দুবাই আরব আমিরাতের একটি প্রদেশের নাম। এই প্রদেশে দেশি ও প্রবাসী মুসলমান বাস করে। ১১ই মার্চ দুবাইয়ে প্রথম রমজান শুরু হয়েছে। সঠিক সময়ে ইফতারের মাধ্যমে আমাদের রোজাকে সম্পুর্ন করতে হবে। আরব আমিরাতের সকল প্রদেশ ও শহরের জন্য ইফতারের সময় সূচি নির্ধারন করে দিয়েছে। দুবাইয়েও একটি নির্দিষ্ট সময়ে ইফতার করতে হবে। আজকে দুবাইয়ের ইফতারের সময় কখব বা কয়টার সময় ইফতার শুরু হবে তা জেনে ইফতার শুরু করবেন।
আজকে দুবাইয়ের ইফতারের সময়
প্রতি বছরে একবার মাহে রমজানের আগমন ঘটে। ১০ই মার্চ রমজানের চাঁদ উঠেছে। ১১ই মার্চ থেকে প্রথম রোজা শুরু হয়েছে। তার মানে আজকে দুবাইয়ে প্রথম ইফতার শুরু হবে। ইফতার করার জন্য নিজ প্রদেশের টাইম জানতে হবে। কেননা দুবাইয়ের এক শহরের সাথে অন্য কোনো শহরের সময় সূচিতে মিল নেই। যার কারণে আরব আমিরতের ইসলামিক ফাউন্ডেশন ২০২৪ সালের সেহরি ও ইফতারের সময় সূচি নির্ধারন করে দিয়েছে। আজকে দুবাইয়ের ইফতারের সময় 6:27 PM। ১১ই মার্চ, ২০২৪ ৬ টা বেজে ২৭ মিনিটে আজকে ইফতার শুরু হবে। তাই কেউ এই সময়ের আগে ইফতার করবেন না। এই টাইম শুধু দুবাই ও এর বিভন্ন শহরের জন্য প্রযোজ্য হবে।
আজকে দুবাইয়ে কখন ইফতার করতে হবে
সেহরির মাধ্যমে রোজা শুরু করতে হয় এবং ইফতারের মাধ্যমে রোজা শেষ করতে হয়। আর যদি ইফতারের সময় হওয়ার আগেই, ইফতার করে ফেলি তাহলে আমাদের রোজা কভুল হবে না। কেননা সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হবে। এই সমস্যার সমাধানের জন্য দুবাইয়ের ইসলামিক সংস্থা সময় গণনার মাধ্যমে প্রতিদিনের ইফতারের নির্ভুল সময় বের করেছে। এই সময়ের পূর্বে ইফতার থেকে বিরত থাকতে হবে। আজকে দুবাইয়ে সন্ধ্যা ৬ টা ২৭ মিনিটে ইফতার করতে হবে। আজকে দুবাইয়ের ইফতারের সময় সূচি 6:27 PM মিনিট।
দুবাই ইফতারের সময় সূচি
শুধু আজকের নয়, আরব আমিরাত ইসলামিক সংস্থাটি প্রতিদিনের ইফতারের সময় বের করেছে। এই সময় গুলো একত্রে করে একটি ক্যালেন্ডার তৈরি করেছে। সেখানে কবে কয়টার সময় ইফতার করতে হবে তা ভবিস্তারিত দেওয়া আছে। যে দিন রোজা রাখবেন, সেই তারিখেত সাথে ইফতারের সময় সূচি মিলিয়ে নিবেন। প্রতিদিনের দুবাইয়ের ইফতারের সময় সূচি জানতে নিচে দেওয়া ক্যালেন্ডার টি সংগ্রহ করতে হবে।
দিন | ইফতার | দিন | |
---|---|---|---|
1 | 6:27 PM | 11 মার্চ 2024 | |
2 | 6:28 PM | 12 মার্চ 2024 | |
3 | 6:28 PM | 13 মার্চ 2024 | |
4 | 6:28 PM | 14 মার্চ 2024 | |
5 | 6:29 PM | 15 মার্চ 2024 | |
6 | 6:29 PM | 16 মার্চ 2024 | |
7 | 6:30 PM | 17 মার্চ 2024 | |
8 | 6:30 PM | 18 মার্চ 2024 | |
9 | 6:31 PM | 19 মার্চ 2024 | |
10 | 6:31 PM | 20 মার্চ 2024 | |
6:32 PM | 21 মার্চ 2024 | ||
12 | 6:32 PM | 22 মার্চ 2024 | |
13 | 6:33 PM | 23 মার্চ 2024 | |
14 | 6:33 PM | 24 মার্চ 2024 | |
15 | 6:33 PM | 25 মার্চ 2024 | |
16 | 6:34 PM | 26 মার্চ 2024 | |
17 | 6:34 PM | 27 মার্চ 2024 | |
18 | 6:35 PM | 28 মার্চ 2024 | |
19 | 6:35 PM | 29 মার্চ 2024 | |
20 | 6:36 PM | 30 মার্চ 2024 | |
21 | 6:36 PM | 31 মার্চ 2024 | |
22 | 6:37 PM | 01 এপ্রিল 2024 | |
23 | 6:37 PM | 02 এপ্রিল 2024 | |
24 | 6:37 PM | 03 এপ্রিল 2024 | |
25 | 6:38 PM | 04 এপ্রিল 2024 | |
26 | 6:38 PM | 05 এপ্রিল 2024 | |
27 | 6:39 PM | 06 এপ্রিল 2024 | |
28 | 6:39 PM | 07 এপ্রিল 2024 | |
29 | 6:40 PM | 08 এপ্রিল 2024 | |
30 | 6:40 PM | 09 এপ্রিল 2024 |
শেষ কথা
সেহরি করার পূর্বে উপরোক্ত সময় সূচি দেখেনিবেন। এখানে প্রতিদিনের ইফতারের সঠিক ও নির্ভুল টাইম দেওয়া আছে। সময় সূচিটি শুধুমাত্র দুবাইয়ের জন্য নির্ধারিত। তাই অন্য কোনো দেশ বা শহর থেকে এটি ব্যবহার করা যাবে না। আশা করছি আজকে দুবাইয়ের ইফতারের সময় ও আজকের ইফতারের সময় জানতে পেরেছেন।
আরও দেখুনঃ