মার্চের ১২ তারিখ থেকে বাংলাদেশে রোজা শুরু হয়েছিলো। রোজা সাধারণত ২৯ বা ৩০ টি হয়। এটা নির্ভর করে চাঁদ উঠার উপর। যদি ২৯ রোজার সময় আকাশে চাঁদ দেখা যায়, তাহলে রোজা ২৯ টি হবে। রোজার ঈদ ২০২৪ কত তারিখে এটা সম্পূর্ণ ভাবে চাঁদ উঠার উপর নির্ভর করতেছে। তবে ২৯ রোজা হলে ২০২৪ সালে এপ্রিল মাসের ১০ তারিখ বাংলাদেশে রোজার ঈদ হবে। আর সৌদি আরব সহ মধেপ্রাচের দেশে ১০ই এপ্রিল ঈদ হবে।
রোজার ঈদ ২০২৪ কত তারিখে
চাঁদ উঠার ব্যবধানে এক এক দেশে এক বা দুই দিনের ব্যবধানে ঈদ শুরু হয়। সাধারণ সৌদি আরব ও মধেপ্রাচের দেশে বাংলাদেশ থেকে ১ দিন আগেই রোজা শুরু হয়। আর ঈদও এক দিন আগেই পালিত হয়। সৌদি আরবে ১১ই এপ্রিল ৩০ রোজা শুরু হয়েছে। বাংলাদেশ সহ অন্যান্য দেশে এই বছর ৩০ টি রোজা হবে। গত ৮ই এপ্রিল আকাশে ঈদের চাঁদ দেখা যায়নি। বিভন্ন দেশের ইসলামিক সংস্থা ৯ই এপ্রিল চাঁদ পর্যবেক্ষণ করবে। অস্ট্রেলিয়া, সৌদি আরব ও মধেপ্রাচের দেশে ৯ই এপ্রিল ঈদের চাঁদ উঠবে। ঐ দেশ গুলোতে এপ্রিল মাসের ১০ তারিখ রোজার ঈদ পালন করা হবে। বাংলাদেশের আকাশে ১০ই এপ্রিল ঈদের চাঁদ দেখা যাবে। সেই অনুযায়ী ১১ই এপ্রিল বাংলাদেশে ঈদ শুরু হবে। পাকিস্তানে ১০ তারিখে ঈদ পালন করা হবে।
রোজার ঈদ ২০২৪ এর সময় প্রকাশ
সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিদ্যাবিষয়ক সংস্থা আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি ইসলামিক উৎসবের জন্য চাঁদ পর্যালচেনা করে। এছাড়া প্রতিটি দেশেই নিজস্ব চাঁদ দেখা কমিটি বা ইসলামিক ফাউন্ডেশন থাকে। যারা সময়ের সাথে আকাশে চাঁদ গণনা করে। আর চাঁদ গণনার মাধ্যমে রোজা, ঈদ ও ধর্মীয় উৎসব গুলোর তারিখ নির্ধারন করে। ৮ই এপ্রিল সৌদি আরব সহ মধ্যপ্রাচে ও আরব আমিরাতে চাঁদ দেখা শুরু করেছে। ৮ তারিখে কোনো চাঁদ দেখা যায়নি। ৯ই এপ্রিল কিছু দেশে ঈদের চাঁদ উঠবে। আরব আমিরাত, সৌদি আরব ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ১০ই এপ্রিল রোজার ঈদ প্রকাশ করেছে। এই সময়ে ঈদ পালন করা হবে। বাংলাদেশে এপ্রিলের ১১ তারিখে ঈদ শুরু হবে।
শেষ কথা
চাঁদ উঠতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। বাংলাদেশে কবে ঈদ হবে তা চাঁদ দেখার উপর নির্ভর করবে। এখন পর্যন্ত জানা গেছে মধেপ্রাচে ৯ই এপ্রিল চাদ দেখা যাবে। ভারতে ৯ই এপ্রিল চাঁদ উঠেছে। বাংলাদেশে ১০ই এপ্রিল চাঁদ উঠতে পারে। তাহলে বাংলাদেশে ১১ই এপ্রিল ঈদ পালন করা হবে। সৌদিতে ১০ এপ্রিল ঈদ হবে।
আরও দেখুনঃ