বাংলাদেশে পর্যটকদের জন্য সেরা একটি স্থান হচ্ছে কক্সবাজার। ট্রেন, বাস বা বিমানের মাধ্যমে ঢাকা অঞ্চল থেকে কক্সবাজারে যাওয়া যায়। অন্যান্য যানবাহনের খরচ থেকে বিমানের খরচ বেশি হবে। প্রতিনিয়ত ঢাকা এয়ারপোর্ট থেকে কক্সবাজার এয়ারপোর্ট এ অনেক গুলো স্থানীয় বিমান চলাচল করে। বিমানের ধরনের উপরে ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া নির্ধারন করা হয়েছে।
অনলাইনে ঢাকা থেকে কক্সবাজার এয়ারলাইন্স এর টিকিট বুকিং দেওয়া যাবে। https://www.biman-airlines.com/ এটি বিমান বাংলাদেশ এয়ালাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে ঢাকা ও কক্সবাজারের যাত্রা পথ সিল্কেট করে টিকিটের দাম দেখতে হবে। টিকিট অনুসন্ধানের পর অনেক গুলো ফ্লাইট দেখা যাবে। পছন্দের ফ্লাইট টি সিলেক্ট করে পেমেন্ট করতে হবে। সেখানে টিকিটের দাম দেওয়া থাকবে।
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া
রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৪০২ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৪৩ কিলোমিটার। সড়ক পথে ট্রেন বা বাসের মাধ্যমে যতে অনেক সময় লাগবে। আর যানবাহন ভাড়া অনেক কম লাগবে। কিন্তু খুব কম সময়ের মধ্যে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য বিমানে ভ্রমণ করতে হবে। বিমনারে টিকিটের দাম কয়েকগুণ বেশি হবে।
সাধারণত ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ৫ হাজার থেকে ৭ হাজার টাকা। প্রতিদিন বিমানের টিকিটের রেট কম বেশি হয়। যার কারণে টিকিটের দাম ৮ থেকে ১০ হাজার টাকাও লাগতে পারে। ওয়ান ওয়ে বিমান ভাড়া ৬ থেকে ৭ হাজার। টু ওয়ে বিমান ভাড়া ১২ থেকে ১৪ হাজার টাকা। এছাড়া বিমানের ফ্লাইটের উপর টিকিটের দাম নির্ভর করে।
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ২০২৪
২০২৪ সালের বিমানের ভাড়া বৃদ্ধি পেয়েছে। এখন ডলারের রেট অনেক বেশি। প্রতিনিয়ত ডলারের রেট বৃদ্ধি পাচ্ছে, এদিকে টিকিটের দাম বেড়েই চলছে। এই সময়ে বিমানের মাধ্যমে কক্সবাজার ভ্রমণে গেলে ৭ থেকে ৮ হাজার টাকা লাগবে। টু ওয়ে অর্থাৎ একই টিকিটে যাওয়া ও আসা যাবে এর দাম ১৫ থেকে ১৬ হাজার টাকা। অনলাইনে প্রোমো কোড ব্যবহার করে ডিস্কাউন্ট পাওয়া যায়।
- ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজারের বিমানের টিকিটের দাম ৫০০০-১০০০০ টাকা।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা টু কক্সবাজারের ভাড়া ৪৮০০ থেকে ৯৬০০ টাকা।
- নভোএয়ার ঢাকা টু কক্সবাজারের ভাড়া ৪৮০০ থেকে ৯৬০০ টাকা।
ঢাকা টু কক্সবাজার বিমানের টিকিটের দাম কত
প্রতিদিন বিমানের টিকিটের দাম পরিবর্তিত হয়। আজকে যে টিকিট ৬ হাজার টাকা বিক্রি হচ্ছে, আগামী কালকে তা ৮ হাজার টাকাও হতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইটে বিমানের টিকিট বিক্রি করা হয়। সেখানে প্রতিদিনের টিকিটের দাম দেওয়া আছে। সেই সাথে বিমানের নাম ও ধরন এবং ফ্লাইটের সময় সূচি দেখা যাবে। ঢাকা টু কক্সবাজার বিমানের টিকিটের দাম বিস্তারিত জানতে https://booking.biman-airlines.com/ এই ওয়েবসাইট ভিজিট করুন। ঢাকা টু কক্সবাজার বিমানের টিকিটের দাম ৬০০০ থেকে ১০০০০ টাকা। টু ওয়ে টিকিটের মূল্য ১২ হাজার থেকে ২০ হাজার টাকা।
ঢাকা টু কক্সবাজার বিমানের ফ্লাইট
বিমানের ফ্লাইট টিকিট ক্রয়ের পূর্বে জানা যাবে না। অনলাইনে টিকিট সার্চ করা হলে সেখানে ঐ টিকিট সম্পর্কে বিস্তারিত তথ্য দেখানো হবে। প্রতিদিন ৩ থেকে ৪ টি এয়ারলাইন্স এর ৪ টি থেকে ৫ টি ফ্লাইটের টিকিট পাওয়া যাবে। সেখানে যাত্রা শুরুর সময় বিস্তারিত দেওয়া আছে। বিমানের মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার থেকে ১ ঘণ্টা ১৫ মিনিটের মতো সময় লাগবে।
শেষ কথা
প্রতিদিন টিকিত এর মূল্য পরিবর্তন হয়। তাই অনলাইন থেকে টিকিট এর মূল্য চেক করে নিবেন। ঢাকা টু কক্সবাজার রেগুলার বিমান ভাড়া ৫ হাজার থেকে ৮ হাজার পর্যন্ত। এয়ারলাইন্স এর ধরনের উপরে এই ভাড়া কম বেশি হয়। আশা করছি এই পোস্ট থেকে বিমান ভাড়া ও টিকিটের দাম বিস্তারিত জানতে পেরেছেন।