সৌদি আরবে এক ভরি সোনার দাম কত ২০২৪

সোনা এক প্রকারের মূল্যবান ধাতু। যার মাধ্যমে মানুষের শখের জিনিস তৈরি করা হয়। সৌদি আরবে বেশ কয়েক কুয়ালিটির স্বর্ণ রয়েছে। এই সোনার গুনগত মানের উপরের দাম নির্ভর করে। সৌদি সরকার তাদের সকল শহরের জন্য সোনার দাম নির্ধারন করে দিয়েছে। এই দাম অনুযায়ী বিভিন্ন জুয়েলারি দোকানে সোনা ও এর তৈরি অলংকার বিক্রি করা হচ্ছে। সৌদি আরবে এক ভরি সোনার দাম কত তা জেনে সেখান থেকে সোনা ক্রয় করতে হবে।

সাউদিতে অনেক গুলো প্রদেশ রয়েছে। এর এক একটি প্রদেশে এক এক দামে সোনা বিক্রি করা হয়। বর্তমানে এখানে সোনার মূল্য অনেক বেশি। ডলারের রেট বেড়ে যাওয়ায় সৌদি আরবেও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। এর পাশা-পাশি বিশ্ব বাজারে বিপুল মূল্য সোনা বিক্রি হচ্ছে। আজকের পোস্টে আজকের সৌদি আরবের সোনার দাম কত? সোনা কত টাকা ভরি, এক ভরি ২২ ক্যারেট সোনার মূল্য ইত্যাদি শেয়ার করা হয়েছে।

আজকের সৌদি আরবের সোনার দাম কত

প্রতিটি দেশে তার নিজ নিজ দামে সোনা বিক্রি করা হয়। তবে এই দামের সাথে ব্যবধান রয়েছে। কারণ এক এক দেশের সোনার রেট এক এক রকমের। আগের বছর থেকে এই বছরে ১০ থেকে ১৫ হাজার টাকা সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবে আজকের সোনার দাম ২৩২ রিয়াল থেকে ২৫১ রিয়াল পর্যন্ত। ভালোমানের সোনা ২৫১ রিয়ালে বিক্রি করা হচ্ছে।

সৌদি আরবের ১ গ্রাম সোনার মূল্য 251 রিয়াল, যা ২৪ ক্যারেট দিয়ে তৈরি। ২২ ক্যারেট এর সৌদি আরবের ১ গ্রাম  সোনার দাম ২৩২ টাকা। যা বাংলাদেশি টাকায় ৬৮০২.৭৬ টাকা। বাংলাদেশ টাকা অনুযায়ী সৌদি আরব এর ২৪ ক্যারেট এর এক গ্রাম সোনার বাজার দর ৭৩৫৯.৮৮ টাকা। তবে ডলারের রেট বা রিয়াল এর রেটের উপর এর দাম কম বেশি হবে। যদি কখনো রিয়াল এর রেট বেড়ে যায় তাহলে সোনার দাম বেড়ে যাবে।

সৌদি আরবে ১ ভরি স্বর্ণের দাম কত ২০২৪

বাংলাদেশের থেকে সৌদি আরবের সোনার রেট কম। সৌদি আরবে ১ ভরি স্বর্ণের দাম ৭৬ হাজার টাকা। এটি হচ্ছে ২২ ক্যারেট এর স্বর্ণ। ২৪ ক্যারেট এর স্বর্ণের মূল্য ৮৬০০০ টাকা। এখানে ২২ ক্যারেট এর হাফ ভরি স্বর্ণের মূল্য ৩৮ হাজার টাকা এবং ২৪ ক্যারেট এর হাফ ভরি স্বর্ণের মূল্য ৪৩ হাজার টাকা।

আজকের সৌদি আরবের সোনার দাম কত ২০২৪

২০২৩ সাল থেকে নতুন করে সোনার মূল্য বেড়েছে। প্রতি গ্রাম সোনার দাম বেড়েছে ১০ থেকে ১৫ রিয়াল। যা আগে এক গ্রাম ২৪ ক্যারেট এর সোনা বিক্রি করা হতো ২৩৭ থেকে ২৪০ রিয়াল। বর্তমান সময়ে এখন দাম বৃদ্ধি পেয়ে ২৫১ রিয়ালে বিক্রি হচ্ছে। শুধু সৌদি আরব নয়, পুরো বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে। ডলারের রেট বেড়ে যাওয়ায় স্বর্ণের রেট বৃদ্ধি পেয়েছে। ডলারের মূল্য কমে গেলে পুনরায় সকল দেশেই ২১,২২ ও ২৪ ক্যারেট সোনার মূল্য কমে যাবে। আজকে সৌদি আরবে ২৪ ক্যারেট এর ৫ গ্রাম  স্বর্ণের মূল্য ১২৫৫ রিয়াল। যা বাংলাদেশি টাকায় ৩৬ হাজার ৭৯৯ টাকা ৪০ পয়সা। ২২ ক্যারেট স্বর্ণের ৫ গ্রামের মূল্য ১১৬০ রিয়াল। বাংলাদেশের সৌদি আরবের ৫ গ্রাম স্বর্ণের দাম ৩৪০১৩.৭৯ টাকা।

