পৃথিবীর ধনী দেশের তালিকায় কুয়েত একটি। এই দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত। এখানে রয়েছে হাজার হাজার কাজ। যার ফলে প্রতি বছর বিদেশ থেকে শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কুয়েতে বিভিন্ন ধরনের কোম্পানি তৈরি করেছে। এই কোম্পানিতে কাজের জন্য বিভিন্ন দেশে নিয়োগ দেওয়া হয়। কুয়েত কোম্পানি ভিসা বানিয়ে কাজের জন্য আবেদন করতে হবে। আজকে কুয়েত কোন কাজের চাহিদা বেশি, কোন কোম্পানিটি ভালো হবে তা জানবো।
সুতরাং আপনারা যারা বাংলাদেশ হতে কুয়েত যেতে ইচ্ছুক তারা অবশ্যই কুয়েতে কোন কাজের চাহিদা বেশি তা পূর্বে জেনে নিবেন। কেননা কাজের চাহিদা নেই এরকম কোন কাজের ভিসায় যদি আপনি ওই দেশে গিয়ে থাকেন তাহলে আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ কাজ নাও থাকতে পারে। তাহলে চলুন আজকের এই পোষ্টের মাধ্যমে কুয়েত কোন কাজের চাহিদা বেশি তা জেনে নেওয়া যাক।
কুয়েত কোন কাজের চাহিদা বেশি
কাজ জানা থাকলে বা আপনার যেকোনো একটি কাজের অভিজ্ঞতা থাকলে এখানে চাকরি করতে পারবেন। কুয়েতে বিভিন্ন ক্যাটাগরির চাকরি আছে। প্রায় সব ধরনের চাকরির মান ও দাম এখানে ভালো। এর সাথে এই কাজ করে ভালো ধরনের বেতন পাওয়া যাবে। বর্তমান সময়ে কুয়েতে বিভিন্ন কাজের বেশ চাহিদা রয়েছে। এখানে রাজম্রিস্ত্রি, দিন মুজুর, শ্রমিক, বিভিন্ন কল-কারখানা, সার্ভিসিং কোম্পানির কাজের ভালো চাহিদা আছে। নিচের টেবিল হতে সম্ভাব্য কাজের উপর নির্ভর করে বেতনের তালিকাটি দেখে নিন।
কাজের নাম | বেতন | ||
হোটেল | ৪০০০০ | ||
রেস্টুরেন্টে | ৫০০০০- ৮০০০০ | ||
নির্মাণ কাজ | ৪০০০০-৬০০০০ | ||
ড্রাইভিং | ৫০০০০ | ||
ঢালাই কাজ | ৫০০০০-৬০০০০ | ||
ফ্যাক্টরির কাজ | ৫০০০০ | ||
ক্লিনার | ৪০০০০-৬০০০০ |
কুয়েতে ক্লিনারের বেতন কত
কোম্পানি কাজের মধ্যে এটি একটি। কুয়েতে বাসাবাড়ি-অফিস, গাড়ি বা বিভিন্ন জিনিসের ক্লিনিং এর জন্য কোম্পানি আছে। যারা এখানে সার্ভিস করে। এই কোম্পানিতে চাকরির জন্য নিয়োগ দেওয়া হয়। কুয়েতে ক্লিনারের কাজের চাহিদা ভালো। পাশা-পাশি বেতন অনেক পাওয়া যায়। কুয়েতে ক্লিনারের বেতন কোম্পানির উপর নির্ভর করে ৪০ থেকে ৬০ হাজার তাজা পর্যন্ত হয়ে থাকে।
কুয়েত কোম্পানি কাজের চাহিদা কেমন 2023
কয়েতে যারা কাজ করে তারা বেশির ভাগ কম্পানিগত ভাবে যুক্তও। এখানে অনেক ধরনের কোম্পানি আছে। হোটেল কোম্পানি, রেস্টুরেন্ট কোম্পানি, সার্ভিসিং কোম্পানি, গ্যারেজ কোম্পানি ইত্যাদি। সাধারণ মানের কোম্পানির চাকরি সকল ধরনের মানুষ কে দেওয়া হয়। তবে উন্নতমানের কোম্পানি পরিচালনার জন্য দরকার অভিজ্ঞ ও শিক্ষিত ব্যাক্তি। ঐ কাজ গুলোতে চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকতে হয়। কাজ অনুসারে কুয়েত কোম্পানি কাজের চাহিদা অনেক বেশি। এখানে ৪০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।
