সারা বিশ্বে সোনার ব্যবসা করা হয়। তবে এই সোনার রেট প্রতিটি দেশে ভিন্ন ভিন্ন। এর মূল কারণ এক দেশের সাথে অন্য দেশের টাকার রেট। সৌদি আরবে ১৮, ২১, ২২ ও ২৪ ক্যারেট এর স্বর্ণ পাওয়া যায়। এই দেশের স্বর্ণ কিনার পূর্বে তাদের নির্ধারিত দাম ও বাজার দর সম্পর্কে জানতে হবে। সৌদি আরবে আজকের সোনার দাম কত প্রতি দোকানে নির্ধারন করে দেওয়া আছে।
এই দেশে সোনার ক্যারেট এর উপর ভিত্তি করে দাম নির্ধারন করা হয়ছে। ১৮ ক্যারেট স্বর্ণের বিক্রয় মূল্য কম এবং এই সোনার মান অন্যান্য সোনার থেকে তুলনামূলক কম। সৌদি আরবে ১৮ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের বিক্রয় মূল্য ১৬২.৮৮ রিয়াল। যা খুব কম দামে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি দামে যে সোনা বিক্রি হয় তা হচ্ছে ২৪ ক্যারেট, যেখানে স্বর্ণের পরিমাণ শতগুন থাকে। নিচের অংশে এক ভরি সোনার দাম কত? আজকে ২২ ক্যারেট স্বর্ণ কত টাকা ইত্যাদি বিস্তারিত দেওয়া আছে।
সৌদি আরবে আজকের সোনার দাম কত
প্রতিটি দেশে তাদের জুয়েলারি সমিতি অনুসারে স্বর্ণ, রুপা বা অন্যান্য ধাতুর মূল্য নির্ধারন করে। সেই অনুযায়ী সকল জুয়েলারি দোকানে সোনা ক্রয়য়-বিক্রয় করা হয়। ২০২৩ সালে নতুন করে সোনার দাম নির্ধারন করা হয়েছে। সেই অনুযায়ী ১৮ ক্যারেটের ১ গ্রাম স্বর্ণ ১৬২.৮৮ টাকায় বিক্রি হচ্ছে। যার প্রতি ভরির মূল্য ১৮৯৯.১৮০৮ রিয়াল। যার বাংলাদেশি মূল্য 5প্রায় ৫৬ হাজার টাকা। যা বাংলাদেশের মূল্য ৬২ হাজার টাকা।
এছাড়া সৌদি আরবের ১৯০.০২ রিয়ালে ২১ ক্যারেট এর ১ গ্রাম সোনা বিক্রি করা হচ্ছে। যার প্রতি ১০ গ্রামের মূল্য ১৯০০.২ রিয়াল। এখানে ২২ ক্যারেট এর সোনাও বিক্রি করা হয়। এটি হচ্ছে ২য় সর্বচ্চ দামের মূল্যবান সোনা। সৌদি আরবের বাজার দর অনুযায়ী ২০২৩ সালে ২১ ক্যারেট সোনার মূল্য ১৯৯.০৭ রিয়াল। যার বাংলাদেশে ৫৮৫০ টাকা।
সর্বচ্চ ভালো মানের সোনা হচ্ছে ২৪ ক্যারেট। যার দাম অনেক বেশি এবং এর মান শতগুণ ভালো। সৌদি আরবে ২৪ ক্যারেট এর স্বর্ণ বেশি বিক্রি হয়ে থাকে। এই স্বর্ণের রেট বেশি হওয়ায় সারা দেশেই ২৪ ক্যারেট সোনার মূল্য প্রায় ১ লাখ টাকার উপরে। বাংলাদেশে ২৪ ক্যারেট স্বর্ণের মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।
সৌদি আরবে ১৮ ক্যারেট সোনার দাম কত
যারা কম দামে সোনা ক্রয় করতে চান তারা ১৮ ক্যারেট এর স্বর্ণ ক্রয় করুন। সৌদি আরবে সবচেয়ে কম দামে এই সোনা বিক্রি করা হয়। তবে অন্যান্য সোনার থেকে দাম অনুযায়ী সোনার মানও অনেক কম। আজকে ১৮ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম ১৯০০ রিয়াল। ১০ গ্রাম এর মূল্য ১৬৩০ রিয়াল। তবে বাংলাদেশের মুদ্রায় এক ভরি সোনার মূল্য ৫৫৮২৮ টাকা।