সৌদি আরবের ২২ ক্যারেট সোনার দাম

কয়েক ধরনের সোনা পাওয়া যায়। এর মধ্যে একটি হচ্ছে ২২ ক্যারেট। এর দাম বেশি এবং সোনার মান ভালো। প্রত্যেক দেশের বাজারে ২২ ক্যারেট সোনার বিক্রয় মূল্য দেওয়া আছে। এই দাম অনুযায়ী সোনা ক্রয়-বিক্রয় করা হবে। তাই সোনা কিনে প্রতারিত হওয়ার পূর্বে এর সঠিক দাম জেনে নিতে হবে। যদিও বিশ্ব বাজারে স্বর্ণের মূল্য বেশি। তাই ২২ ক্যারেট স্বর্ণের দাম আগের থেকে বেড়েছে। সৌদি আরবে ২২ ক্যারেট সোনার দাম এখন ২৩২০ রিয়াল। যার ওজন ১০ গ্রাম। বাংলাদেশি টাকায় সৌদি আরবের ১০ গ্রাম ২২ ক্যারেট এর সোনার মূল্য ৬৮৩৭৯.৪৪ টাকা। যা আগে ৫৭ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি করা হতো। প্রতি ভরি স্বর্ণের মূল্য ২৫৯০ রিয়াল। প্রতি ভরিতে ৭০ থেকে ৮০ রিয়াল দাম বেড়েছে। বাংলাদেশের বাজারে যার দাম ৭৬ হাজার টাকা।

সৌদি আরবের ২৪ ক্যারেট সোনার দাম

এই দেশে ২৪ ক্যারেট এর সোনাও পাওয়া যায়। যার মূল্য আরও বেশি। এবং এটি হচ্ছে বাজারের সেরা মানের সোনা। সৌদি আরব এর প্রতিটি শহরের জুয়ালারি দোকানে নির্ধারিত দামে সোনা বিক্রি করা হয়। বর্তমানে সৌদি আরবের ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ২৫১ রিয়াল। ১ ভরি স্বর্ণের মূল্য ২৯০০ রিয়াল। আগের বাজার অনুযায়ী এর বিক্রয় মূল্য ছিলো ২৭২০ রিয়াল।  সৌদি আরবের ২৪ ক্যারেট সোনার দাম বাংলাদেশি মুদ্রায় ৮৬ হাজার টাকা। যা বাংলাদেশের দাম থেকে ১৪ হাজার টাকা কম। অর্থাৎ সৌদি আরবে সোনার রেট বনাগ্লাদেশের থেকে অনেক কম।

১ ভরি সোনার দাম কত টাকা

সোনার ক্যারেট অনুযায়ী এর দাম কম বেশি হয়। এছাড়া এক দেশের সোনার রেট এর সাথে অন্য দেশের সোনার রেট এর মিল নেই। আজকে সৌদি আরবে ২২ ক্যারেট এর এক ভরি স্বর্ণের মূল্য ২৫৯০ রিয়াল। এদিকে ২৪ ক্যারেট এর প্রতি ভরি সোনার দাম ২৯০০ রিয়াল। বাংলাদেশের থেকে সৌদি আরবে সোনার দাম অনেক কম।

বর্তমানে বাংলাদেশের ২২ ক্যারেট এর এক ভরি সোনার মূল্য ১ লাখ টাকা প্রায়। এর ২৪ ক্যারেট এর সোনা বিক্রি করা হয় ১ লাখ ২০ হাজার টাকা। ১৮ ক্যারেট এর সোনার বিক্রয় মূল্য বাংলাদেশের ৮৩ হাজার টাকা। ৯৬ হাজার টাকা ভরি ২১ ক্যারেট এর স্বর্ণ বিক্রি করা হয়।

১ কেজি সোনার দাম কত

সোনা যদিও আনা, রতি ও ভরিতে বিক্রি করা হয়। তবে সোনার ভার কেজিতে ওজন করা হয়। সৌদি আরবের ২২ ক্যারেট এর ১ গ্রাম স্বর্ণের মূল্য ২৩২ রিয়াল। যার এক কেজির দাম ২৩২০০০ রিয়াল। ২৪ ক্যারেট এর এক কেজির স্বর্ণের মূল্য ২৫১০০০ রিয়াল। বাংলাদেশ বাজারে যার দাম ৬৮০২৭৫৭.২৬ টাকা এবং ৭৩৫৯৮৭৯.৬২ টাকা।

সৌদি আরবের সোনার রেট

এক এক দেশের সোনার রেট এক এক রকম। সৌদি আরবে আজকে সোনার রেট সংগ্রহ করেছি এবং একটি তালিকা আকারে আপনাদের সাথে শেয়ার করেছি। নিচের এই ছক থেকে সৌদি আরবের আজকের সোনার রেট ও দাম সম্পর্কে জানতে পারবেন।

পরিমাণ২২ ক্যারেট২৪ ক্যারেট
১ গ্রাম২৩২ রিয়াল ২৫২ রিয়াল
২ গ্রাম৪৬২ রিয়াল৫০২ রিয়াল
৩ গ্রাম৯২৮ রিয়াল১০০৪ রিয়াল
৪ গ্রাম১৮৫৬ রিয়াল২০০৮ রিয়াল
৫ গ্রাম২৩২০ রিয়াল২৫১০ রিয়াল

শেষ কথা

প্রতিনিয়ত স্বর্ণের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিশ্ব বাজারে সোনার রেট বেড়েছে। এই পোস্টে দেওয়া সোনার দাম গুলো সৌদি আরবের জন্য নির্ধারিত। এই মূল্য অন্য কোনো দেশে সোনা ক্রয় করতে পারবেন না। যেকোনো দোকান থেকে সোনা কিনার পূর্বে সৌদি আরবে এক ভরি সোনার দাম কত তা জেনে নিবেন।

আরও দেখুনঃ

সৌদি আরবে আজকের সোনার দাম কত ২০২৪

আজকের সোনার দাম কত ২০২৪। সোনা কত টাকা ভরি