কুয়েতে রেস্টুরেন্টে কাজের চাহিদা কেমন
দেশে বসবাসরত বা পর্যতকদের জন্য এই দেশে রয়েছে নানা ধরনের রেস্টুরেন্ট। সাধারণ মানের রেস্টুরেন্ট এ সকল মানুষ চাকরি করার সুযোগ পায়। আট যারা অনেক অভিজ্ঞ ও কিছুটা শিক্ষিত তাদের কে উন্নতমানের রেস্টুরেন্ট এ চাকরি দেওয়া হয়। রেস্টুরেন্ট এ বিভিন্ন ক্যাটাগরির চাকরি থাকে। যেমন শেফ, ওয়েটার, ম্যানেজমেন্ট ইত্যাদি। এদের কাজের উপর রেস্টুরেন্ট গুলোতে ৪০ থেকে ৮০ হাজার পর্যন্ত টাকা বেতন পায়।
কুয়েতের নির্মাণ কাজের চাহিদা কেমন
এই দেশে নির্মান কাজের জন্য কোম্পানি আছে। যারা চুক্তি নিয়ে কাজ করে। সেখানে অনেকে শ্রমিক হিসেবে যুক্ত হতে পারে। অভিজ্ঞ মিস্ত্রিদের কে নির্মান কাজের জন্য হায়ার করা হয় তাদের বেতন ৫০ থেকে ৭০ হাজার পর্যন্ত। আর যারা সাধারণ মানের কাজ করে তাদের কে ৪০ হাজারের উপরে বেতন দেওয়া হয়।
ড্রাইভিং কাজের চাহিদা ও বেতন
কুয়েতে উন্নতমানের ড্রাইভিং ব্যবস্থা আছে। এই ড্রাইভিং এ কম্পানিগত চাকরি করা যায়। তবে সবাইকে এ চাকরি দেওয়া হয় না। যারা ড্রাইভিং এ অভিজ্ঞ বা পুর্বের অভিজ্ঞতা আছে তাদের কে ড্রাইভিং কাজের সুযোগ দিয়ে থাকে। এর পাশা-পাশি এই দেশের ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে ধারনা থাকতে হবে। এখানে ড্রাইভিং কাজের চাহিদা অনেক ভালো। এদের বেতন ৫০ থেকে ৬০ হাজার টাকা।
ফ্যাক্টরির কাজের চাহিদা কেমন
কুয়েতের প্রতি স্থানে ফ্যাক্টরির কাজ করা যায়। সেখানে অনেক গুলো ফ্যাক্টরি আছে। তবে ফ্যাক্টরির কাজে বাছাই করে লোক নেওয়া হয়। অনেক ফ্যাক্টরির কাজ করতে অভিজ্ঞতা থাকতে হয়। ফ্যাক্টরির কাজ নিম্ন কাজ গুলো শ্রমিক দিয়ে করানো হয়। যাদের বেতন ৪০ হাজার টাকা। এখানে সিনিয়র দের বা অভিজ্ঞদের বেতন ৬০ থেকে ৭০ হাজার টাকা। ভালো ফ্যাক্টরির কাজ চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতা লাগে।
কুয়েত ভিসার দাম কত
উপরে আলোচনা করা ভিসা গুলো এখন চালু আছে। এই কাজ গুলো করার জন্য কুয়েতের কোম্পানি ভিসা বানাতে হবে। তবে অনেকের অজানা কুয়েত ভিসার দাম কত? একটি ভিসা পেতে ৭ থেকে ৮ লাখ তটাকা লাগে। কুয়েত যেতে মোট খরচ প্রায় ১১ লাখের উপরে। কাজের উপর ভিত্তি করে ভিসা বানাতে হয়। আর কুয়েত ভিসার দাম ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।
শেষ কথা
কুয়েতে প্রায় সকল ধরনের কাজ পাওয়া যায়। এখানে অনেক কাজের চাহিদা বেশি। যার মধ্যে এই পোস্টে শেয়ার করা হয়েছে। এই কাজ গুলো কুয়েতে ভালো চাহিদা আছে এবং বেতন অনেক ভালো। আসা করছি এই পোস্ট থেকে কুয়েত কোন কাজের চাহিদা বেশি, বেতন কত ও ঐ কাজের ভিসার দাম কেমন তা জানতে পেরেছেন। ভিসার দাম ও বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