অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম ও পদ্ধতি ২০২৪।

নেট দুনিয়ায় সকল কাজ অনলাইনে করা হয়। বর্তমান সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন। এজন্য বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকেট বুকিং করতে হবে। অনলাইনে টিকিট ক্রয়ের পূর্বে বিমানের টিকিট কাটতে কি কি লাগে? তা জানতে হবে। অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম ও পদ্ধতি টি প্রথমে দেখেনিবেন।

বাংলাদেশে অনেক গুলো বিমান রয়েছে। তাদের ফ্লাইট এক এক সময়ে। অনলাইন থেকেই জানতে পারবেন আপনি যে বিমানে যেতে চাচ্ছেন তার সিট ফাকা আছে কিনা বা বিমান টি কয়টা সময় ফ্লাইট শুরু করবে। https://www.biman-airlines.com/ এটি হচ্ছে বাংলাদেশ বিমানের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে অভ্যন্তরী অথবা আর্ন্তজাতিক বিমানের টিকিট বুকিং করতে হবে। এই ওয়েবসাইট টি কিভাবে ব্যবহার করে অনলাইনে টিকিটের জন্য আবেদন করবেন তা বিস্তারিত ভাবে নিচের অংশে দেখানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট

প্রযুক্তির অগ্রগতিতে নেট দুনিয়া আরও শক্তিশালী রয়েছে। তার একটি উদাহরণ হচ্ছে অনলাইনে টিকিট বুকিং। সবচেয়ে উপকারী দিক হচ্ছে আপনারা কয়েকদিন আগে থেকেই অনলাইনে টিকিট চেক করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে বিভিন্ন বিমানের টিকিট সংগ্রহ করা যাবে। আপনাকে অনলাইনে পেমেন্ট পরিশোধ করতে হবে। biman-airlines.com থেকে টিকিট বুকিং দিতে হবে। টিকিটের ক্রয়ের পূর্বে ফ্লাইট আছে কি না তা চেক করে নিবেন।

বিমানের টিকিট কাটতে কি কি লাগে? 

বিমানের টিকিট কাটতে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন হবে। তাই এগুলো সংগ্রহ করে নিবেন। অভ্যন্তরীণ বিমানের টিকিট কাটতে আপনার এনআইডি বা ভোটার এইড কার্ড লাগবে। যদি স্মার্ট কার্ড থাকে তাতেও চলবে। টিকিট ক্রয়ের সময় অনলাইনের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এটি ক্রেডিট কার্ড, ডেভিট কার্ড বা ভিসা কার্ড সহ আরও কয়েকটি অনলাইন মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আপনার টিকিটের দাম লোকেশনের উপর নির্ভর করবে।

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম ও পদ্ধতি ২০২৪

আগের সময়ে বিমান বন্দর থেকে সরাসরি টিকিট বুকিং দেওয়া লাগতে। ততক্ষণ অনেক চাপ পড়তে। কিন্তু বর্তমান সময়ে বিমান বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অগ্রিম টিকিটও সংগ্রহ করা যাবে। শুধু আপনাকে অনলাইনে টিকিটের দাম পরিশোধ করতে হবে। এছাড়া https://biman.gov.bd/ এই ওয়েবসাইট থেকে টিকিট সম্পর্কিত সকল আপডেট তথ্য জানতে পারবেন। এখান থেকে অনলাইনে টিকিট বুকিং করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একাউন্ট খোলার নিয়ম

  • গুগল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে সার্চ দিন। এরপর প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা biman-airlines.com এই ঠিকানায় ক্লিক করুন।
    অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম
  • যদি একাউন্ট খোলা না থাকে তাহলে সাইন আপ বাটনে ক্লিক করুন।
  •  আপনার ইমেইল আইডি দিন।
  •  এখন দুইবার একই পাসওয়ার্ড লিখুন।
  • তারপর নিচের চেক বক্সে টিক দিন।
  • এরপর রোবটের ক্যাপ্তচা টি পুরন করে সেন্ড বাটনে ক্লিক করুন।
  • আপনার ইমেল বক্সে একটি কোড পাঠানো হবে। সেই কোড দিয়ে একাউন্ট ভেরিফাই করে নিবেন। ভেরিফাই করার পর আপনার একাউন্ট এর সেটিং করতে হবে। যেমন আপনার নাম, ঠিকানা, নাম্বার ও ছবি যুক্তি করে নিবেন। সেখানে অনলাইনে মোবাইল ব্যাংকিং এর একাউন্ট এড করা লাগতে পারে।

