বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অধীনে অনেক গুলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান আছে। তাদের ফ্লাইট এক এক সময়ে। এছাড়া ক্রয় করা টিকিটের ফ্লাইট কখন তা চেক করা যাবে। এজন্য https://www.biman-airlines.com/ এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং এর জন্য ফ্লাইট অনুসন্ধান করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে FLight Status অপশন থেকে Route নাম্বার এবং Flight Number দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট সিডিউল জানা যাবে। বিস্তারিত প্রসেস নিচে দেওয়া আছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট সিডিউল
প্রতিনিয়ত বিমানের ফ্লাইট পরিবর্তন হয়। যার কারণে নির্দিষ্ট ভাবে বিমানের ফ্লাইট কখন তা বলা সম্ভব নয়। এজন্য আপনারা অনলাইনের সহায়তা নিতে পারেন। অনলাইনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইট থেকে প্রতিদিনের ফ্লাইট এর সময় সূচি দেখা যাবে। এছাড়া নির্দিষ্ট টিকিটের বা ক্রয় করা টিকিটের ফ্লাইট স্ট্যাটাস ও সময় সূচি বের করা যাবে। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট সিডিউল দেখার নিয়ম ফলো করুন।
১। গুগল থেকে Biman Bangladesh Airlines লিখে সার্চ করুন অথবা https://www.biman-airlines.com/ এই ঠিকানায় ভিজিট করুন।
২। এখন Flight Schedule অপশনে ক্লিক করুন।
৩। এখন Explore our flight schedule এই অপশনে কিছু তথ্য দেওয়া লাগবে। সেগুলো পূরণ করতে হবে।
৪। Flying From লিখুন। কোথা থেকে যাবেন তা লিখতে হবে।
৫। Flying To লিখুন। কোথায় যাবেন সেটি লিখুন।
৬। সার্চ বাটনে ক্লিক করুন।
এই ধাপ গুলো সঠিক ভাবে ফলো করলে বিমানের ফ্লাইটের সময় সূচি জানা যাবে। টিকিট ক্রয়ের পূর্বে বিমানের ফ্লাইট কখন তা জেনে নেওয়া উচিৎ।
অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট সিডিউল চেক
আরেক পদ্ধতিতে বিমানের ফ্লাইটের সময় সূচি চেক করা যাবে। এজন্য যাত্রীদের গন্তব্য স্থান, তারিখ, যাত্রী সংখ্যা ও ফ্লাইটের ধরন সিলেক্ট করতে হবে। এর মাধ্যমে সরাসরি বিমানের টিকিট বুকিং এর অপশন থেকে ফ্লাইটের টাইম, নাম্বার, ফ্লাইটের ধরন ও ঐ ফ্লাইটের টিকিটের দাম কত তা দেখা যাবে। অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট সিডিউল চেক করার নিয়ম জেনেনিন।
- প্রথমে https://www.biman-airlines.com/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।
- বুক ফ্লাইট অপশনে ক্লিক করুন।
- One way/ Round-trip ও Multi-city যে কোনো একটি বেছে নিন।
- Flying from ও to সিলেক্ট করুন।
- যে দিনের ফ্লাইট চেক করবেন, ঐ দিনের তারিখ লিখুন।
- যাত্রী সংখ্যা ও যাত্রী ধরন সিলেক্ট করতে হবে।
- প্রোমো কোড থাকলে লিখতে পারেন।
- এখন সার্চ বাটনে ক্লিক করুন।
সার্চ কররা সাথে সাথে বিমানের সকল ফ্লাইট দেখানো হবে। এর সাথে ফ্লাইটের সময়, ধরন ও টিকিটের মূল্য জানতে পারবেন। সাধারণত এই পদ্ধতি টিকিট ক্রয়ের জন্য ব্যবহার করা হয়। আর যদি তিইত আগে থেকেই কেনা থাকে, তাহলে প্রথম নিয়ম অনুসরণ করে ফ্লাইটের সময় সূচি চেক করতে হবে।
শেষ কথা
প্রতিদিন ফ্লাইটের টাইম পরিবর্তন হয়। এজন্য ভ্রমণের পূর্বে Flight Schedule চেক করে নিবেন। টিকিট আগে থেকেই কেনা থাকলে https://www.biman-airlines.com/#flight-schedule এই ঠিকানায় থেকে চেক করতে হবে। আর বুকিং জন্য ফ্লাইট চেক করতে ২য় পদ্ধতি ফলো করবেন। ওয়েবসাইট ব্যবহারের পূর্বে ফ্লাইট সিডিউল চেক করার নিয়ম জেনে নিবেন।
আরও দেখুনঃ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক 2024