ভিসা করতে কত টাকা লাগে ২০২৪

এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসা বানাতে হবে। আর প্রতিটি দেশের ভিসার দাম, ভিসা খরচ ও আবেদন খরচ ভিন্ন রকমের। আপনি কোন দেশের নাগরিক, কোন দেশের ভিসা বানাবেন ও কোন ধরনের ভিসা বানাতে চাচ্ছেন এই সকল কিছুর উপর ভিসার দাম নির্ভর করে। তাই নির্ধারিত ভাবে বলা সম্ভন নয় ভিসা করতে কত টাকা লাগে। তবে বিভিন্ন খরচ সহ আনুমানিক ধারনা পেয়ে যাবেন।

বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিন্ন রকমের খরচ হয়। যেমন ইউরোপের কোণ দেশে যেতে ভিসা করতে ১২ থেকে ২০ লাখ টাকা লাগে। একই কাজের জন্য এশিয়ার বিভিন্ন দেশে যেতে ৬ থেকে ৭ লাখ টাকা ভিসা লাগে। এই রকম কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ কিছু উন্নতমানের দেশে যেতে ১২ থেকে ১৩ লাখ টাকা লাগে ভিসার জন্য। কোন দেশ যেতে কত টাকা ভিসা লাগবে ও সকল খরচ জানতে এই পোস্ট দেখুন।

ভিসা করতে কত টাকা লাগে

একটি ভিসা করার জন্য অনেক ধরনের খরচ আছে। বিভিন্ন ধাপে ধাপে খরচ গুলো পরিশোধ করতে হবে। যেমন প্রথমে পাসপোর্ট বানানো, ভিসার আবেদন, ভিসা প্রসেসিং ও ভিসা সম্পূর্ণ হওয়ার খরচ। এই সকল খরচ ব্যাতিত ভিসার দাম নেওয়া হবে। একটি পাপ্সরত বানালে সকল দেশের ভিসার জন্য আবেদন করা যাবে। পাসপোর্ট এর জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হবে। দেশ অনুযায়ী ভিসার আবেদন খরচ ৫০ হাজার থেকে ১ লাখ টাকা। ভিসার ধরন অনুযায়ী ভিসা প্রসেসিং খরচ ৩০ হাজার থেকে ১ লাখ টাকা। সকল খরচ মিলিয়ে ভিসার দাম সহ ভিসা করতে ৮ লাখ থেকে ২০ লাখ টাকা লাগে।

  • সৌদি আরবের ভিসা করতে ৫ থেকে ৬ লাখ টাকা লাগে।
  • দুবাই ভিসা করতে ৬ আলখ টাকা লাগে।
  • কানাডা ভিসা করতে ৮ থেকে ১৫ লাখ টাকা লাগে।
  • মালয়েশিয়া ভিসা করতে ৬ লাখ টাকা লাগে।
  • সিঙ্গাপুর ভিসা করতে ৫ থেকে ৭ লাখ টাকা লাগে।

ভিসা করতে কত টাকা লাগে ২০২৪

২০২৪ সালে বিভিন্ন দেশের ভিসার খরচ বেড়েছে। এছাড়া এজেন্সি অনুযায়ী ভিসার দাম কম বেশি হবে। কেননা প্রতিটি এজেজন্সি ভিন্ন ভিন্ন খরচে ভিসার চার্জ নেয়। ভ্রমণ, কাজ, পড়াশুনা ও চিকিৎসার জন্য ভিসা করা যাবে। এছাড়া বিজনেস বা ঐ দেশে বসবাসের জন্যও ভিসা বানাতে পারবেন। দেশ অনুযায়ী ভিসার দাম কম বেশি হবে। তার কারণ প্রতিটি দেশেই কাজের মান, বেতন ও ভিসার মান আলাদা। সৌদি আরবে কাজ করে যে টাকা বেতন পাবেন, একই কাজ ইউরোপের দেশে করলে তার থেকে বেশি টাকা বেতন পাওয়া যাবে। ভিসার ধরনের উপর ভিত্তি করে ভিসা করতে কত টাকা লাগবে তা নিচে দেওয়া আছে।

