাজের ভিসা
উন্নত চাকরি বা ভালো মানের বেতনের জন্য বাংলাদেশ থেকে অনেক প্রবাসী ফিনল্যান্ডে আসে। কাজে দক্ষ ও অভিজ্ঞ প্রবাসীরা এই দেশে খুব সহজে চাকরি পায়। এখানে অনেক ধরনের কাজ পাওয়া যাবে। এই সকল কাজের ধরনের উপর নির্ভর করে ভিসা বানাতে হবে। ভিসা বানানোর জন্য ভিসা এজেন্সিতে যোগাযোগ করবেন। অনেক সময় সরকারি ভাবে ফিনল্যান্ড ভিসার নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন যোগ্যতা সহ সেই ভিসায় আবেদনের মাধ্যমেও ভিসা পাওয়া যেতে পারে। ফিনল্যান্ডের কিছু কাজের ভিসা জেনে নেওয়া যাক।
- ফুড ডেলিভারি ম্যান
- ফ্যাক্টরি জব ভিসা
- কোম্পানি ভিসা
- ড্রাইভিং ভিসা
- ক্লিনার ভিসা
- রেস্টুরেন্ট ভিসা
- হোটেল ভিসা
- ওয়েল্ডার ভিসা
- ইলেকট্রিশিয়ান ভিসা
- প্লাম্বার ভিসা
- লেভার ভিসা
- শ্রমিক ভিসা
- কনস্ট্রাকশন ওয়ার্কার
ফিনল্যান্ডের কাজের ভিসা দাম কত
ইউরোপের যেকোনো দেশের ভিসা পেতে লাখ লাখ টাকা লাগে। এই দেশের ভিসার দাম অনেক। তবে কাজের ধরন ও ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে ভিসার মূল্য কম বেশি হয়। ফিনল্যান্ড এর সাধারণ মানের কাজের ভিসার দাম ৮ থেকে ১০ লাখ টাকা। এর মধ্যে শ্রমিক ভিসা, লেভার ভিসা, ক্লিনার ভিসা, রেস্টুরেন্ট, হোটেল ও ড্রাইভিং ভিসা। ১০ থেকে ১২ লাখ টাকার মধ্যে এই সকল ভিসায় ফিনল্যান্ডে আসা যাবে।
আরও কিছু ভিসা আছে, যাদের দাম ১২ লাখের উপরে। আরও এই সকল ভিসায় ফিনল্যান্ড আসার জন্য ১৫ থেকে ১৭ লাখ টাকা খরচ হবে। তবে সবাই এই সকল ভিসা পাবে না। এর জন্য শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে। যেমন বড় ধরনের কোম্পানির কাজ, বিভিন্ন কল কারখানা বা ফ্যাক্টরির কাজ, ইলেকট্রিশিয়ান এর কাজ ইত্যাদি। তাহলে ফিনল্যান্ড কাজের ভিসা দাম ৮ থেকে ১২ লাখ এবং ১২ থেকে ১৭ লাখ টাকা।
ফিনল্যান্ড কাজ এর ভিসার জন্য কি কি যোগ্যতা লাগবে
যেকোনো কাজ বা ভিসা পেতে নুন্যতম যোগ্যতা থাকা জরুরি। কেননা বর্তমানে কোণও দেশে বিনা অভিজ্ঞতা সম্পর্ন লোক নেওয়া হয় না। তাই ফিনল্যান্ডে আসার পূর্বে যেকোনো কাজের দক্ষতা নিয়ে আসতে হবে। এই দেশের অনেক কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। আবার অনেক ধরনের কাজ আছে, যেখানে বয়সের নুন্যতম যোগ্যতা থাকতে হয়। তাই ভিসা আবেদনের পূর্বে ঐ কাজের জন্য যা যা যোগ্যতা থাকা প্রয়োজন সে গুলো আপনার আছে কি না দেখে নিবেন। প্রয়জনে ভিসা এজেন্সিদের সাথে এই বিষয়ে কথা বলেতে হবে।
ফিনল্যান্ড কাজের ভিসা পেতে কি কি লাগে
ভিসা পাওয়া খুব সহজ নয়। এজন্য অনেক কিছুর প্রয়োজন আছে। প্রথমত ভিসা পেতে অনেক ধরনের যোগ্যতা প্রয়োজন। ভিসা বানানোর পূর্বে আপনার ঐ কাজের বয়স হতে হবে। অনেক ধরনের ডকুমেন্ট বা কাগজ পত্রের প্রয়োজন হবে। ফিনল্যান্ড কাজের ভিসা পেতে কি কি লাগে এই সকল বিষয়ে জেনে ভিসার আবেদন কবেন।
- কমপক্ষে ৬ মাস মেয়াদী পাসপোর্ট।
- সদ্য তুলা পাসপোর্ট সাইজের ছবি।
- শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট।
- প্রাপ্ত বয়সের ডকুমেন্ট।
- এনআইডি বা জন্মসনদ এর ফটোকপি।
- ফিনিশ বা সুইডিশ ভাষার দক্ষতা।
- চাকরির অফার লেটার।
- পূর্বের কাজের দক্ষতা ও অভিজ্ঞতার ডকুমেন্ট।
- মেডিকেল সার্টিফিকেট।
- পুকিশ ক্লিয়ারনেস এর ডকুমেন্ট।
ফিনল্যান্ডে সরকারিভাবে কাজের ভিসা পাওয়া যায়
হ্যাঁ, তবে এই ভিসা খুব কম সময় পাওয়া যায়। অনেক সময় ফিনল্যান্ডে কাজের জন্য শ্রমিকের প্রয়োজন হলে বিভিন্ন দেশে নিয়োগ দেয়। বাংলাদেশের বোয়েস্লের অফিসিয়াল ওয়েবসাইটে সকল সরকারি ভিসার নিয়োগ প্রকাশ করা হয়। ফিনল্যান্ড সরকার থেকে ভিসার নিয়োগ দেওয়া হলে বোয়েসেলের ওয়েবসাইটে পাওয়া যাবে। সরকারি ভাবে ফিনল্যান্ডের কাজের ভিসার জন্য ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হবে। এছাড়া এটা কোম্পানির উপর নির্ভর করবে।
শেষ কথা
বাংলাদেশে অনেক গুলো ভিসা এজেন্সি আছে। ভিসা আবেদনের পূর্বে বিভিন্ন এজেন্সি যাচাই করে নিবেন। ভিসা আবেদনের মাধ্যমের উপরেরও ভিসা খরচ কম বেশি হতে পারে। যত ভালোমানের ভিসা বানাবেন, তার দাম তত বেশি নেওয়া হবে। এখানে ভিসা, আবেদন ও খরচ সম্পর্কে সকল তথ্য দেওয়া হয়েছে।
আরও দেখুনঃ
সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় ২০২৪