শীত কালে ছোট-বড় উভয় বাচ্চাদের কে উষ্ণ কাপড় পরাতে হবে। এই উষ্ণ কাপড় পরিধানের কিছু সময়ের মধ্যে গরম তাপমাত্রা ছরাতে সাহায্য করে। যার ফলে ছোট বাচ্চারা শীতের আবহাওয়া থেকে কিছুটা প্রশান্তি পায়। শীতের এই সিজনে বাজারের সকল দোকানে নতুন ডিজাইনের পোশাক পাওয়া যাচ্ছে। বাচ্চাদের টুপি, জ্যাকেট, সোয়েটার, হাত মোজা-পা মোজা ও অন্যান্য প্রয়োজনীয় শীতের কাপড় যেকোনো দোকান থেকে ক্রয় করতে পারবেন। আজকের পোস্টে বাচ্চাদের শীতের পোশাক এর দাম ও ডিজাইন সম্পর্কে শেয়ার করা হয়েছে।
বাচ্চাদের শীতের পোশাক
বাচ্চাদের সাইজে যেকোনো পোশাক পেতে অসুবিধা হতে পারে। তাই বাজারের সকল দোকানেই খোজ করে দেখতে হবে। হালকা শীতের জন্য তাদের কে পাতলা কাপড়ের গেঞ্জি বা সোয়েটার পরিয়ে দিবেন। সাথে মাথায় একটি টুপি। এই সকল শীতের কাপড় বাজারে রয়েছে। এই গুলোর দাম ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। এছাড়া শিশুদের জন্য ছোট প্যান্ট, পা-জামা, ছোট হুডি পাওয়া যায়। আবার মেয়ে বাচ্চাদের শীতের পোশাক গুলো কিছুটা ভিন্ন ডিজাইনের। তবে কাপড়ের াম একই নেওয়া হবে।
২ বছর বয়সী বাচ্চাদের শীতের জ্যাকেট পাওয়া যায়। জ্যাকেট এর দাম ৭০০ টাকা পর্যন্ত। অনেক ভালো মানের জ্যাকেট ক্রয় করতে ১০০০ টাকা লাগবে। এই জ্যাকেট গুলো মেয়ে বাচ্চাদের জন্যও নিতে পারবেন। এছাড়া ছেলে ও মেয়ে বাচ্চাদের শীতের সোয়েটার ও টুপি সেট পাওয়া যাবে। নিচের অংশে এই সকল শীতের পোশাকের দাম ও ডিজাইন গুলো দেওয়া আছে।
বাচ্চাদের শীতের পোশাক এর দাম
বর্তমানে বাচ্চাদের জন্য বিভিন্ন ক্যাটাগরির শীতের কাপড় পাওয়া যায়। যার দাম কাপড়ের ধরন ও মান এর উপর নির্ভর করে নির্ধারন করা হয়। বাচ্চাদের একটি টুপির মূল্য ১০০ টাকা পর্যন্ত। ২০০ টাকায় ভালো কাপড়ের টুপি বিক্রি করা হয়। ছোটদের সোয়েটার এর মূল্য ২০০ থেকে ৬০০ টাকা। ভালো মানের কাপড় এর সোয়েটার এর মূল্য ৮০০ থেকে ১০০০ টাকা।
নিউবর্ন বেবি ব্ল্যাঙ্কেট স্যুট
মূল্যঃ ৫৯০ টাকা
বেবি স্লিপিং ব্যাগ
মূল্যঃ ৪৫০ টাকা
বয়েজ/গার্লস রম্পার
মূল্যঃ ২৫০ টাকা
বাচ্চাদের শীতের পোশাক ২০২৩
বাজারে আগের বছরের কাপড় পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি ২০২৩ সালে যতগুলো কাপড় তৈরি করা হয়েছে প্রায় দোকানে সেগুলো পোঁছে গেছে। প্রতি পোশাকের দাম কিছুটা বেড়েছে। অনলাইনেও এই কাপড় গুলো কিনতে পাওয়া যাবে। সেখানে প্রত্যেক শীতের পোশাকে কিছুটা ডিস্কাউন্ট দেওয়া হয়। ভালো মানের কাপড় ক্রয় করতে চাইলে অবশ্যই মার্কেট থেকে সংগ্রহ করতে হবে।
কিডস ডেনিম জ্যাকেট
মূল্যঃ ৫৫০ টাকা
কিডস ফুল-স্লীভ কটন টি-শার্ট
মূল্যঃ ৩০২ টাকা
কিডস ফুল-স্লীভ কটন টি-শার্ট
মূল্যঃ ৩০২ টাকা
বাচ্চাদের শীতের জ্যাকেট
ছোট বাচ্চাদের জন্য নতুন নতুন ডিজাইন বানানো হয়েছে। সেগুলো বাজারের সকল দোকানে পাওয়া যাচ্ছে। জ্যাকেট গুলোর দাম ৩০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। ২ বছরের বেশি বসী বাচ্চাদের জ্যাকেট এর দাম ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে। তবে ৬০০ টাকায় সাধারণ মানের জ্যাকেট পাওয়া যাবে। পাইকারি দোকানে ৫৫০ টাকায় ছোটদের জ্যাকেট বিক্রি করা হয়।
বাচ্চাদের শীতের গেঞ্জি
হালকা শীতের জন্য এই গেঞ্জি গুলো ব্যবহার করতে পারবেন। একটি গেঞ্জির মূল্য ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। ২ বছরের বেশি বাচ্চাদের জন্য গেঞ্জির দাম হবে ১০০ থেকে ২৫০ টাকা। এছাড়া ভালো মানের কাপড়ের গেঞ্জি আছে। এই গেঞ্জি গুলোর দাম ২৫০ থেকে ৩৫০ টাকা। মার্কেটে গেলে অনেক ধরনের নতুন গেঞ্জি দেখতে পারবেন।
বাচ্চাদের শীতের সোয়েটার
যখন খুব বেশি শীত পড়ে তখন জ্যাকেট বা সোয়েটার পরাতে হবে। শীত কালীন সময়ে সব কাপড়ের দাম বেশি নেওয়া হয়। বাচ্চাদের সোয়েটার এর মূল্য ২০০ থেকে ৪০০ টাকা। বড় বাচ্চাদের সোয়েটার এর মূল্য ৩০০ থেকে ৫০০ টাকা। তাদের জন্য ৮০০ টাকার সোয়েটারও আছে।
শেষ কথা
বাজারে গেলে নিত্য নতুন পোশাক দেখতে পারবেন। এই পোস্ট থেকে কাপড় দাম গুলো সম্পর্কে ধারনা নিবেন। আসা করছি এখান থেকে বাচ্চাদের শীতের পোশাক এর দাম জানতে পেরেছেন। এবং বাচ্চাদের পোশাকের ডিজাইন গুলো দেখে নিয়েছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