বাংলাদেশে ৫৮টি সরকারি বিশ্ববিদ্যালয়। যেগুলোকে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় নামে চিনি। দেশের ৮ টি বিভাগে ৮ টি বড় পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করা জয়েছে। এছাড়া প্রতি বিভাগের অধীনে আরও বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে। সারাদেশে মোট ২২ টি গুচ্ছ বিশ্ববিদ্যালয় আছে। স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত এই সকল বিশ্ববিদ্যালয় সরকারের অর্থায়নে প্রতিষ্ঠা করা হয়।
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের কে বিশ্ববিদ্যালয়ে আবেদনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। মেধা তালিকার বিবেচনায় যারা এগিয়ে থাকবে তাদের কে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশে প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়োগ আলাদা আলাদা সময়ে দেওয়া হয়। এছাড়া এখানকার পরীক্ষার ধরন ও আবেদনের জন্য নুনতম জিপিএ পয়েন্ট আলাদা ভাবে বিবেচনা করা হয়। আজকেবিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষ সম্পর্কে জানবো।
বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
বাংলাদেশের সবেচেয়ে জনপ্রিয়য় বিশ্ববিদ্যালয় গুলো হচ্ছে ঢাবি, রাবি, চবি, জাবি ইত্যাদি। এই চারটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত। এছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে আরও ১০ টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর মধ্যে ৫ টি সরকারি বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অধীনে ১৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। মেডিকেলের জন্য ৫ টি এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এর জন্য ৩ টি পাবলিক বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে।
উপরোক্ত বিশ্ববিদ্যালয় গুলো সরকারি। এখানে সবাইকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয় না। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির হওয়ার জন্য আবেদন করতে হবে। আবেদনের জন্য মিনিমাম নির্দেশনা দেওয়া থাকে। যাদের জিপিএ এর পরিমাণ বেশি তারাই এই বিশ্ববিদ্যালয় গুলোতে আবেদন করতে পারে। এরপর ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে এডমিশন নিতে পারে। এছাড়া বাংলাদেশে অনেক গুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। সেখানে ভর্তি হওয়ার জন্য আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪
বাংলাদেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার দেওয়া হয়েছে। এই সার্কুলার গুলো প্রতি টি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা হয়ে থাকে। যার কারণে প্রতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি এক এক রকমের। ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবেদনের কার্যক্রম শুরু হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। এজন্য ১০০০ থেকে ১২০০ টাকা চার্জ লাগবে। আবেদনের জন্য এস এস সি ও এইচ এস সি মিলিয়ে মিনিমাম একটা জিপিএ দেওয়া আছে। ঐ রিকুয়ারমেন্ট এর সাথে মিলে গেলে আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষ
এই বছরে প্রায় ১০ লাখের মতো এইচএসসি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যাদের বেশিরভাগ পাব্লিকিয়ান হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এতটাও সহজ কাজ নয়। এজন্য আবেদন করে ভর্তি পরীক্ষার দিয়ে সিলেক্ট হতে হবে। এই পরীক্ষায় যারা মেধা তালিকায় এগিয়ে থাকবে তাদের কে ভর্তির সুযোগ দেওয়া হবে। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (অর্নাস) প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি, আবেদন যোগ্যতা, মানবন্টন, পরিক্ষা পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৮ ডিসেম্বর। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৪ ইউনিটে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট ও চারুকলা ইউনিট। ৮ ফেব্রুয়ারি থেকে প্রবেশপত্র সংগ্রহ করা শুরু হবে। আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি ও চারুকলা ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ অনুষ্ঠিত হবে।
- ক ইউনিট ভর্তি পরীক্ষাঃ ১ মার্চ ২০২৪ শুক্রবার সকাল ১১.০০ থেকে ১২.৩০ পর্যন্ত ১.৩০ মিনিট
- খ ইউনিট ভর্তি পরীক্ষাঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ সালের শুক্রবার সকাল ১১.০০ থেকে ১২.৩০ পর্যন্ত ১.৩০ মিনিট
- ঢাবিবিএ/ঘ ইউনিট ভর্তি পরীক্ষাঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৪ সালের শনিবার সকাল ১১.০০ থেকে ১২.৩০ পর্যন্ত ১.৩০
- চ ইউনিট ভর্তি পরীক্ষাঃ ৯ ফেব্রুয়ারি ২০২৪ সালের শনিবার সকাল ১১.০০ থেকে ১২.৩০ পর্যন্ত ১.৩০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)
