রমজানের চাঁদ দেখার দোয়া ও নিয়ত

সৌদি আরবে গত ১০ই মার্চ, ২০২৪ রোজ রবিবারে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ ১১ই মার্চ তাদের প্রথম রোজা শুরু হয়েছে। বাংলাদেশে ১১ই মার্চ চাঁদ দেখা যাবে। ১২ই মার্চ থেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে প্রথম রোজা শুরু হবে। রমজানের চাঁদ উঠলে আল্লাহ তায়ালার কাছে দোয়া পড়তে হয়। কেননা এটি খোশ রহমতের মাস। এই মাসে আমাদের কে রহমত বর্শন করেন। রমজানের চাঁদ দেখার দোয়া ও নিয়ত পড়ে নিন। اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ

রমজানের চাঁদ দেখার দোয়া

রমজান মাসকে ইসলাম ধর্মে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা এটি রহমতের মাস। এই মাসে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঁঃ) দোয়া পড়তেন। এই দোয়ার মাধ্যমে শান্তি, সুখ ও রহমত এর পার্থনা করতেন। আমাদের কে আমাদের প্রিয় নবীর দেখানো পথে চলতে হবে। তাকে অনসরন করে জীবন-যাপন করতে হবে। ইসলাম ধর্মে রমজান মাসের চাঁদ দেখা গেলে দোয়া পড়ার নিয়ম রয়েছে। হাদিসে পাওয়া গেছে -হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা.) বলেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ, এই দোয়াটি নতুন চাঁদ দেখলে রাসুলুল্লাহ (সা.) পড়তেন। রমজানের চাঁদ দেখার আলাদা বা নির্দিষ্ট কোনো দোয়া নেই। তবে এই দোয়াতই চাঁদ দেখা গেলে পড়তে হবে। শুধু রমজান মাস নয়, যেকোনো মাসের নতুন চাঁদ দেখলে উক্ত দোয়া পড়বেন।

রমজানের নতুন চাঁদ দেখার দোয়া

আমাদের প্রিয় নবী (সাঁঃ) যেকোনো মাসে নতুন চাঁদ দেখলেই আরবিতে দোয়া পড়তেন। তাদের সাবাহিগন ও অনুসারীরাও দোয়া গুলো পড়েছেন। আমাদের পূর্ব মুসলিমগণ এবং বর্তমান মুসলিমগণ রমজানের নতুন চাঁদ উঠলে দোয়া পড়ে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-য়ুমনি ওয়াল ঈমানি, ওয়াসসালামাতি ওয়াল ইসলামি- রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের জন্য এই চাঁদকে সৌভাগ্য ও ইমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন।আল্লাহই আমার ও তোমার রব। (জামে তিরমিজি, হাদিস : ৩৪৫১) এই দোয়াতই ঈদের চাঁদ উঠলেও পড়া যাবে।

এছাড়া রমজানের চাঁদ দেখার পর আরেক টি সুরা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লিমনি লিরমাদান, ওয়া সাল্লিম রামাদানা লি, ওয়া তাসলিমাহু মিন্নি মুতাক্বাব্বিলা। (তাবারানি)

অর্থ: হে আল্লাহ! আমাকে শান্তিময় রমজান দান করুন। রমজানকে আমার জন্য শান্তিময় করুন। রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন।

এই দোয়াটি রমজানের নতুন চাঁদ দেখা গেলে পড়া যাবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, ইফতার করো বা ঈদ করো।’ যে সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা যায়, সে রাত হলো ‘চাঁদরাত’। আরবি চান্দ্র বছরের নবম মাস রমজান এবং দশম মাস শাওয়াল।

শেষ কথা

রমজান মাসের চাঁদ দেখার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। যেকোনো নুন চাঁদ উঠলে এই দোয়াটি পড়া যাবে। রমজানের চাঁদ দেখার জন্য ২ টি দোয়া রয়েছে। যেকোনো একটি পরলেই হবে। আরবি না জেনে থাকলেও, সহিহ ও শুদ্ধ ভাবে বাংলা উচ্চারণে চাঁদ দেখার দোয়া পড়া যাবে। আশা করছি রমজানের চাঁদ দেখার দোয়া জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে

রমজান নিয়ে ফেসবুক স্ট্যাটাস 2024

রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস, বার্তা, এসএসএম ও মেসেজ