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম

এই প্রক্রিয়ায় মোবাইল বা অন্যান্য অপারেটর সিস্টেম ব্যবহার করে একই নিয়মে টিকিট কাটতে পারবেন। টিকিট কাটার পূর্বে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো সাথে নিয়ে নিবেন। এরপর গুগল থেকে বাংলাদেশ বিমানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে আপনার নামে একটি একাউন্ট খুলতে হবে। আর আগে থেকেই একাউন্ট থাকলে শুধু লগ ইন করে নিবেন। কিভাবে একাউন্ট খুলতে হয় তা উপরের অংশে দেখানো হয়েছে।

১। এরপর আপনাকে বাংলাদেশ বিমান এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। নিচের দিকে স্ক্রল করুন এবং ভ্রমণ পরিকল্পনা থেকে ই-টিকিট সিলেক্ট করুন। এরপর সেখানে ডান দিকে একটি লগ ইন অপশন দেখতে পারবেন। সেখান থেকে লগ ইন বাটনে ক্লিক করুন এবং আপনার একাউন্ট লগ ইন করে নিন।

২। একাউন্ট খোলা শেষ হলে আপনারা এখান থেকে টিকিট বুকিং করা শুরু করতে পারেন।
৩। এখন বুক ফ্লাইট নামে একটি অপশন দেখতে পারবেন। যেখানে আরও তিন টি অপশন আছে। One way, Round-trip, Multi-city। যদি শুধু যাওয়ার জন্য টিকিট কাটতে চান তাহলে One way সিলেক্ট করুন। একই সাথে যাওয়া এবং আসার জন্য হলে Round-trip সিলেক্ট করতে হবে। আর যদি একই সাথে ভিন্ন ভিন্ন দেশে যেতে চান তাহলে Multi-city অপশনে ক্লিক করুন।
৪। এখন flying from এবং flying to নির্বাচন করতে হবে। এর মানে আপনি কোথা থেকে কোঠায় যেতে চাচ্ছেন। ধরুন আপনি ঢাকা থেকে যাবেন তাই ঢাকা বিমান বন্দর সিলেক্ট করবে flying from অপশনে। এখন যদি আমেরিকা, কানাডা বা সৌদি আরব যেতে চান তাহলে সেই দেশের নাম flying to তে সিলেক্ট করুন।
৫। এখন Depart date অপশন থেকে কবে যেতে চাচ্ছেন তার তারিখ সিলেক্ট করতে হবে। এবং পরের ঘরে যাত্রী সংখ্যা সিলেক্ট করতে হবে। আর যদি আকাই যেতে চান তাহলে সেখানে কোনো কিছু পরিবর্তন করতে হবে না।
পরবর্তি
৬। তারপরের খালি ঘরে প্রমো কোড থাকলে সেটি বসাতে পারেন। এতে করে টিকিটের ডিস্কাউন্ট থাকলে কম দামে টিকিট ক্রয় করতে পারবেন।
৭। এখন  Economic/Premium economy/Business সিলেক্ট করতে হবে। এখানে টিকিটের দাম কম বেশি আছে। বিজনেস ক্লাসের টিকিটের দাম কিছুটা বেশি। এখন Show flights এ ক্লিক করে টিকিটের দাম, ফ্লাইট ও মূল্য দেখেনিন।
৮। এই ধাপে Continue to passengers বাটনে ক্লিক করে বিভিন্ন তথ্য দিতে হবে। তথ্য গুলো পাসপোর্ট ও ভিসা অনুযায়ী লিখতে হবে।
৯। আপনার ব্যাক্তিগত সকল তথ্য লেখা শেষ হলে Continue to seat selection অপশন থেকে সিট লিস্ট গুলো দেখেনিবেন। যেখানে সবুজ মার্ক করা থাকবে সেই সিট গুলো সিলেক্ট করতে পারবেন। যেকোনো একটি সিট সিলেক্ট করতে Continue to extras বাটনে ক্লিক করতে হবে। সর্বশেষে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে।