২১ ক্যারেট সোনার দাম সৌদি আরব
সাধারণ মানের সোনা হচ্ছে ২১ ক্যারেট। যা দাম কিছুটা কম। ২১ ক্যারেট সবর্ণে দাম ৭০ থেকে ৮০ রিয়াল বেড়েছে। ১ গ্রাম ২১ ক্যারেট স্বর্ণের বিক্রয় মূল্য ১৯১ রিয়াল। প্রতি ভরিতে দাম ২২২৮ রিয়াল। যা বাংলাদেশের মূল্য প্রায় ৬৮ হাজার টাকা। আগের বাজার অনুযায়ী সৌদি আরবে ৫৬ থেকে ৫৮ হাজার টাকা ভরি সোনা বিক্রি করা হতো। আর বর্তমান সময়ে বাংলাদেশে ২১ ক্যারেট এর ১ ভরি সোনা ৯৮২১০ টাকা। যা সৌদি আরবের থেকে ৩০ হাজারের বেশি।
২২ ক্যারেট সোনার দাম সৌদি আরব
অন্যান্য দেশের দেশে সৌদি আরবের সোনার রেট কিছুটা কম। তবে ২০২৩ সালের সারা দেশেই স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। আগের থেকে কয়েক হাজার টাকা ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে। আরব সরকার জুয়েলারি সমিতির জন্য তাদের দেশের ২২ ক্যারেট সোনার বিক্রয় মূল্য নির্ধারিত করে দিয়েছে। এই দামে গ্রাহকদের স্বর্ণ ক্রয় করতে হবে। তাই সৌদি আরবের সোনা ক্রয় করার পূর্বে এর নির্ভুল দাম জানতে হবে। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ২২৯৭.৮৪ রিয়াল। বাংলাদেশি মুদ্রায় ৬৭৫১৮ টাকা। আর বাংলাদেশের ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ১ লাখ ৩ হাজার টাকা। যা কিছুদিন আগেও ৯৬ হাজার টাকা ভরি ছিলো।
২৪ ক্যারেট সোনার দাম
সবচেয়ে বেশি দামে বিক্রি করা হয় এই সোনা। এর দাম যেমন বেশি, তেমনি সোনার মান অনেক ভালো। বাংলাদেশের বাজারে লাখ টাকার উপরে এর দাম হবে। তবে সৌদি আরবে ১ লাখের নিচে ২৪ ক্যারেট এর সোনা পাওয়া যাবে। আজকের বাজার অনুযায়ী সৌদি আরবে ২৪ ক্যারেট সোনার বিক্রয় মূল্য ২৬০০ রিয়াল এক ভরি। বাংলাদেশি দামে ৭৭ হাজার টাকা। আর এদিকে বাংলাদেশের ১ লাখ ১৫ হাজার টাকা ২৪ ক্যারেট এর ১ ভরি স্বর্ণের দাম।
সৌদি আরবে এক ভরি সোনার দাম কত
সোনা রক প্রকারের ধাতব পদার্থ। যা দ্বারা শখের বা প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়। প্রতি নিয়ত বিশ্ববাজারে ডলারের রেট বৃদ্ধি পাচ্ছে। যার কারণে প্রতিটি দেশের স্বর্ণের মূল্য দিনের পর দিন বেড়েই চলছে। এই দেশে প্রতি ভরি স্বর্ণের দাম ১০ থেকে ১২ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। এখানে ১৮,২১,২২ ও ২৪ ক্যারেট এর অরজিনাল সোনা পাওয়া যাবে। যার দাম নির্ধারিত। নিচের তালিকায় এক ভরি সোনার দাম কত তা দেওয়া হয়েছে।
- ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম ১৯০০ রিয়াল।
- ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের মূল্য ২২২৮ রিয়াল।
