মুসলমানদের সবচেয়ে বড় দুটি উৎসব হচ্ছে পবিত্র ঈদ। রমাজান মাস ও হজের পর এই দুই সময়ে ঈদ শুরু হবে। ৩০ রমজান বা রমজান মাস শেষ হলেই, পরের দিন রোজার ঈদ শুরু হবে। এদিকে জুন মাসের শেষের দিকে জিলহজ মাসের হজের পর কোরবানির ঈদ হয়। বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্য ও সৌদি আরব এর সময়ের সাথে ব্যবধান আছে। যার কারণে বাংলাদেশ ঈদের চাঁদ একটু পড়ে দেখা যায়। জাতীয় ইসলামিক সংস্থা চাঁদ গণনা করতেছে। বাংলাদেশে ঈদ কবে হবে এই বিষয়ে একটি ধারনা প্রকাশ করেছে।
বাংলাদেশে ঈদ কবে
বছরে মোট ২ টি ঈদ হয়। রোজার ঈদ বা ঈদুল ফিতর। একে অনেকে ছোট ঈদ বলে। ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এই ঈদকে বড় ঈদ নামেও ঢাকা হয়। দুই ঈদের জন্য আলাদা আলাদা ইবাদত রয়েছে। রমজানের ঈদে রোজা রাখতে হয়। আর ঈদুল আযহার ঈদে সামর্থ অনুযায়ী কোরবানি দিতে হয়। এই সময়ে আবার হজ শুরু হয়। ২০২৪ সালে এপ্রিল মাসে রমজানের ঈদ বা ঈদুল ফিতর শুরু হবে। আর জুন মাসের শেষের দিকে কোরবানির ঈদ শুরু হবে। সঠিক তারিখে প্রকাশ না করলেও ধারনা স্বরূপ তারিখ জানা গেছে। বাংলাদেশে ১১ই এপ্রিল রোজার ঈদ হবে।
বাংলাদেশে রোজার ঈদ কবে ২০২৪
প্রথমে রোজার ঈদ শুরু হয়। ২০২৪ সালে মার্চ মাসের ১২ তারিখ থেকে রমজান মাস শুরু হয়েছিলো। সেই অনুযায়ী ২৯ বা ৩০ দিনের রোজা হবে। এই বছর বাংলাদেশে ৩০ টি রোজা পালিত হবে। ১০ই এপ্রিল ঈদের চাঁদ দেখা যাবে। বাংলাদেশে রোজার ঈদ ১১ই এপ্রিল পালিত হবে। অন্যান্য দেশে ১০ই এপ্রিল পালন করা হতে পারে।
বাংলাদেশে কোরবানির ঈদ কবে ২০২৪
কোরবানির ঈদ কে বড় ঈদ বলা হয়। যার ইসলামিক অনুযায়ী ঈদুল ফিতর নাম দেওয়া হয়েছে। জিলহজ মাসের হজের সময়ে কোরবানির ঈদ হয়। এদিকে এই ঈদে মুসলিম ব্যাক্তি হজ করতে যায় এবং সেখানে কোরবানি দেয়। এই বছর জুন মাসে কোরবানির ঈদ হবে। তবে এখনো অফিসিয়াল ভাবে কোনো তারিখ প্রকাশ করা হয়নি। ধারনা অনুযায়ী বলা হয়েছে জুন মাসের ১৬ তারিখে বাংলাদেশে কোরবানির ঈদ হবে। অফিসিয়াল ভাবে তারিখ প্রকাশিত হলে এখানে আপডেট জানানো হবে।
শেষ কথা
রোজার ঈদ প্রায় কাছা কাছি চলে এসেছে। এদিকে কোরবানির ঈদের জন্য এখনো অনেক সময় আছে। ২৫ রমজানের পর চূড়ান্ত ভাবে ঈদ কবে হবে তা জানার সম্ভাবনা রয়েছে। ইসলামিক সংস্থা গুলো চাঁদ গণনা করতেছে। কিছু দিন পড়ে ঈদের তারিখ ও দিন সম্পর্কে প্রকাশ করবে। আরও আপডেট জানতে আমার সাথেই থাকুন। অফিসিয়াল ঘোষণা হলে এখানে শেয়ার করা হবে।
আরও দেখুনঃ