লিথুনিয়া কাজের ভিসা ২০২৪

লিথুনিয়া ইউরোপের একটি দেশ। এই দেশ অনেকেই চিনে না। বাংলাদেশের কিছু প্রবাসী লিথুনিয়া কাজ করে। নতুন করে অনেক প্রবাসী লিথুনিয়া যাচ্ছে। প্রতি বছর সরকারি ভাবেও লিথুনিয়া থেকে কাজের নিয়োগ দেওয়া হয়। বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ গুলো পাওয়া যাবে। ২০২৪ সালে লিথুনিয়ার অনেক ভিসা চালু আছে। কাজের দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও সঠিক ভিসার মাধ্যমে লিথুনিয়াতে কাজের জন্য আসতে পারবেন। এই দেশের কাজের ভিসার জন্য ৮ থেকে ১২ লাখ টাকা লাগবে।

লিথুনিয়া কাজের ভিসা

এখানে অনেক ধরনের কাজ রয়েছে। শ্রমিকের কাজ, লেভারের কাজ, কন্ট্রাকশোনের কাজ, কোম্পানির কাজ ইত্যাদি। এই সকল কাজের ধরনের উপর ভিসার দাম নির্ভর করে। লিথুনিয়াতে ভালো কাজ পেতে ভালো একটি ভিসা বানাতে হবে। আর সকল ভাল ভিসার দাম ১২ থেকে ১৫ লাখ টাকা। তবে এমন কিছু ভিসা আছে, যার জন্য ৭ থেকে ৯ লাখ টাকা লাগবে। এই ভিসায়ও ভালো কাজ পাওয়া যাবে।

  • রেস্টুরেন্ট ভিসা।
  • হোটেল ভিসা।
  • শ্রমিক ও লেভার ভিসা।
  • কোম্পানি ভিসা।
  • জব ভিসা।
  • ড্রাইভিং ভিসা।
  • ফ্যাক্টরি ভিসা।

লিথুনিয়া কাজের ভিসার যোগ্যতা

লিথুনিয়ার সকল কোম্পানি বা কাজের জন্য দক্ষ লোকের িয়োগ দেয়। এজন্য তারা বিশেষ অভিজ্ঞতা সম্পর্ন ব্যাক্তিদের কাজের ভিসা দিবে। তাই কাজের ভিসা আবেদনের পূর্বে তাদের নুন্যতম যোগ্যতা গুলো পূর্ণ করতে হবে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা, কাজের যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

  • কাজের জন্য উপযুক্ত হতে হবে।
  • কাজের জন্য নুন্যতম বয়স হতে হবে।
  • পাসপোর্ট তৈরি করতে হবে।
  • বৈধ ভিসা লাগবে।
  • শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
  • এনআইডি এর ফটো কপি লাগবে।
  • সদ্য তুলা ছবি লাগবে
  • মেডিকেল টেস্ট এ উত্তীর্ণ হতে হবে।
  • পূর্বে কাজের অভিজ্ঞতা লাগবে।

লিথুনিয়া কাজের ভিসা আবেদন

ভিসা পেতে আবেদন করতে হবে। বাংলাদেশে থাকা লিথুনিয়ার দ্রুতাবাস বা বাংলাদেশি এজেন্সি দ্বারা লিথুনিয়ার কাজের ভিসার আবেদন করা যাবে। ভিসা আবেদনের জন্য কিছু ডকুমেন্ট লাগবে। এই ডকুমেন্ট সহ ভিসা অফিসে আবেদন পত্র জমা দেওয়া লাগবে। সেই সাথে ভিসা আবেদনের জন্য ১ লাখের উপরে খরচ হবে। বাংলাদেশের যেকোনো ভিসা এজেন্সিদের মাধ্যমে লিথুনিয়া কাজের ভিসা আবেদন করাতে পারবেন। আবেদনের পূর্বে বিভিন্ন এজেন্সিদের সাথে যোগাযোগ করবেন।

  • কমপক্ষে ৬ মাস মেয়াদী পাসপোর্ট।
  • পাসপোর্ট সাইজের ছবি।
  • জাতীয় পরিচয় পত্রের ফটো কপি।
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও সার্টিফিকেট।
  • পুলিশ ক্লিয়ারনেস।
  • মেডিকেল এর ডকুমেন্ট।
  • নির্ধারিত বয়স (যদি উল্লেখ থাকে)

 এই সকল ডকুমেন্ট ও আবেদন যোগ্যতা থাকলে, ভিসার জন্য আবেদন করবেন। লিথুনিয়া যাওয়ার পূর্বে কাজ শিখে যেতে হবে। ভিসার জন্য ওয়ার্ক পারমিট পেলে সেখানে গিয়ে কাজ করা যাবে। ১০ থেকে ১২ লাখের মধ্যে লিথুনিয়া কাজের ভিসা পাওয়া যাবে।

আরও দেখুনঃ

মালয়েশিয়া ভিসার দাম কত ২০২৪

রোমানিয়া ভিসার দাম কত 2024