  • ভ্রমণের জন্য টুরিস্ট বা ভিজিট ভিসা করতে ৫ থেকে ১০ লাখ টাকা লাগবে।
  • পড়াশুনার জন্য স্টুডেন্ট ভিসা করতে ৩ থেকে ৬ লাখ টাকা লাগবে।
  • কাজের জন্য ভিসা বানাতে ৬ লাখ থেকে ২০ লাখ টাকা লাগবে।
  • চিকিৎসার জন্য ভিসা করতে ৪ লাখ থেকে ৮ লাখ টাকা লাগে।
  • বিজনেস এর জন্য ভিসা বানাতে ৭ থেকে ৮ লাখ টাকা লাগবে।

দেশ ও এজেন্সির উপর নির্ভর করে ভিসার দাম ও খরচ কম বেশি হবে। তাই এখানে দেওয়া খরচের সাথে নাও মিলতে পারে। সাধারণ এই ভিসা গুলো করতে মোট ৩ লাখ থেকে ২০ লাখ টাকা লাগবে।

ইউরোপের ভিসা করতে কত টাকা লাগে

জার্মানি, ফ্রান্স, ইতালি,স্পেন ও আর অনেক গুলো উন্নত দেশ ইউরোপে অবস্থিত। ইউরোপের যেকোনো দেশের ভিসার দাম অনেক বেশি। কাজ, শিক্ষা, চিকিৎসা সহ পড়াশুনার জন্য এই দেশ গুলোতে আসা যাবে। কাজের জন্য ইউরোপেরত ভিসার দাম ১০ লাখ থেকে ২০ লাখ টাকা। পড়াশুনার জন্য ভিসা করতে ৫ থেকে ৬ লাখ টাকা লাগবে। ভ্রমণের জন্য ইউরোপের ভিসা করতে ৬ থেকে ৭ লাখ টাকা লাগে। আপনি কোন ধরনের ভিসা বানাবেন তার উপর খরচ নির্ভর করে।

আমেরিকার ভিসা করতে কত টাকা লাগে

আমেরিকা আলাদা একটি মহাদেশ ও দেশ। এখানে কানাডার মতো উন্নত দেশ রয়েছে। এখানেই আস্তেও ইউরোপের মতো ভিসা খরচ হবে। এই মহাদেশ বা দেশের কাজের ভিসা করতে ৮ লাখ থেকে ২০ লাখ টাকা লাগে। স্টুডেন্ট ভিসার জন্য ৫ থেকে ৭ লাখ টাকা লাগে। মেডিকেল ভিসা করতে ৮ লাখ টাকা খরচ হবে। এছাড়া ভিসার ধরন ও এজেন্সিদের উপর খরচ নির্ভর করে। তাই ভিসা বানানোর পূর্বে বিভিন্ন এজেন্সিদের সাথে যোগাযোগ করবেন।

শেষ কথা

দেশ, ভিসার ধরন ও এজেন্সিদের উপর নিররভর করে একটি ভিসা করতে কত টাকা লাগে। তাই নির্ধারিত ভাবে কোনো দাম বা খরচ বলা সম্ভব নয়। চাইলে ৫ থেকে ৭ লাখের মধ্যেও ভিসা বানানো যাবে। আবার একটি ভিসা বানাতে ১৫ থেকে ২০ লাখ তাকা লাগতে পারে। এটা নির্ভর করে কোন দেশে ভিসা বানাবেঙ এবং কোন ক্যাটাগরির ভিসা বানাবেন। আশা করছি ভিসা করতে কত টাকা লাগে তা জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

কানাডা এম্বাসি ফি কত টাকা ২০২৪

অস্ট্রেলিয়া কাজের ভিসা ২০২৪