বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলিম। আর সকল মুসলিম তাদের ধর্মের নিয়ম মেনে চলে। সারা বিশ্বের মুসলিম জাতীর জন্য এক বরকত্ময় রাত হচ্ছে শবে মেরাজ। এই রাতে আল্লাহ তায়ালার কাছা অনেক ভাবে ইবাদত করা হয়। তবে সবচেয়ে উত্তম মাধ্যমে হচ্ছে নামাজের মাধ্যমে সারারাত ইবাদত করা। এছাড়া কুরআন তিলায়ত করেও শবে মেরাজ পালন করা যাবে। প্রতি বছর একটা সময়ে এই দিন টি পালন করা হয়। শবে মেরাজ ২০২৪ কত তারিখে তা আমাদের অনেকের অজানা। ২০২৪ সালে কবে শবে মেরাজের রাত এই সম্পর্কে বিস্তারিত জেনেনিন।
শবে মেরাজ ২০২৪ কত তারিখে
পৃথিবীতে সবচেয়ে শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। এই ধর্মের অনুসারীদের প্রধান ধর্ম হচ্ছে পাছ ওয়াক্ত নামাজ পড়া এবং সব সময় আল্লাহ তায়ালাত ইবাদত করা। বিভিন্ন ভাবে ইবাদত করা যায়। এছাড়া মহান আল্লাহ তায়ালা মুসলিমদের জন্য এমন কিছু বিশেষ দিন নাজিল করেছে, যেখানে সারারাত ইবাদতের মাধ্যমে বান্দা মনের দুঃখ-কষ্টের কথা আল্লাহপাকের কাছে জানাতে পারবে। এই দিন গুলোর মধ্যে একটি হচ্ছে শবে মেরাজ।
ইসলাম ধর্মমতে লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত। রাতে ইসলামের নবি মুহাম্মদ (সা:) ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন। অনেক মুসলমান এবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই রাতটি উদ্যাপন করেন। শবে মেরাজ ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসের ৮ তারিখেপালন করা হবে।
শবে মেরাজ কবে
মুসলিমদের জন্য এই উৎসব টি অনেক রহমতময়য়। যার কারণে শবে মেরাজের জন্য দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। প্রতি বছরে একবার শবে মেরাজ পালন করা হয়। এর আগের বছরে মার্চের ৮ তারিখে শোবে মেরাজ পালন করা হয়েছিলো। ২০২৪ সালে ৮ই ফেব্রুয়ারি শবে মেরাজ পালন করা হবে।
শবে মেরাজ কবে পালিত হবে ২০২৪
প্রতি বছরে এক বার শবে মেরাজের রাত আসে। এই দিন টি আরভি মাস অনুযায়ী গণনা করা হয়। শবে মেরাজ কবে হবে তা সম্পূর্ণ চাঁদ দেখার উপর উপর নির্ভর করে। এই বছরের শবে মেরাজ এর চাঁদ গণনা করে সঠিক তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালে ৮ই ফেব্রুয়ারি শবে মেরাজ কবে পালিত হবে।
শেষ কথা
সময় না হওয়ায় পর্যন্ত কোনো ভাবেই শবে মেরাজ পালন করা যাবে না। ফেব্রুয়ারি মাসে শবে মেরাজ এর চাঁদ দেখা যাবে। বিভিন্ন নিয়ম মেনে শবে মেরাজ পালন করতে হবে। তাই আগে থেকেই শবে মেরাজ ২০২৪ কত তারিখে সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে।
আরও দেখুনঃ