সারা বিশ্বে কৃষি কাজের ব্যাপক চাহিদা। তাই উন্নত দেশ গুলোতে আধুনিক যন্ত্র-পাতি ব্যবহার করে কৃষি কাজ কে আরও সহজ উ উন্নয়ন করেছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কৃষি কাজ দেখা যায়। সেখানে চাষাবাদ থেকে শুরু করে, ফল-ফুলের বাগান, হাঁস-মুরগি, গরু ছাগলের ফার্মের কাজ আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে এই সকল কাজের জন্য নিয়োগ দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার কৃষি ভিসা বানিয়ে এখানকার কৃষি কাজ করা যাবে। এই দেশে কৃষি কাজের ভিসা বানাতে ৭ থেকে ৮ লাখ টাকা লাগ। ১০ থেকে ১১ লাখ টাকায় অস্ট্রেলিয়ায় কৃষি কাজের জন্য আসতে পারবেন। তবে আসার আগে যেতে জানতে হবে এখানে এই কাজের মান ও বেতন কেমন। বিশ্বের সকল উন্নত দেশেই কৃষি কাজের ভালো বেতন রয়েছে। অস্ট্রেলিয়া কৃষি কাজের বেতন কত তা জেনে নেওয়া যাক।
অস্ট্রেলিয়া কৃষি কাজের বেতন কত
বাংলাদেশেও কৃষি কাজ করা যায়। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও এখনো সেই রকম ভাবে কৃষি কাজের উন্নয়ন ঘটাতে পারেনি। সারা বিশ্বে যেখানে উন্নতমানের যন্ত্র পাতি ব্যবহার করে চাষাবাদ, ফসল উৎপাদন ও সংগ্রহ করা হয়। বাংলাদেশে এগুলো খুব কম পরিমাণে দেখা যায়। এছাড়া দেশের কৃষিকাজ করে তারা লাভবান হতে পারেতেছে না। তাই অনেকে আছে যারা এই কাজে অনেক অভিজ্ঞ, তারা চাইলে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া থেকে অধিক টাকা উপার্জন করতে পারবেন।
ইউরোপ, আমেরিকা ও কানাডার মতো অস্ট্রেলিয়াতেও কৃষি কাজের লোক নেওয়া হয়। যার ফলে বাংলাদেশের অনেক কৃষি এই দেশে কৃষি কাজের জন্য আসে। এখানে কৃষি কাজের কয়েক ধরনের আছে। যার উপর ভিত্তি করে কৃষকদের বেতন দেওয়া হয়। কাজের ভিত্তির উপর অস্ট্রেলিয়া কৃষি কাজের আনুমানিক বেতন ৪০ হাজার থেকে ৯০ হাজার পর্যন্ত।
অস্ট্রেলিয়া কি কি কৃষি কাজ আছে
কৃষিকাজের জন্য অনেক গুলো ক্যাটাগরি আছে। কিন্তু আমরা বাংলাদেশিরা শুধু ফসল আবাদা ও চাষাবাদ কে বুঝি। কিন্তু অস্ট্রেলিয়াতে ফসলের কাজ ব্যাতিত অনানাও কাজ দেওয়া হয়। যেগুলো কৃষি কাজের অন্তর্ভুক্ত। কৃষি ভিসায় এই দেশে ফুলের বাগেনের কাজ, ফলের বাগানের কাজ, ফার্মের কাজ বা কোম্পানির কাজ দেওয়া হয়। এই প্রতিটি কাজের উপরে আলাদা আলাদা বেতন নির্ধারন করা হয়।
এই দেশের কৃষি কাজ করতে পূর্বে অভিজ্ঞতা লাগে। তাই যারা কৃষি কাজের উপর অভিজ্ঞ নয় তাদের কে কাজ দেওয়া হবে না। যার ফলে এখানে এসে কোনো ধরনের কাজ পাবেন না। যারা কৃষি ভিসায় অস্ট্রেলিয়া আসবেন, আসার পূর্বে কৃষি কাজ শিখতে আসতে হবে।
- ফসল চাষাবাদ
- ফসল উৎপাদন
- মাড়াই ও সংগ্রহকরণ
- জমিতে সেচের কাজ
- ফুল ও ফলের বাগানের কাজ
- বাসা বাড়ির কৃষি কাজ
- কোম্পানি গত কৃষি কাজ
- বিভিন্ন ফার্মের কাজ
অস্ট্রেলিয়া কৃষি কাজের জন্য কি কি লাগবে
বাংলাদেশ থেকে যেকোনো দেশে কৃষি কাজে আসতে প্রয়োজন কৃষি ভিসা। যেটি লাখ লাখ টাকা খরচ করে বানাতে হয়। প্রধান বিষয় হচ্ছে সবাইকে কৃষি ভিসা দেওয়া হয় না। কৃষি ভিসা বানাতে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে। এই সব কিছু থাকলে তাদের কে ভিসা বানিয়ে দেওয়া হয়। আর যারা কৃষি কাজ সম্পর্কে কিছু জানে না তাদের ভিসা দেওয়া হবে না। তাই কৃষি ভিসা পেতে আপনার পূর্ব অভিজ্ঞতা স্বরূপ কৃষি বিষয়ক ডকুমেন্ট গুলো জমা দিতে হবে।
- এনআইডি বা স্মার্ট কার্ড
- ৫ পোর্ট সাইজের ছবি
- পাসপোর্ট
- পুলিশ ক্লিয়ারনেস
- ভিসা
- কৃষি কাজের অভিজ্ঞতা সম্পর্ন বিভিন্ন কাগজ
শেষ কথা
কৃষি কাজ সহজ মনে হলেও এই কাজ করতে অভিজ্ঞতা লাগে। আর অভিজ্ঞগতা ছাড়া কোথাও কৃষি কাজ করা যায় না। যার কারণে অস্ট্রেলিয়াতে কৃষি কাজে লোক নেওয়ার সময় বাছাই করা হয়। অভিজ্ঞরা সব সময় এখানে কাজের সুযোগ পায়। আর এই কাজের বেতন ১ লাখের উপরেও আছে। তবে সবাই এই বেতনের চাকরি করতে পারে না। অস্ট্রেলিয়া কৃষি কাজের বেতন কত তা কাজের উপর নির্ভর করে।
আরও দেখুনঃ
অস্ট্রেলিয়া লেবার ভিসা দাম ২০২৪