এই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ ভর্তি সার্কুলার প্রকাশ করেছে। ২ মার্চ থেকে ১০ মার্চ, ২০২৪ পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এই বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি ৯৫০ টাকা। admission.cu.ac.bd এই ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে। আবেদন শুধুমাত্র অনলাইন থেকে করা যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোট ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে মোট ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে, যার মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি আর কোটার অধীন ৭৩৭টি।
ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতাঃ
- এ ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৮.০০। আলাদাভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে।
- বি ও বি ১ ইউনিট:
- বিজ্ঞান বিভাগ – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০। আলাদাভাবে অবশ্যই ৩.৫০ হতে হবে।
- মানবিক বিভাগ– এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে।
- ব্যবসায় শিক্ষা বিভাগ- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
- সি ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
- ডি ইউনিট- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
- ডি ১ সাব ইউনিট: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৬.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ২.৫০ পেতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)
এই বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের ২য় সেরা বলা হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নিয়োগ দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৯ টি বিভাগ ১১ টি অনুষদ এবং ৫ টি ইনস্টিটিউট এর জন্য ৪ হাজার ১৩৭ জন শিক্ষার্থী ভর্তির আয়োজন করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশ টি পাওয়া যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ছয়টি অনুষদে প্রতি বছর মোট ১৮৪৪ টি আসনে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ৯ মে থেকে শুরু হবে। চলবে ৩১ মে পর্যন্ত।
(বিইউপি) ভর্তি বিজ্ঞপ্তি তথ্য
বাংলাদেশে ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) ভর্তি পরীক্ষার নিয়োগ প্রকাশ করেছে। আগামী ১৯ ও ২০ জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দুই দিনে দুই শিফটে পরীক্ষা হবে। আবেদন ফি ১ হাজার ৫০ টাকা। ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী পরীক্ষার্থীদের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০ ও বাংলা ২০ নম্বরের পরীক্ষা হবে। অনলাইনে BUP এর নিজস্ব ওয়েবসাইট www.bup.edu.bd তে গিয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে করতে হবে। আবেদনের জন্য ১০৫০ টাকা ফি দেওয়া লাগবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বশেমুরমেবি) ২০২৩-২৪ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন ২৪ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড ২১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। ভর্তি পরীক্ষা ২ ও ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুসারে অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ থেকে। ভর্তি আবেদন করা যাবে ১১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। ৬টি বিভাগে ও একটি জেলার কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে।
মেডিকেল ভর্তি পরীক্ষা
২০২৩-২৪ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে। সাস্থ মন্ত্রনালয়ের এক বরাতে জানা যায় ৯ জানুয়ারি সার্কুলার প্রকাশ এবং ১০ জানুয়ারি ২০২৪ থেকে আবেদন শুরু হবে। আবেদনের যোগ্য শিক্ষার্থীরা MBBS ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এ অংশগ্রহণের জন্য সাস্থ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইট www.mefwd.govt.bd , সাস্থ অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.govt.bd এবং https://telitok.dgme.govt.bd ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে পারবে। মেডিকেল ভর্তি পরীক্ষা আবেদন ফি ১০০০ টাকা। সম্ভাব্য মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ হলো ৯ ফেব্রুয়ারি।
শেষ কথা
বাংলাদেশের আরও অনেক গুলো বিশ্ববিদ্যালয় আছে। যারা এখনো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। চূড়ান্ত ভাবে আবেদনের সময় ও ভর্তি নিয়োগ প্রকাশ করা হলে এই পোস্টে আপডেট জানিয়ে দেওয়া হবে। প্রতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ১০০০ থেকে ১৫০০ টাকা লাগবে। আশা করছি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।