- ২২ ক্যারেট এর ১ ভরি সোনার আজকের দাম ২২৯৭.৮৪ রিয়াল।
- ২৪ ক্যারেটের ১ ভরি সোনার মূল্য ২৬০০ রিয়াল।
- বাংলাদেশের ১ ভরি সোনার দাম ১ লাখ ১৫ হাজার টাকা।
আজকের সোনার দাম কত
প্রতিনিয়ত সোনার দাম কম বেশি হচ্ছে। তবে বর্তমানে সোনার মূল্য উর্ধগতিতে বৃদ্ধি পাচ্ছে। সকল দেশের জুয়েলারি সমিতি তাদের দেশের সোনার রেট অনুযায়ী এর দাম নির্ধারন করে দেওয়। এই নির্ধারিত দামে জুয়েলারি দোকানে স্বর্ণ বিক্রি করা হয়। আজকের সোনার দাম কত তা নিচে দেওয়া ছক থেকে দেখেনিন।
সৌদি আরবে | সোনার দাম |
---|---|
২৪ ক্যারেট প্রতি গ্রাম | ২১৭.১৭ রিয়াল |
২২ ক্যারেট প্রতি গ্রাম | ১৯৯.০৭ রিয়াল |
২১ ক্যারেট প্রতি গ্রাম | ১৯০.০২ রিয়াল |
১৮ ক্যারেট প্রতি গ্রাম | ১৬২.৮৮ রিয়াল |
বাংলাদেশে সোনার দাম কত
সৌদি আরবের তুলনায় বাংলাদেশের সোনার দাম অনেক বেশি। প্রতি ভরি স্বর্ণের মূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা বেশি মূল্য বিক্রি হচ্ছে। যেখানে সৌদি আরবে ২৪ ক্যারেট সোনার দাম ৭৭ হাজার টাকা। বাংলাদেশে এই ২৪ ক্যারেট সোনার মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা। ২২ ক্যারেট এর স্বর্ণের দাম ১ লাখ ৩ হাজার টাকা। ২১ ক্যারেট স্বর্ণের মূল্য ৯৮,২১০ টাকা। আর ১৮ ক্যারেট সোনার বাজার দর ৮৪,২১৪ টাকা। তবে কম দামে বাংলাদেশে পুরাতন স্বর্ণ ক্রয় করতে পারবেন। যার প্রতি ভরির দাম ৫০ থেকে ৫৮ হাজার টাকা ভরি।
সৌদি আরবে ১ গ্রাম সোনার দাম কত
রিয়াল অনুযায়ী ১৮ ক্যারেট এর এক গ্রাম সোনার দাম ১৬২.৮৮ রিয়াল। বাংলাদেশি মূল্য ৪৭৮৫.৯১ টাকা। ২১ ক্যারেট এর এক গ্রাম স্বর্ণের আজকের দাম ৫৫৮৩.৩৬ টাকা। ২২ ক্যারেট সোনার বাংলাদেশি মূল্য ৫৮৪৮.৮০ টাকা প্রতি গ্রাম। সব চেয়ে বেশি দামে ২৪ ক্যারেট এর সোনা বিক্রি করা হয়। এর মূল্য ৬৩৮০.৫৯ টাকা।
১৬ আনা সোনার দাম কত
১৬ আনা সমান এক ভরি। অর্থাৎ এক ভরিতে ১৬ আনা সোনা পাওয়া যায়। সেই অনুযায়ী যেহেতু এক ভরি সোনার দাম ২৬০০ রিয়াল, সেহেতু ১৬ আনা সোনার দাম ২৬০০ রিয়াল বা ৭৭০০০ টাকা। এর থেকে কম দামে ১৮, ২১ ০ ২২ ক্যারেট এর ১৬ আনা সোনা ক্রয় করা যাবে।
শেষ কথা
দিনের পর দিন ডলারের রেট বৃদ্ধি পাচ্ছে। যার কারণে প্রতিটি দেশের সোনার রেট বৃদ্ধি পাচ্ছে। সকল দেশেই নিজস্ব ভাবে সোনার রেট নির্ধারন করা আছে। সেই অনুযায়ী স্বর্ণ বিক্রি করা হয়। আবারো যেকোনো সময় সৌদি আরবের সোনার মূল্য কম বা বেশি হতে পারে। তাই এখানে দেওয়া দামের সাথে নাও মিলতে পারে। দোকান থেকে স্বর্ণ কিনার পূর্বে সৌদি আরবে আজকের সোনার দাম কত তা জেনে নিবেন। সোনার দাম পরিবর্তিত হলে এই পোস্টে আপডেট তথ্য দেওয়া হবে।
আরও দেখুনঃ