টিকেটের টাকা পেমেন্ট করার নিয়ম

টিকিট ক্রয়ের সময় অনলাইনেই এর দাম পরিশোধ করতে হবে। কিভাবে অনলাইনে টিকেটের টাকা পেমেন্ট করতে হবে তা নিচের অংশে ধাপে ধাপে দেখানো হয়েছে।

  • পেমেন্ট করতে Continue to payment অপশনে ক্লিক করুন
  • টাকা পরিশোধের জন্য অনেক গুলো পেমেন্ট গেটওয়ে রয়েছে। যেমন: Bkash, Nagad, Credit Card, Visa, Master Card ইত্যাদি।
  • যেকোনো একটি মেথড বেছেনিন।
  • এখন পেমেন্ট এড্রেস দিয়ে, নিচে থেকে এয়ারলাইন্স টার্মস এন্ড কন্ডিশন সিলেক্ট করে Continue to purchase বাটনে ক্লিক করুন।
  • পেমেন্ট করা শেষ হলে জিমেইলে টিকেটের পিডিএপ কপি চলে আসবে। এখন চাইলে এটি প্রিন্ট করে নিতে পারেন।

অ্যাপস দিয়ে বিমানের টিকিট কাটার নিয়ম

গুগল ছাড়াও মোবাইল আপ্স দিয়ে অনলাইনে বিমানের টিকিট সংগ্রহ করা যাবে। এজন্য গুগল প্লে স্টোর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ই-টিকিট লিখে সার্চ দিবেন। সেখানে উপরে একটি আপ্স দেখা যাবে। মোবাইলে এটি সংগ্রহ করে নিবেন। সেই একই নিয়মে এটি ব্যবহার করতে হবে। একাউন্ট খোলা না থাকলে একাউন্ট খুলে লগ ইন করতে হবে। অনলাইনে পেমেন্ট পরিশোধ করতে হবে। গুগল থেকে যেভাবে টিকিট কাটতে হয় ঠিক সেভাবেই আপ্স থেকে বিমানের টিকিট কাটতে হবে।

অনলাইনে বিমানের টিকিট বুকিং

ইতোমধ্যে উপরের অংশে টিকিট বুকিং করার নিয়ম টি দেখানো হয়েছে। প্রথম বার টিকিট ক্রয়ের পর থেকে আপনাদের আর কোনো সমস্যা হবে। একবার একাউন্ট খোলা হলে দ্বিতীয় বার শুধু লগ ইন করে নিবে। এরপর বিমানের ফ্লাইট সারস দিবেন। পছন্দের ফ্লাইট টি সিলেক্ট করে পেয়েমণ্ট পরিশোধ করতে হবে। এই পদ্ধতিতে অগ্রিম টিকিটের বুকিং দিতে পারবেন। তবে এক এক ফ্লাইটের তিকই বুকিং এর দাম এক এক রকমের। একই স্থানের জন্য ভিন্ন ভিন্ন সময়ে টিকিটের দাম কম বেশি হয়। যেমন এখন ঢাকা টু দুবাই টিকিটের দাম ১ লাখ হলে কালকে ৮০ হাজার হতে পারে। আবার পরের দিন ১ লাখ ২০ হাজার টাকা হতে পারে। টিকিটের রেট প্রতিদিন আপডেট হয়।

অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম

টিকিট ক্রয়ের সময় অনলাইন থেকে চেক করা যায়। তাই পেমেন্ট এর পূর্বে বিমানের ফ্লাইট গুলো চেক করে নিতে হবে। টিকিট চেক করার জন্য সি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

