বর্তমানে বাংলাদেশে মরিচের দাম কমেছে। এখন ১ পোয়া কাচা মরিচ পাওয়া যাচ্ছে ৩০ টাকায়, কয়েক মাস আগে যার দাম ছিলো প্রায় ২৫০ টাকা। সেই তুলনায় এইমাসে মরিচ এর বাজার অনেক কমেছে। এই পোস্টে আজকের কাঁচা মরিচের দাম কত তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতি কেজি কাচা মরিচ কত টাকায় বিক্রি করা হয় ও গোল মরিচের দাম কত টাকা কেজি ইত্যাদি নিচের অংশ থেকে জেনেনিন।
আজকের কাঁচা মরিচের দাম
বাংলাদেশের সকল জেলায় কাচা মরিচ এর দাম কমেছে। খুব কম দামে যেকোনো দোকান থেকে এই মরিচ কিনতে পারবেন। আজকের কাঁচা মরিচের দাম ১০০ থেকে ১২০ টাকা কেজি। তবে পাইকারি দামে ১০০ টাকায় প্রতি কেজি কাচা মরিচ বিক্রি করা হয়। ৫০০ গ্রাম কাচা মরিচ এর আজকের মূল্য ৬০ টাকা। ১ পোয়া বা ২৫০ গ্রামের মূল্য ৩০ টাকা। দেশি মরিচ এর মূল্য কিছুটা বেশি হয়ে থাকে। তবে দেশি কাচা মরিচ সব সময় পাওয়া যায় না। এই মরিচের মূল্য ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। বাজারে বিদেশী মরিচের চাহিদাই বেশি হয়ে থাকে।
১ কেজি কাচা মরিচের দাম কত
কিছু দিন থেকে কাচা মরিচের দাম কমেছে। আগে ১ কেজি কাচা মরিচ বিক্রি করা হতো ৮০০ থেকে ১২০০ টাকা। এখন এর থেকে দাম বেড়ে হয়েছে ৮০০ থেকে ১১০০ টাকা। বর্তমানে ১ কেজি কাচা মরিচের দাম ১২০ টাকা পর্যন্ত। তবে বাংলাদেশে এক এক অঞ্চলে এক এক দামে কাচা মরিচ বিক্রি করা হচ্ছে। শহরে এর দাম ১৪০ টাকা কেজি।
১ মন কাচা মরিচের দাম কত
পাইকরই দামে ১ মন কাচা মরিচ বিক্রি করা হয়। এই দামে মোকাম থেকে কাচা মরিচ ক্রয় করতে হবে। এখন ১ মন কাচা মরিচের মূল্য ৪০০০ টাকা। ২০ কেজি কাচা মরিচ এর মূল্য ২০০০ টাকা। পাইকারি মূল্য বা মোকামে ৩৮০০ থেকে ৩৯০০ টাকায় ১ মন কাচা মরিচ বিক্রি করা হয়।
কাচা মরিচের বাজার দর ২০২৪
২০২৩ সালের শুরু দিকে কাচা মরিচের দাম অনেক বেশি ছিলো। এরপর এই মরিচ এর মূল্য ১২০০ টাকা পর্যন্ত হয়েছিলো। কিছুদিন আগে এর দাম কমে ৬০০ টাকা কেজি হয়। বর্তমানে কাচা মরিচ এর বাজার এর থেকেই কম। এখন ১২০ টাকায় ১ কেজি কাচা মরিচ পাওয়া যাচ্ছে। যা পাইকারি মূল্য ১০০ টাকায় কেনা যাবে।
গোল মরিচের দাম
এটিও এক ধরনের কাচা মরিচ। বাজারে এর দাম অনেক। এটি সাধারণ মরিচ এর থেকে অনেক বেশি ঝাল হয়ে থাকে। তবে খুব কম মানুষ গোল মরিচ ব্যবহার করে। গোল মরিচ দুই ধরনের সাদা ও কালো। এর দাম অনেক কম বেশি। ১ কেজি কালো গোল মরিচ এর মূল্য ৭০০ টাকা। হাফ কেজির মূল্য ৩৫০ টাকা। ১ কেজি সাদা গোল মরিচ এর মূল্য ১০০০ টাকা। যার ৫০০ গ্রামের মূল্য ৫০০ টাকা। এছাড়া বাজারে প্যাকেট জাত গোল মরিচের ঘুরা পাওয়া যায়।
শুকনো মরিচের দাম
বাজারে শুকনো মরিচের দাম দাম বেড়েই চলেছে। কাচা মরিচ এর মূল্য কমলেও কমছে না শুকনো মরিচের মূল্য। এর প্রতি কেজির দাম ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। ভালো মানের শুকনো মরিচ বিক্রি করা হয় ৫০০ টাকার উপরে। যার কারণে শুকনো মরিচের ঘুড়ার দামও অনেক। ৫০০ গ্রাম শুকনা মরিচ বিক্রি করা হচ্ছে ৩৫০ টাকা।
শেষ কথা
বাজারে এক এক সময় এক এক দামে কাচা মরিচ বিক্রি করা হয়। তবে এর দাম যেকোনো সময় পরিবর্তিত হবে। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে আজকের কাঁচা মরিচের দাম< শুকনা মরিচ দাম, গোল মরিচ এর দাম জানতে পেরেছেন। এই রকম বাজার দর সম্পর্কে আপডেট তথ্য পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ
কাঁচা মরিচের দাম 2023। ১ কেজি মরিচের দাম কত টাকা?