সারাবিশ্বের মুসলিমদের বিশেষ দিন হচ্ছে দুই ঈদ। চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ কবে হবে। ২০২৪ সালের ঈদ খুব দ্রুতি হতে যাচ্ছে। এই বছরের রমজানের পরে ঈদুল ফিতর পালন করা হবে। এপ্রিলের ১ম সপ্তাহের দিকে ঈদ হতে যাচ্ছে। সৌদি আরব এর ইসলামিক সংস্থা চাঁদ গণনা ও পর্যবেক্ষণ করা শুরু করেছে। তারা জানিয়েছে রোজার ঈদ এপ্রিল মাস এবং কোরবানির ঈদ জুলাই মাসে হতে পারে। সৌদি আরবের ঈদ কবে হবে ও কত তারিখে জানতে হলে পোস্ট টি পড়ুন।
সৌদি আরবের ঈদ কবে
বছরে দুই বার ঈদ পালন করা হয়। ঈদুল ফিতর ও ঈদুল আযহা। রমজান মাসের রোজা পালনের মাধ্যমে ঈদুল ফিতর আর কোরবানি করার মাধ্যমে ঈদুল আযহা পালন করা হয়। দুই ঈদই মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এই ঈদের মধ্যে ৭৫ দিনের মতো ব্যবধান থাকে। স্থাম অনুযায়ী ঈদ দুই একদিন আগে পরে হয়। যেমন সৌদি আরবে আজকে ঈদ হলে তার পরের দিন বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে ঈদ শুরু হয়।
আবার এমন অনেক দেশ আছে যেখানে সৌদি আরবের আরও ২,১ দিন আগে ঈদ পালন করা হয়। এর মূল কারণ হচ্ছে ঈদের চাঁদ। যেদেশে ঈদের চাঁদ আগে দেখা যাবে ঐ দেশেই ঈদ আগে শুরু হবে। সৌদি আরবের ইসলামিক সংস্থা মতে এপ্রিল মাসের ৯ তারিখে ঈদের চাঁদ দেখা যাবে। আর ১০ তারিখে সৌদি আরবের ঈদ হবে।
সৌদি আরবের ঈদ কবে ২০২৪
এই দেশে চাঁদ দেখা কমিটি আছে। তারা সৌদি আরবের প্রতিদিনের চাঁদ নিয়ে গণনা করে। সেই গণনা অনুযায়ী সৌদি আরবের ঈদ কবে হতে পারে তা ঘোষণা করেছে। সৌদি ইসলামিক সংস্থা জানিয়েছে তাদের দেশে ৯ই এপ্রিল চাঁদ দেখা যাবে। আর ১০ই এপ্রিল, ২০২৪ ঈদ পালন করা হবে। তার মানে সৌদিতে এপ্রিল মাসের ৯ তারিখে শেষ রোজা হবে।
রমজানের ঈদঃ ১০ই এপ্রিল, ২০২৪
সৌদি আরবের ঈদের চাঁদ কবে দেখা যাবে
২০২৪ সালে ঈদের চাঁদ এপ্রিল মাসে দেখা যাবে। মার্চ মাসে রমজানের চাঁদ উঠবে, আর মার্চ মাসেই রোজা শুরু হবে। এরপর ২৯ বা ৩০ দিন রোজা হবে। সৌদি আরবে এই বার ৩০ টি রোজা হবে। যার কারণে ৮ই এপ্রিল ঈদের চাঁদ দেখা যায়নি। এপ্রিল মাসের ৯ তারিখে সৌদি আরবের আকাশে ঈদের চাঁদ দেখা যাবে। ১০ই এপ্রিল সৌদি আরবে ঈদ পালন করা হবে।
শেষ কথা
সৌদি আরবের রমজানের ঈদের তারিখ প্রকাশ হয়েছে। এই সময়ের মধ্যে ঈদ শুরু হবে। এপ্রিল মাসের ৯ তারিখে সাদিতে ৩০ রোজা শেষ হবি এবং এই দিনে ঈদের চাঁদ উঠবে। ১০ই এপ্রিল সৌদি আরবে ঈদ পালন করা হবে। আশা করছি সৌদি আরবের ঈদ কবে এই বিষয়ে বিস্তারিত জানতে পেরছেন।
আরও দেখুনঃ