  • এরপর সেখান থেকে Check your trip খুঁজে বের করুন এবং এই অপশনে ক্লিক করুন।
  • আপনার Airlines PNR code ও passengers last name দিয়ে সার্চ বক্সে সার্চ দিন।
  • আপনার সকল তথ্য সঠিক হলে টিকিট ও ফ্লাইট সম্পর্কিত সকল তথ্য সামনে চলে আসবে।

অনলাইনে বিমানের টিকেট দাম কত টাকা

অনলাইন ও অফলাইন দুই ভাবেই বিমানের টিকিট কাটা যায়। তবে অফলাইনের থেকে অনলাইনে টিকিটের দাম অনেক বেশি। এছাড়া সেখানে প্রতিনিয়ত টিকিটের রেট কম বেশি হয়। এছাড়া বেশ কয়েকটি মাধ্যমের উপরে অনলাইনে বিমানের টিকিটের দাম নির্ভর করে। যেমন যদি বাংলাদশের মধ্যে অর্থাৎ ঢাকা টু কক্স বাজার যাওয়ার জন্য টিকিট কাটেন তাহলে ৫ থেকে ৬ হাজার টাকায় টিকিট পেয়ে যাবেন। কিন্তু যদি ঢাকা টু সৌদি আরবের জন্য টিকিট কাটেন তাহলে টিকিটের মূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকা হবে। আবার বাংলাদেশ টু কানাডা টিকিটের দাম ১ লাখও হতে পারে। এইভাবে যাত্রা স্থানের উপর ও টিকিটের রেট এর উপর বিমান ভাড়া বা টিকিটের মূল্য নির্ভর করে।

অনলাইনে বিমানের টিকিটের দাম দেখতে এখানে ক্লিক করুন

অনলাইনে বিমানের টিকিটের রেট

এই অনলাইনে টিকিটের খরচ একটু বেশি। তবে সুবিধা হলো নিজে নিজে পছন্দ মতো সিট চয়েজ করা যায় এবং অগ্রিম টিকিট বুকিং নেওয়া যায়। তবে অনলাইনে টিকিটের রেট অনেক বেশি। প্রতিদিন এখানে টিকিটের রেট পরিবর্তিত হয়। কারণ ডলারের রেট মুহূর্তের মধ্যে হ্রাস বা বৃদ্ধি পেতে থাকে। ডলারের রেট বেড়ে গেলে অনলাইনে বিমানের টিকিটের রেট  বৃদ্ধি পায় এর ডলারের রেট কুমে গেলে টিকিটের রেট কমে যায়।

অনলাইনে বিমানের টিকিট কিভাবে সংগ্রহ করবেন

প্রথমত আপনারা উপরে দেখানো নিয়ম গুলো অনুসরণ করে বিমানের টিকিট ক্রয় করবেন। এরপর তাদের অফিসিয়াল ইমেইল থেকে আপনাদের পার্সোনাল ইমেইলে টিকিটের অরজিনাল কপি টি পাঠিয়ে দিবে। এই টিকিটের কপি আপনাদেরকে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে। এছাড়া এটি ফ্লাইটের আগে বিমান বন্দরের কাউন্টার থেকেই সংগ্রহ করা যায়। এজন্য আপনার পাসপোর্ট বা ভিসা নিয়ে তাদের কাছে থেকে অনলাইন টিকিট সংগ্রহ করতে হবে।

শেষ কথা

খুব সহজে অনলাইনে টিকিট বুকিং করা যায়। টিকিট কাটার পূর্বে সম্পূর্ণ নিয়ম গুলো আবারো দেখে নিবেন। আশা করছি এই পোস্ট থেকে অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম ও পদ্ধতি  সম্পর্কে জানতে পেরেছেন। এই রকম টিকিট সম্পর্কিত ও অন্যান্য আপডেট তথ্য পেতে আমার সাথেই থাকুন। সার্চ করুন www.prohelpbd.com

আরও দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস কত ২০২৩