অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিমানের টিকিট চেক করা যায়। বিমানের টিকিট বুকিং দেওয়া হলে, উক্ত টিকিটের ফ্লাইটের সময় ও স্ট্যাটাসও চেক করা যাবে। এজন্য বাংলাদেশ বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ব্যয়ভার করবেন। ওয়েবসাইটে প্রবেশের পর মডিফাই ট্রিপ অপশন এ ক্লিক করবেন। পিএনআর নাম্বার ও আপনার নামের অংশ দিয়ে সার্চ করে টিকিট সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন। প্রথমে কিভাবে বিমানের টিকেট চেক করা যায় এই বিষয়ে জানতে হবে।
কিভাবে বিমানের টিকেট চেক করা যায়
অনলাইনে ওয়েবসাইট বা মোবাইল এপ্স ব্যবহার করে বিমানের টিকিট চেক করতে পারবেন। শুধু অভ্যন্তরীণ বিমান নয়, আন্তর্জাতিক বিমানের ফ্লাইটও চেক করা যাবে। যাদের স্মার্ট ফোন আছে তারা গুগলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে সার্চ করবেন। সার্চ করলে https://www.biman-airlines.com/ এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর সেখানে অনেক গুলো অপশন পাওয়া যাবে। মনে রাখবেন টিকিট চেক করার জন্য Modify Trip অপশনে ক্লিক করতে হবে। কিভাবে বিমানের টিকেট চেক করা যায় ধাপে ধাপে দেখানো হয়েছে।
১। Biman Bangladesh Airlines Ltd লিখে সার্চ করুন অথবা https://www.biman-airlines.com/ এই ঠিকানায় ভিজিট করুন।
২। এখন Modify Trip সিলেক্ট করুন।
৩। ৬ সংখ্যার PNR Code লিখুন।
৪। এখন Last Name or SURNAME লিখুন।
৫। সার্চ অপশনে ক্লিক করুন।
সার্চ বাটনে ক্লিক করার পর ঐ টিকিটের সকল তথ্য দেখা যাবে। যদি কোনো ভুল তথ্য দিয়ে সার্চ করুন, তাহলে টিকিট টি অনলাইনে পাওয়া যাবে না। এছাড়া টিকিট টি অরজিনাল না হলে তাদের সার্ভারে পাওয়া যাবে না।
কিভাবে বিমানের টিকেট Web Check-In চেক করা যায়
ওয়েব চেক ইন খুব গুরুত্বপূর্ণ। এটি বিমানের ফ্লাইটের উঠার পূর্বে বিমান বন্দরে চেক করা হয়। বর্তমানে এই সুবিধাটি যেকোনো মাউনশ নিজে থেকে উপভোগ করতে পারছে। তাদের নতুন আপডেটে ওয়েবসাইটে ওয়েব চেক ইন নামে একটি অপশন যুক্ত করেছে। যার মাধ্যমে পিএনআর ও টিকিট নাম্বারের সাহায্য যেকোনো ব্যাক্তি টিকিটের ওয়েব চেক করতে পারবে। তবে ওয়েব চেক করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া থাকে। ডোমেস্টিক ফ্লাইটের ৩ ঘণ্টা আগে এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের ৪ ঘণ্টা আগে ওয়েব চেক-ইন বন্ধ হয়ে যাবে। তাই সঠিক সময়েই ওয়েব চেক ইন শেষ করবেন।
- https://www.biman-airlines.com/ এই ওয়েব ঠিকানায় ভিজিট করুন।
- এখন Web Check-In অপশনে ক্লিক করুন।
- নিচের দিকে PNR ও Ticket Number এর অপশন পাওয়া যাবে। যেকোনো একটি সিলেক্ট করবেন।
- PNR Number সিলেক্ট করলে ৬ অক্ষরের পিএনআর নাম্বার এবং Last Name/SURNAME লিখুন।
- Ticket Number সিলেক্ট করলে ১৩ ডিজিটের টিকিট নাম্বার ও Last Name/SURNAME লিখুন।
