লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানীর নাম। এটি ইউরোপের একটি বৃহৎ নগর ও অর্থনৈতিক কেন্দ্র। এই স্থানকে কেন্দ্র করে নানা ধরনের কাজের সৃষ্টি হয়েছে। তাই অর্থনিতিক উন্নয়নের জন্য বেশির ভাগ মানুষ লন্ডনে আসে। এখানে অনেক ধরনের চাকরি রয়েছে। তবে তারা সব কাজে দক্ষ নয় তারা এখানে কৃষি কাজ করতে পারবেন। তাই আপনাদেরকে কৃষি ভিসা বানাতে হবে। লন্ডন কৃষি ভিসা আবেদন করার নিয়ম ও ভিসার দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পোস্ট থেকে।
লন্ডন কৃষি ভিসা আবেদন
ইংল্যান্ড এর লন্ডন শহরে বেশ উন্নয়ন থাকলেও, এখানে বিভিন্ন ধরনের কৃষি কাজ দেখা যায়। কৃষি কাজ বলতে যে শুধু চাষাবাদ করা বোঝায় তা নয়। কৃষি কাজের মধ্যে অনেক কাজ আছে। এই কাজ গুলোর জন্য লন্ডন থেকে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকের নিয়োগ দেওয়া হয়। এখানে কৃষি ও সিজনাল ভিসায় আবেদন করা যাবে। সিজনাল ভিসা নির্ধারিত ৬ থেকে ১২ মাসের জন্য। বাংলাদেশের কয়েকটি কোম্পানি থেকে লন্ডন কৃষি ভিসা আবেদন করতে হবে। এই ভিসায় ৫৫০০০ হাজার শ্রমিকের নিয়োগ দেওয়া হয়েছে। কৃষিকাজে কিছুটা অভিজ্ঞ থাকলে ভিসা এজেন্সির মাধ্যমে আবেদন করাতে পারবেন।
লন্ডন কৃষি ভিসা ২০২৪
ইউরোপের যেকোনো দেশে কৃষি বা এগ্রিকালচার ভিসা পাওয়া যায়। এই দেশের ছোট বড় কৃষি কাজ গুলো বিদেশি শ্রমিকের মাধ্যমে করানো হয়। কাজের মধ্যে রয়েছে বাগান, ফার্ম, ফসল ও চাষাবাদের কাজ। বিশ্বের বিভিন্ন দেশের থেকে মোট ৫৫ হাজার শ্রমিক নেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের ৬ টি ভিসা এজেন্সির কাছ থেকে কৃষি ভিসা পাওয়া যাবে। এছ্রা আর কোনো এজেন্সি ভিসা গুলো দিতে পাবে না। তবে তাদের কাছে অন্য কোনো নিয়োগ থাকলে সেই ভিসা গুলো বানিয়ে দিতে পারবে।
- এজি নিয়োগ ও ব্যবস্থাপনা
- ফলপ্রসূ কাজ
- কনকর্ডিয়া লিমিটেড
- আরই পিপল লি
- আশা শ্রম সমাধান
- প্রো-ফোর্স
লন্ডন কৃষি ভিসার দাম
ইংল্যান্ডে বিভিন্ন কাজের জন্য ভিসা আছে। প্রতি ক্যাটাগরিতে আলাদা আলাদা চাকরি করতে হয়। যেমন কৃষিকাজের জন্য কৃষি বা এগ্রিকালচার ভিসা বানাতে হবে। ইউরোপের যেকোনো দেশের ভিসার দাম অনেক বেশি। লন্ডনে কৃষি ভিসার দাম ৮ থেকে ১০ লাখ টাকা। কোম্পানির নিয়োগের মাধ্যমে যেতে ৮ লাখ টাকা ভিসা লাগে। অনেক সময় এই ভিসার দাম ১২ লাখ টাকার মতো হয়। যদি ভালো কোনো ভিসা এজেন্সি থেকে ভিসা বানানো যায় তাহলে ১০ লাখের ভিতরে ভিসা বানান যাবে। এছাড়া লন্ডন সিজনাল ভিসায় কৃষি কাজের জন্য যাওয়া যায়। সিজনাল ভিসা ৬ থেকে ১২ মাসের জন্য দেওয়া হয়। এটি কোম্পানি ভিত্তিক শ্রমিক নেওয়া হয়। সিজনাল ভিসার দাম ৮ লাখ টাকা। সম সময় পাওয়া যায় না।
