বেশ কয়েকদিন ধরে বাজারে আদার দাম কিছুটা কমেছে। তবে আদার মূল্য এর থেকে বেশি কমা উচিৎ। কয়েক মাস আগের প্রতি কেজি আদার মূল্য ছিলো ৫০০ টাকা। এখন সেখান থেকে ২৫০ টাকা আদার মূল্য কমেছে। এই পোস্টে আজকে আদার দাম কত ও আদা কত টাকা কেজি তা বিস্তারিত শেয়ার করা হয়েছে। কালো আদা, দেশি আদা ও বিদেশি আদার সঠিক দাম জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।
আদার দাম
বাজারে বেশ কয়েক জাতের আদা পাওয়া যায়। দেশি, বিদেশি ও কালো জাতের আদা। সব সময় দেশি জিনিসের দাম বেশি, তাই এক্ষেত্রে দেশি আদার মূল্য অন্যান্য আদার থেকে বেশি। এখন ১ কেজি আদার দাম ২৫০ টাকা। তবে সাধারণ মানের আদা ২৩০ থেকে ২৪০ টাকা কেজি। ৫ কেজি আদা বিক্রি করা হয় ১০০০ টাকা।
আরও দেখুনঃ আজকের রসুনের দাম কত? ১ কেজি রসুনের দাম ২০২৪
আজকের আদার দাম
আজকে আদার দাম কেজিতে ২৫০ টাকা। বিদেশি আদা ২২০ থেকে ২৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আগের থেকে কেজিতে ২৫০ টাকার মতো এর মূল্য কমেছে। বাজারে ১০ কেজি আদার মূল্য ২৫০০ টাকা। ২০ কেজির দাম ৫০০০ টাকা। বিদেশি আদা ৪৬০০ টাকায় ২০ কেজি পাওয়া যাবে।
১ কেজি আদার দাম কত
আদার জাত ও মানের উপে এর দাম নির্ভর করে। এছাড়া অনেক সময় এলাকা ভেদে আদার দাম কম বেশি হয়। সারা বাংলাদেশেই এখন ২৫০ টাকা কেজি আদা পাওয়া যাচ্ছে। আজকের আদার দাম ২৩০ থেকে ২৫০ টাকা। ভবালো মানের আদা বিক্রি করা হচ্ছে ২৫০ টাকায়। আর সাধারণ মানের আদা পাওয়া যাচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকার মধ্যে।
দেশি আদার দাম কত
বাংলাদেশি যেসব আদা চাষ করা হয় সেগুলোকে দেশি আদা বলা হয়। দেশি আদার চাহিদা বেশি, তবে আবাদ কম হওয়ায় বিদেশ থেকেও আমদানি করা হয়। বরাবরের মতো এই বারও দেশি আদার মূল্য বেশি। এখন কেজিতে দেশি আদা বিক্রি করা হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকায়। পাইকারি মূল্য ২৫০ টাকায় দেশি আদা পাওয়া যাবে।
কালো আদার দাম কত
বাংলাদেশে কালো আদা খুব কম পাওয়া যায়। এর কারণ র দাম অনেক বেশি হওয়ায় বিক্রি করা যায় না। আর এই আদা বাংলাদেশে বেশি চাষ না হওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হয়। কালো আদার দাম প্রতি কেজি ১৫০০ থেকে ২০০০ টাকা। আদার মান অনুযায়ী এর মধ্যে যেকোনো জাতের কালো আদা পাওয়া যাবে। ২৫০ গ্রাম কালো আদার মূল্য ৪৫০ থেকে ৫০০ টাকা।
বর্তমানে আদার দাম কত
বর্তমানে দেশি আদার দাম ২৫০ থেকে ২৭০ টাকা কেজি। বিদেশি আদার মূল্য ২৪০ টাকা কেজি। কালো আদার দাম ১৫০০ থেকে ২০০০ টাকা। ৫০০ গ্রাম আদার মূল্য ১৮০ টাকা। ১ পোয়া আদার মূল্য ৭০ টাকা।
শেষ কথা
এই পোস্টে বর্তমানে আদার দাম কত ও এক কেজি আদার মূল্য শেয়ার করা হয়েছে। আবার যেকোনো সময় এর দাম কম বেশি হবে। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে আদার দাম ২০২৩। আজকের আদার দাম কত? তা জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