মুসিলম বিশ্বের মধ্যে সবচেয়ে মূল্যবান ধর্মীয় উৎসব হচ্ছে পবিত্র ঈদ। যা বছরে মাত্র ২ বার পাওয়া যায়। একটি ঈদুল ফিতর ও আরেকটি ঈদুল আযহা। রমাজন মাসের পর ঈদুল ফিতর বা ছোট ঈদের আয়জন করা হয়। আর আরও ২ থেকে ৩ মাস পর কোরবানির ঈদ বা বড় ঈদ অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে সৌদি আরবে ঈদ কবে হবে তা চাঁদ দেখার উপর নির্ভর করে বলা হয়েছে। সম্বাভ্য তারিখ টি জানতে পারবেন এই পোস্ট থেকে।
সৌদি আরবে ঈদ কবে
প্রতি এক বছরে দুই বার সারা বিশ্বে ঈদ পালন করা হয়। যে দেশে ঈদের চাঁদ আগে উঠে সে দেশে ঈদ আগে পালন করা হয়। এমন অনেক দেশে আছে যেখানে সৌদি আরবের আগে ঈদ পালন করা হয়। আবার সৌদি আরবের পর বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ঈদ শুররু হয়। ঈদ কবে হবে, চাঁদ কবে দেখা যাবে তা গবেষণা করার জন্য ঐ দেশে ইসলামিক গবেষণা সংস্থা আছে। যাদের প্রধান কাজ ধর্মীয় উৎসব সম্পর্কে গবেষণা করে সঠিক তারিখ বের করা। তারা ২০২৪ সালের সৌদি আরবের ঈদের সময় বের করেছে। তারা জানিয়েছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঈদ হওয়ার সম্ভাবনা পাওয়া গেছে।
সৌদি আরবে ঈদ কবে ২০২৪
ইসলামিক বিশ্ব চাঁদ দেখার উপর নির্ভরশীল। তারা যেকোনো অনুষ্ঠান ও ধর্মীয় উৎসব চাঁদ দেখার উপর নির্ভর করে পালন করে। ঈদের চাঁদ না দেখা পর্যন্ত ঈদের তারিখ ঘোষণা করা হয় না। তবে ইসলামিক সংস্থা টি অনেক আগে থেকে এই বিষয়ে পর্যালচনা করে। বিশ্বের মুসলিম রাষ্ট্রে ঈদ শেষ হতে ৩ থেকে ৪ দিন সময় লাগে। কারণ প্রতি দেশের ঈদের চাঁদ দেখতে কিছুটা সময় কম বেশি হয়।
সৌদি আরবে ২০২৪ সালে ঈদ কবে হবে এই বিষয়ে তারা একটি তারিখ প্রকাশ করেছে। সেই তারিখের মধ্যে বা এক-দুই দিন আগে পরে ঈদ হবে বলে জানিয়েছে। তাদের ইসলামিক সংস্থার মতে সৌদি আরবে ২০২৪ সনের ঈদ এপ্রিল মাসের ১০ তারিখে হবে। এই বছর ৩০ টি রোজা হওয়ায় ৯ই এপ্রিল ঈদের চাঁদ দেখা যাবে।
সৌদি আরবে ঈদ কত তারিখ
সামনে আসতে চলছে রমজানের ঈদ। রমাজন মাসে রোজা পালনের মাধ্যমে ঈদুল ফিতরের ঈদ উদযাপন করা হয়। যা প্রতি মুসলিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি চাঁদ নিয়ে গবেষণা করতেছে। তারা এই পর্যন্ত ২০২৪ সালের ঈদ সম্পর্কে একটি আবাস দিয়েছে। সেই অনুযায়ী সৌদি আরবের এপ্রিল মাসের ১০ তারিখে রোজার ঈদ পালন করা হবে।
সৌদি আরবে কোরবানির ঈদ কবে
সাধারণত রমজানের ঈদের ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে কোরবানির ঈদ হয়। তাই ধারনা করা যাচ্ছে জুলাইয় মাসে কোরবানির ঈদ শুরু হবে। জুলাইয়ের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে কোরবানির ঈদ হওয়ার সম্বাভবা আছে। বাকিটা ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করতে হবে। ঈদ কবে হবে তা একমাত্র চাঁদ দেখার উপর নির্ভর করতে হবে।
শেষ কথা
রমজানের ঈদের সম্ভাব্য তারিখ জানা গেলেও, কোরবানির ঈদের তারিখ টি এখনো জানা যায়নি। ২০২৪ সালে রোজার ঈদ শেষ হলে কোরবানির ঈদের সঠিক সময় ও তারিখ টি জানা যাবে। ২০২৪ সালে সৌদি আরবে ঈদ কবে হবে তার তারিখ টি জানতে পেরেছেন। ইসলামিক বিভিন্ন উৎসবের সঠিক তারিখ ও দিন সম্পর্কে জানতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