বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে খুব সহজে যাতায়াতের মাধ্যম হচ্ছে বিমান। বাংলাদেশে এয়ারলাইন্স এর অধীনে বেশ কয়েকটি বিমান আছে। বিমানের যাতায়াতের জন্য প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং করতে হবে। অনলাইনে ও অফলাইনে দুই ভাবেই টিকিট সংগ্রহ করা যায়। যাত্রা স্থানভেদে ও বিমানের ধরনের উপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস নির্ধারন করা হয়েছে।
আগের থেকে বর্তমানে টিকিটের দাম বেড়েছে। বিমানের টিকিট সংগ্রহ করার পূর্বে আপনাকে ভিসা ও পাসপোর্ট বানাতে হবে। আর নিজ দেশের এক স্থান থেকে অন্য স্থানে যেতে শুধু পাসপোর্ট ও টিকিট সংগ্রহ করলেই হয়ে যাবে। বাংলাদেশ বিমানের বিমান ভাড়া কত টাকা ও যাতায়াত সময় সূচি নিচে বিস্তারিত দেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস
বাংলাদেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। যেগুলো বিশ্বের অন্যান্য দেশে যাতায়াত করে। যারা বিদেশ যেতে চান তাদের কে আন্তর্জাতিক বিমান বন্ধরের টিকিট সংগ্রহ করতে হবে। এছাড়া বাংলাদেশে অভ্যন্তরীণ বিমানবন্দর আছে। যেগুলো বাংলাদেশেই যাত্রী সেবা দিয়ে থাকে। স্থান ভেদে ও আন্তরজার্তিক বিমানের উপর নির্ভর করে বাংলাদেশের বিমান এয়ারলাইন্স সংস্থা টিকিট মূল্য নির্ধারিত করে দিয়েছে। এই টিকিট গুলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন। এছাড়া এয়ারলাইন্স থেকে সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে।
যারা বিদেশ যাবেন তারা আন্তরজার্তিক বিমান এয়ারলাইন্স এর টিকিট সংগ্রহ করবেন। আপনি যে দেশের যাবেন তার উপর টিকিটের মূল্য নির্ভর করেবে। যেমন ঢাকা টু সিঙ্গাপুর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস ৩৩০০০ টাকা। আর দেশের মধ্যে বিমানের টিকিট মূল্য ৩ হাজার থেকে শুরু করে ৭২০০ টাকা পর্যন্ত। তবে আন্তরজার্তিক বিমানের টিকিটের মূল্য ১ লাখের উপরেও রয়েছে। বিশেষ করে ইউরোপের যেকোনো দেশের টিকিটের মূল্য ৭০ হাজার থেকে ১ লাখের উপরে। বাংলাদেশ থেকে ইতালি বিমান ভাড়া ৭১ হাজার থেকে ১ লাখ ২০ হাজার পর্যন্ত।
অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম ও পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস ২০২৪
২০২৩ সালের দিকে বাংলাদেশের আনতজার্তিক, অভ্যন্তরীণ বিমানবন্দর ও স্বল্প পরিসরের বিমান বন্দরের টিকিটের মূল্য বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের আগের সময়ে এর থেকে কম দামে টিকিট পাওয়া যেতো। বর্তমানের টিকিট অনুযায়ী ৫ হাজার থেকে শুরু করে ৩০ হাজার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিটের দামে বেড়েছে। এছাড়া বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বন্দরের উপরের নির্ভর করে টিকিটের দাম নির্ধারন করে থাকে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
যদি বিদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট পেতে চান তাহলে আপনাকে আন্তরজার্তিক বিমান বন্দরের টিকিট বুকিং দিতে হবে। কারণ বাংলাদেশে আরও অন্যান্য বিমান বন্দর আছে। যেমন ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর, ৫টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ৭টি স্বল্প পরিসরের (শুধু উড্ডয়ন এবং অবতরণ) বন্দর রয়েছে। এই বিমান বন্দরের উপরে টিকিট সংগ্রহ করতে হবে। বিদেশ যাওয়ার জন্য যদি অভ্যন্তরীণ বিমানবন্দর এর টিকিট বুকিং করেন তাহলে আর বিদেশ যেতে পারবেন না। এছাড়া বিদেশে যাওয়ার জন্য টিকিটের পাশা-পাশি ভিসা ও পাসপোর্ট এর প্রয়োজন হবে। আপনারা চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ সরাসরি বা অনলাইনেও টিকিট কিনতে পারবেন।
আন্তরজার্তিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট দাম কত