কৃষি কাজের জন্য লন্ডন যেতে মোট কত টাকা লাগে
ইউরোপের সকল দেশে কাজের জন্য যেতে ২০ লাখের উপরে টাকা লাগে। অনেক দেশের শুধু ভিসার দাম ২২ থেকে ২৫ লাখ টাকা। সেখানে লন্ডনের কৃষি ভিসার মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা। এছাড়া আবেদনকারিদের ২০ লাখের উপরে ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। বিদেশ ভিসা ছাড়াও আরও জরুরি হচ্ছে পাসপোর্ট ও বিমানের টিকিটের দাম। ঢাকা থেকে লন্ডন যেতে ১ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ পর্যন্ত টিকিটের দাম। সব খরচ মিলিয়ে কৃষি কাজের জন্য লন্ডন যেতে মোট ১৫ থেকে ১৬ লাখ টাকা লাগে।
লন্ডন কৃষি ভিসার জন্য কি কি লাগে
সবাইকে ভিসা দেওয়া হয়না। যাদের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র গুলো থাকে তাদের কে ভিসা দেওয়া হয়। এছাড়া কাজ পাওয়ার বিশেষ সুবিধা হচ্ছে যে কাজের জন্য বিদেশ যাবেন সেই কাজের পূর্বের অভিজ্ঞতা ও এর একটি সনদ। তাহলে জেনে নেওয়া যাক লন্ডন কৃষি ভিসার জন্য কি কি লাগে।
- পাসপোর্ট
- পূর্বের প্রশিক্ষণের সনদপত্র
- পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
- জাতীয় পরিচয় বা স্মার্ট কার্ডের ফটোকপি
- লন্ডন দ্রুতবাস হতে সত্যায়িত কপি
- চেয়ারম্যান করতে সত্যায়িত সড়কপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট
- ভিসা আবেদন ফরম
- আর্থিক স্থিতির প্রমাণপত্র
- কৃষি পরিচয়পত্র
লন্ডন কৃষি ভিসা আবেদন করার নিয়ম
লন্ডন কৃষি ভিসা আবেদন ফরম পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এজন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে লন্ডনের যেকোনো ভিসার আবেদন করা হয়। agrecruitment.eu এটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটে কাজ খুঁজার অপশন আছে। সেখানে কৃষি কাজ খুঁজে নিবেন। এরপর আবেদন ফ্রম টি পুরন করবেন। সেখানে আপনার নাম, ইমেইল, দেশের নাম ও কাজের ধরনের পূর্ণ করে সাবমিট করতে হবে। আপনার ইমেইল এ ঐ কাজের সকল তথ্য জানিয়ে দেওয়া হবে।
শেষ কথা
প্রতি বছর লন্ডন থেকে কৃষিকাজের জন্য শ্রমিক নেওয়া হয়। এই নিয়োগ বা বিজ্ঞপ্তি গুলো ভিসা এজেন্সি থেকে জানতে পারবেন। ভিসা আবেদন ও প্রয়োজনীয় কাগজ পত্র জমা দেওয়ার মাধ্যমে কৃষি ভিসা নিতে হবে। লন্ডন কৃষি ভিসা বেতন ৬০ থেকে ১ লাখ টাকা। অনেকে ১ লাখের উপরের ক্রিস কাজ করে উপার্জন করতে পারে। আসা করছি এই পোস্ট থেকে লন্ডন কৃষি ভিসা আবেদন করার নিয়ম ও ভিসার দাম সম্পর্কে জানতে পেরেছেন।
আরও দেখুনঃ
ইতালি ভিসার দাম কত ২০২৪। ইতালি যেতে কত টাকা লাগে।