- এখন সার্চ বাটনে ক্লিক করুন।
কিভাবে বিমানের Flight Status চেক করা যায়
বিমানের ফ্লাইট স্ট্যাটাস চেক করার মাধ্যমে ঐ টিকিটের ফ্লাইটের ধরন জানতে পারবেন। ফ্লাইট কখন শুরু হবে তা টিকিটেই দেওয়া থাকে। কিন্তু অনেক সময় সমস্যার কারণে ফ্লাইটের সময় পিছিয়ে যায়। ঐ মুহূর্তে Flight Status চেক করার মাধ্যমে ফ্লাইটের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। ভ্রমণের পূর্বে ফ্লাইটের স্ট্যাটাস যাচাই করে নিবেন।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইটে ভিজিট করুন।
- Flight Status এখানে ক্লিক করুন।
- Route ও Flight Number এই দুইভাবে ফ্লাইটের স্ট্যাটাস চেক করা যাবে। যেকোনো একটি সিলেক্ট করুন।
- Route দিয়ে চেক করলে কোথা থেকে ভ্রমণ শুরু হবে এবং কোথায় শেষ হবে তা লিখুন। ফ্লাইটের তারিখ লিখুন।
- Flight Number করতে Flight Number ও ফ্লাইটের তারিখ লিখুন।
কিভাবে বিমানের Flight Schedule চেক করা যায়
Flight Schedule চেক করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটেও যেতে হবে। সেখান থেকে Flight Schedule করা যাবে। যদি বিমানের ফ্লাইটের ধরন বা দাম না জেনে শুধু ফ্লাইটের সময় সূচি জানতে চান, তাহলে https://www.biman-airlines.com/#flight-schedule থেকে চেক করতে হবে। এছাড়া হাতে থাকা টিকিটের ফ্লাইটের সময় সূচিও এখান থেকে জানা যাবে। কিভাবে বিমানের Flight Schedule চেক করা যায় শিখে নিন।
- https://www.biman-airlines.com/#flight-schedule এই ঠিকানায় ভিজিট করুন।
- এখন Flying Form লিখুন।
- এরপর Flying To লিখুন।
- যে দিনের ফ্লাইটের সময় চেক করতে চাচ্ছেন বা আপনার ফ্লাইটের তারিখ লিখুন।
- সার্চ অপশনে ক্লিক করুন।
- এই ধাপ গুলো ফলো করে বিমানের ফ্লাইটের শিডিউল চেক করা যাবে।
বিমানের টিকিট চেক করলে কি কি তথ্য পাওয়া যাবে
টিকিট চেক করলে আপনার ব্যাক্তিগত তথ্য সহ ফ্লাইটের সকল তথ্য পাওয়া যাবে। ফ্লাইটের তিক্তের জন্য কোথায় কত টাকা ট্যাক্স নেওয়া হয়েছে তা এখানে উল্লেখ করা থাকবে। এরপর আপনার আসন নাম্বার ও আসন কোথায় তা জানতে পারবেন। ফ্লাইট টি কোন ক্লাসের এটিও পাওয়া যাবে। ফ্লাইটে কয়জন ভ্রমণ করতে পারবেন তা এখানে দেখা যাবে। মোট কথা বিমানের টিকিটের সকল তথ্য এই সার্ভারে সংগ্রহ করা থাকে। সঠিক পিএনআর নাম্বার দিয়ে সার্চ করলে তথ্য গুলো পাওয়া যায়।
শেষ কথা
একটি ওয়েবসাইট থেকেই সকল ধরনের তথ্য জানা যাচ্ছে। শুধু ওয়েবসাইটের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে হবে এবং ওয়েবসাইটের কোন অপশনের কোন কাজ তা বুঝতে হবে। যারা নতুন তারা অবশ্যই কিভাবে বিমানের টিকেট চেক করা যায় আগে জেনে নিবেন। এরপর একাহ্নে দেখানো পদ্ধতি গুলো ফলো করবেন।
আরও দেখুনঃ
অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম পাসপোর্ট নাম্বার দিয়ে