বাংলাদেশের ২৮ টির মতো বিমান আছে। যেগুলো বিভিন্ন পর্যায়ে চলাচল করে। দেশের রয়েছে ৩ টি আন্তরজার্তিক বিমান বন্দর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- ঢাকা, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর- সিলেট ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর- চট্টগ্রাম। এগুলো হচ্ছে আন্তর্জাতিক বিমান বন্দরের নাম। এই বিমান বন্দর গুলো থেকে বিশ্বের যেকোনো দেশের ফ্লাইট রয়েছে। প্লেনের ফ্লাইটের উপর বিমানের টিকিটের মূল্য নির্ভর করে। বেশি দামে টিকিট বিক্রি হয় বিজনেস ক্লাসের জন্য। আন্তরজার্তিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট দাম বিভিন্ন দেশের জন্য কত টাকা তা সংগ্রহ করে দিয়েছি ।
১। ঢাকা থেকে আবুধাবি ৪৩,৪৭৬ টাকা
২। ঢাকা থেকে ব্যাংকক ৭৮,৬৫৩ টাকা
৩। ঢাকা থেকে কলকাতা ৭,৬১৩ টাকা
৪। ঢাকা থেকে কুলালামপুর ৪০,৬৩৩ টাকা
৫। ঢাকা থেকে মাসকট ৫৬,৫২০ টাকা
৬। ঢাকা থেকে কুয়েত ৭১,৬৬৩ টাকা
৭। ঢাকা থেকে লন্ডন ২,০৫,১১ টাকা
৮। ঢাকা থেকে কাঠমান্ডু ২০,৬৩৩ টাকা
৯। ঢাকা থেকে সিঙ্গাপুর ৩২,৭৫৪ টাকা
১০। ঢাকা থেকে জেদ ৭১,৯৬৫ টাকা
১১। ঢাকা থেকে ডেলি ৯,৫০১ টাকা
১২। ঢাকা থেকে জেদ্দা ৬০,১৭৩ টাকা
১৩। ঢাকা থেকে দাম্মাম ৭৩,৪০৩ টাকা
অভ্যন্তরীণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট দাম কত
দেশের ভিতরেও বিমানের মাধ্যমে চলাচল করা যায়। এজন্য প্রায় ৮ টি বিমান বন্দর আছে। যেখানে অনেক ধরনের বিমানের ফ্লাইট আছে। এই ফ্লাইটের মাধ্যমে ঢাকা টু কক্স বাজার, ঢাকা টু সিলেট বা ঢাকা টু চট্টগ্রাম সহ আরও অন্যান্য স্থানে ভ্রমণ করতে পারবেন। এই ফ্লাইট গুলোর জন্য অভ্যন্তরীণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট দাম নির্ধারিত করে দেওয়া আছে।
১। ঢাকা থেকে চট্টগ্রাম ২,৯১০ টাকা
২। ঢাকা থেকে যশোর ৫,১১ টাকা
৩। ঢাকা থেকে সিলেট ৬,৬০১ টাকা
৪। ঢাকা থেকে রাজশাহী ৭,১৭১ টাকা
৫। ঢাকা থেকে সৈয়দপুর ৬,৬৬৯ টাকা
৬। ঢাকা থেকে বরিশা ২,৭৩০ টাকা
৮। ঢাকা থেকে কক্সবাজার ৪,২০৫ টাকা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট রেট
প্রতিনিয়ত বিমানের টিকিটের রেট পরিবর্তন হতে থাকে। এর মূল কারণ প্রতিদিন ডলারের রেট পরিবর্তন হয়। ডলারের রেট এর জন্য সকল ধরনের টিকিটের দাম কম বেশি হয়। ডলারের রেট কম থাকলে কম দামে টিকিট কিনতে পারবেন। এবং তখন বিমানের টিকিটের রেট হ্রাস পায়। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট রেট নির্ধারিত নয়। এক এক দিন এক এক রেটে টিকিট বিক্রি করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট
আপনারা দুই ভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট সংগ্রহ করতে পারবেন। একটি হচ্ছে বিমান বন্দর থেকে। অন্যটি অনলাইনে বুকিং এর মাধ্যমে। অনলাইনে বাংলাদেশে বিমান এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে একাউন্ট খুলে অভ্যন্তরীণ ও আন্তরজার্তিক উভয় ধরনের টিকিট পাওয়া যাবে। https://www.biman-airlines.com/ এটি হচ্ছে অনলাইনে টিকিট বুকিং এর অফিসিয়াল ওয়েবসাইট। আর https://biman.gov.bd/site/view/important_links ওয়েবসাইট থেকে বিমানের সকল ধরনের আপডেট তথ্য গুলো সংগ্রহ করতে পারবেন। অনলাইনে বিমানের টিকিটের দাম কিছুটা বেশি হয়ে থাকে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক
অনেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে চান। কিন্তু জানেন না আজকে বা কালকের জন্য কোনো টিকিট ফাকা আছে কি না। এর কারণ অনেকে আগে থেকে অগ্রিম টিকিট বুকিং নিয়ে রাখে। তাই আপনারা টিকিট ক্রয়ের পূর্বে এটি চেক করে নিবেন। https://www.biman-airlines.com এই ওয়েবসাইটের মাধ্যমে টিকিট চেক করতে হবে এবং এখান থেকেই অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন।
- Google Chrome বাউজার থেকে ভিজিট করুন- https://www.biman-airlines.com
- Check Your Trip অপশনে ক্লিক করুন।
- আপনার বিমান টিকেটের PNR Number/Reservation Code (6 Letters) লিখুন
- আপনার Last Name লিখে সার্চ করুন।
- এখন Flight Information দেখানো হবে।
শেষ কথা
যেকোনো সময়ে এই টিকিটের দাম গুলো পরিবর্তন হতে পারে। তাই এই পোস্টে দেওয়া দামের সাথে নাও মিলতে পারে। টিকিট ক্রয়ের পূর্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস কত তা জেনে নিবেন। অগ্রিম টিকিট প্রয়হন হলে অবশ্যই অনলাইনে বুকিং দিতে পারেন। বিভিন্ন ধরনের তথ্যবহুল পোস্ট পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