সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল। আর বাংলাদেশের মুদ্রার নাম টাকা। এক দেশের টাকা অন্য দেশে সরাসরি ব্যবহার করা যাবে না। এজন্য ব্যাংক বা মানি এক্সচেঞ্জ থেকে টাকার রেট অনুযায়ী রিয়াল টু টাকা এবং টাকা টু রিয়ালে কনভার্ট করা যাবে। টাকা এক্সচেঞ্জ এর জন্য বিশ্ববাজারের রেট নির্ধারন করা আছে। এই রেট অনুযায়ী টাকা এক্সচেঞ্জ করতে হবে। আজকে সৌদি ১ টাকা বাংলাদেশে ২৯.২৭ টাকা। আজকের টাকার রেট কত সৌদি আরব জেনে নেওয়া যাক। কেননা প্রতিদিন টাকার রেট পরিবর্তন হয়।
আজকের টাকার রেট কত সৌদি আরব
বিশ্বব্যাংক সকল দেশের টাকার রেট নির্ধারন করে দিয়েছে। সৌদি আরবের এক টাকা বাংলাদেশে এক্সচেঞ্জ করা হলে প্রায় ২৮ টাকা পাবে। তবে বিভিন্ন ব্যাংকে এই টাকার রেট ২২ থেকে ২৩ টাকা দেওয়া হবে। প্রতিদিন টাকার মান পরিবর্তন হয়। আজকে ১ রিয়ালের রেট ২৭ টাকা হলে, আগামীকাল ২৬ টাকাও হতে পারে। আগের তুলনায় রিয়ালের রেট কিছুটা বেড়েছে। আজকে সৌদি আরবের ১ রিয়াল বাংলাদেশে টাকায় কনভার্ট করা হলে ২৯ টাকা ২৭ পয়সা পাওয়া যাবে। মুদ্রার মান পরইবর্তন হওয়ায় আজকের টাকার রেট কত সৌদি আরব তা প্রতিদিন চেক করে লেনদেন করবেন।
সৌদি আরবের ১ টাকা বাংলাদেশে কত টাকা
আজকের দিনের জন্য বিশ্বব্যাংক সৌদি ও বাংলাদেশি মুদ্রার রেট নির্ধারন করে। এই মুহুর্তে সৌদি আরবের ১ টাকা বাংলাদেশে 29.27 টাকা রেটে পাওয়া যাচ্ছে। এই রেট টি আজকের দিনের জন্য। আবারো এই টাকার মান পরিবর্তন করা হবে। টাকার রেট 29.27 টাকা হলেও বিভিন্ন ব্যাংকে এর থেকে কম রেট দেওয়া হবে। তাই টাকা উত্তোলনের পূর্বে প্রতিদিনের টাকার রেট জেনে নিবেন।
সৌদি আরবের ১ রিয়াল বাংলাদেশে কত টাকা
বাংলাদেশে ১ টাকা ও সৌদি ১ টাকার মধ্যে পার্থক্য আছে। কিন্তু টাকা এক্সচেঞ্জ করা হলে ন্যায্য মূল্য পাওয়া যাবে। বিশ্ববাজারে সকল দেশের টাকার মান নির্ধাওন করা থাকে। সময়ের সাথে টাকার রেট কম বেশি হয়। তাই টাকা এক্সচেঞ্জ করার পূর্বে প্রতিদিনের রেট জানা উচিৎ। আজকে সৌদি আরবের ১ রিয়াল বাংলাদেশে 29.27 টাকার সমান। ২ রিয়ালের মূল্য 58.53। এভাবে প্রতি রিয়ালের সাথে 29.27 টাকা গুন দিলে সৌদি আরবের এক টাকা বাংলাদেশে কত টাকা তা জানা যাবে।
আজকের ১০ টাকার রেট কত সৌদি আরব
বাংলাদেশের ১ টাকা সৌদি আরবের 0.034 রিয়াল। এদিকে সৌদি আরবের ১ টাকা বাংলাদেশে প্রায় ২৯ টাকা। আজকে বাংলাদেশের ১০ টাকার রেট সৌদি আরবে 0.34 রিয়াল। বাংলাদেশি ২৯ টাকা ২৭ পয়সায় সৌদি আরবের ১ টাকা হবে। আর সৌদি আরবের ১০ টাকা বাংলাদেশে ২৯২.৭ টাকা হবে। সময়ের সাথে এই রেট পরিবর্তন হবে। তবে সৌদি আরবের ১ টাকা বাংলাদেশে ২৭ টাকার নিচে হবে না।
সৌদি আরবের ২০ রিয়াল বাংলাদেশে কত টাকা
প্রতিদিন রিয়ালের মান পরিবর্তন হয়। যার কারণে সঠিক রেট বলা সম্ভব নয়। আজকে ১ টাকা সমান বাংলাদেশে ২৮ টাকা হলে, আগামী কাল ২৯ টাকাও হতে পারে। তাই ধারনা হিসেবে টাকার রেট জেনে নিবেন। সৌদি আরবের ২০ রিয়াল বাংলাদেশে 585.32 টাকা। স্থান অনুযায়ী এই রেট কম বেশি হবে। খোলা বাজারে টাকার মান আরও কম।
সৌদি আরবের ৫০ রিয়াল বাংলাদেশে কত টাকা
সৌদি আরবের ৫০ টাকা সমান বাংলাদেশে 1463.29। সব সময় এই টাকার রেট পরিবর্তন হয়। বিভিন্ন স্থানে ৫০ রিয়ালের রেট ভিন্ন রকমের হবে। রিয়াল এক্সচেঞ্জ এর পূর্বে বিভিন্ন ব্যাংক থেকে যাচাই করে নিবেন। খোলা বাজারের এই রেটের থেকে কম দাম দেওয়া হবে। ব্যাংক ও খোলা বাজারে এক রিয়ালের দাম ২২ থেকে ২৪ টাকার মধ্যে দেওয়া হয়।
শেষ কথা
প্রতিদিন ভিন্ন রেটে রিয়াল কেনা বেচা হবে। তাই আজকের রেট এর সাথে অন্য কোনো দিনের রেট এ রিয়াল ও টাকা এক্সচেঞ্জ করা নাও যেতে পারে। সব সময় ব্যাংক ও খোলাবাজারে রিয়ালের রেট কম দেওয়া হয়। তাই বিভিন্ন স্থান থেকে রেট যাচাই করে নিবেন। এখানে দেওয়া রেট গুলো শুধুমাত্র ধারনা হিসেবে নিতে হবে। আশা করছি আজকের টাকার রেট কত সৌদি আরব এই বিষয়ে জেনেনিয়েছেন।
আরও দেখুনঃ