ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৪

ইন্ডিয়া ভিসা বানানের পূর্বে পাসপোর্ট বানাতে হবে। পরবর্তিতে ভিসার জন্য আবেদন করতে হবে। নতুন ভিসার ক্ষেত্রে আবেদনের অবস্থা যাচাই করা প্রয়োজন। এই ভিসা চেক করার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। এজন্য ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক), বাংলাদেশ এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানে প্রবেশ করে ভিসা চেক অপশনে ক্লিক করতে হবে। ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম না জেনে থাকলে ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন না।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

বিভিন্ন কাজে বাইরের দেশে যাওয়া প্রয়োজন হতে পারে। এজন্য ঐ দেশের ভিসা লাগবে। বর্তমানে অনেক এজেন্সি ডুপ্লিকেট ভিসা বানিয়ে দেয়। যার কারণে ভ্রমণের সময় সমস্যা দেখা যায়। ভিসা পাওয়ার সাথে সাথে সেটি চেক করতে হবে। অনলাইনে https://www.ivacbd.com/ এই ওয়েবসাইট থেকে খুব সহজে ভিসা চেক করতে পারবেন। এছাড়া নতুন ভিসার জন্য আবেদন করলে, ঐ ভিসার আবেদন ট্র্যাক করতে পারবেন। ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ধাপে ধাপে দেখানো হয়েছে।

১। প্রথমে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক), বাংলাদেশ লিখে সার্চ করুন। অথবা https://www.ivacbd.com/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

২। এখন ভিসা আবেদন ট্রাক এখানে ক্লিক করুন।
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

৩। এখন আপনার ভিসার আবেদন ট্র্যাক করুন এর নিচের ঠিকানায় ক্লিক করুন।

৪। এখন Track Your Application Status এ দুইটি অপশন দেখা যাবে। যেকোনো একটি সিলেক্ট করবেন।

৫। Regular Visa Application এ ক্লিক করুন।

৬। Web file Number লিখুন।

৭। এখন নিচে দেখানো ক্যাপচা কোড টি লিখুন।

৮। সাবমিট বাটনর ক্লিক করুন।

এই ধাপ গুলো ধাপে ধাপে ফলো করলে খুব সহজে ভিসা চেক করতে পারবেন। আপনার ভিসা টি অরজিনাল হলে, অনলাইনে পাওয়া যাবে। আর নতুন ভিসার জন্য আবেদন করলে আবেদন পত্রের অবস্থা দেখানো হবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

সাধারণত ভিসা চেক করার জন্য আবেদন পত্রের নাম্বার ব্যবহার করা হয়। অনেক সময় এই নাম্বার টি আমাদের জানা থাকে না বা আবেদন পত্র খুঁজে পাওয়া যায় না। তখন ভিসা চেক করতে সমস্যা হবে। এখানে একটি পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়েছে। যাদের কাছে আবেদন পত্র বা নাম্বার টি সংগ্রহ করা নেই, তারা এই প্রক্রিয়া ফলো করে ভিসা চেক করতে পারবেন। এজন্য আপনার পাসপোর্ট টি প্রয়োজন হবে। তাই পাসপোর্ট সাথে নিয়ে রাখুন।

  • https://www.passtrack.net/ads_passport.php এই ঠিকানায় ভিজিট করুন।
    ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
  • এখন Sticker No লিখুন। এই নাম্বার টি পাসপোর্ট দেওয়া আছে। এখানে এটি মূলত পাসপোর্ট নাম্বার হিসেবে ব্যবহার করা হয়।
  • নিচে একটি ইমেজে ক্যাপচা কোড দেখানো হবে। সঠিক ভাবে কোড টি পূরণ করে লিখুন।
  • সাবমিট বাটনে ক্লিক করুন।

এই ভাবে পাসপোর্ট নাম্বারের মাধ্যমে ইন্ডিয়ার যেকোনো ভিসা চেক করা যাবে। এজন্য শুধু মাত্র পাসপোর্ট এর স্টিকার নাম্বার টি প্রয়োজন হবে।

ভারতের ভিসা চেক করার নিয়ম

বাংলাদেশ থেকে ও ভারত থেকে ভারতীয় ভিসা চেক করার জন্য আলাদা আরেকটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট টি ভারত সরকার দ্বারা পরিচালিত। সেখান থেকে ভারতের যেকোনো ভিসা চেক করা যাবে। এজন্য https://indianvisaonline.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ভিসা স্ট্যাটাস চেক নামে অপশন আছে। এই অপশন থেকে Application Id, Passport No ও ক্যাপচা কোড দিয়ে সার্চ করলে ভিসার অবস্থা দেখা যাবে। ভারতের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে ভিসা চেক করার নিয়ম জেনে নিন।

  1. প্রথমে https://indianvisaonline.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।
  2. ওয়েবসাইটে প্রবেশ করে নিচের ছবিতে দেওয়া অপশনে ক্লিক করতে হবে।
    ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
  3. এখন নতুন একটি পেজ অপশন হবে। সেখানে আরও অনেক গুলো অপশন দেওয়া থাকবে। এখন সেখান থেকে Check Your Visa Status এইও অপশনে ক্লিক করুন।
    ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
  4. আবেদন পত্র দেওয়া Application Id টি লিখুন।
  5. Passport No টি লিখুন।
  6. একটি ক্যাপচা কোড দেওয়া থাকবে। Please enter above text এখানে সেই কোড টি লিখুন।
  7. এখন চেক স্ট্যাটাস এ ক্লিক করুন।

এই ধাপ গুলো ফলো করলে পাসপোর্ট নাম্বার দিয়ে ভারতের ভিসা চেক করা যাবে।

ইন্ডিয়ান ই-ভিসা চেক

https://indianvisaonline.gov.in/ এই ওয়েবসাইট থেকেই ই-ভিসা চেক করতে হবে। তবে অপশন টি আলাদা। যাদের কাছে ই- ভিসা আছে বা ই-ভিসার জন্য আবেদন করেছে, তারা এই নিয়ম গুলো ফলো করে ইন্ডিয়ান ই-ভিসা চেক করতে পারবেন।

https://indianvisaonline.gov.in/ এই ওয়েবসাইট ভিজিট করুন।
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

For evisa এই অপশনে ক্লিক করুন।

নিচের দিকে আসুন এবং সেখানে থাকা Check your visa status এই অপশনে ক্লিক করুন।
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

Application Id নাম্বার লিখুন। এটি আবেদন পত্রে পাওয়া যাবে।

Passport No লিখুন।

ক্যাপচা কোড টি Please enter above text এই অপশনে পূরণ করুন।

Check Status এ ক্লিক করুন।

এই ভাবে ভারতের যেকোনো ই-ভিসা চেক করতে পারবেন। ই-ভিসা চেক করা খুব সহজ। এই একটি ওয়েবসাইট ব্যবহার করে ভিসার আবেদনও করতে পারবেন।

শেষ কোথা

ভিসা চেক করার জন্য এই দুইটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তাই ভিসা চেক করার জন্য এই ওয়েবসাইট গুলো ব্যবহার করবেন। ভিসার ধরন অনুযায়ী নিয়মের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাবে। ভিসা যাচাইয়ের জন্য কোনো ডকুমেন্ট লাগবে না। শুধু পাসপোর্ট নাম্বার/ আবেদন পত্র নাম্বার লাগবে। ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম জেনে নিজেই ভিসা চেক করুন।

আরও দেখুনঃ

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা খরচ, ভিসার দাম ও প্রয়োজনীয় কাগজপত্র

ইন্ডিয়ান ভিসা করতে কত টাকা লাগে ২০২৪