পেনাং মালয়েশিয়ার একটি শহরের না। মালয়েশিয়ার এই শহরে বাংলাদেশি মুসলিম ববসবাস করে। মালয়েশিয়ার এক শহরের সাথে অন্য শহরের সময়ের মধ্যে মিল নেই। যার কারণে পেনাং এর জন্য আলাদা একটি সময় সূচি তৈরি করা হয়েছে। রমজান মাসের এই ক্যালেন্ডার ব্যবহার করে সেহরি ও ইফতারের সঠিক সময় সূচি জানা যাবে। সঠিক সময়ে সেহরি-ইফতার করতে পেনাং রমজানের সময় সূচি টি সংগ্রহ করে নিবেন।
এখানে দেওয়া রমজান মাসের ক্যালেন্ডার শুধু মাত্র পেনাং শহরের জন্য নির্ধারন করে হয়েছে। মালয়েশিয়ার ইসলামিক সংস্থা তাদের দেশের প্রতিটি শহরের জন্য আলাদা আলাদা রমাজনের ক্যালেন্ডার তৈরি করেছে। সময় সূচি গুলো তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখানে শুধু পেনাং শহরের সেহরি ও ইফতারের ২০২৪ সালের সময় সূচি দেওয়া আছে।
পেনাং রমজানের সময় সূচি
এই শহরে স্থানীয় মুসলমান বসবাস করার পাশাপাশি বিদেশি মুসলিমও বাস করে। তারা রমজান মাসে এখান থেকে রোজা রাখে। আর রোজা রাখতে হলে সেহরি-ইফতারের সঠিক সময় সূচি জানতে হবে। বাংলাদেশি মুসলিমদের কে পেনাং শহরের রমজানের ক্যালেন্ডার ব্যবহার করতে হবে। কেননা পেনাং ও বাংলাদেশি সময়ের মধ্যে অনেক ব্যবধান আছে। পেনাং ইসলামিক ফাউন্ডেশন ২০২৪ সালের পেনাং রমজানের সময় পত্র প্রকাশ করেছে। এই সূচি পত্র টি রোজার সময় ব্যবহার করতে হবে।
দিন | সেহরি | ইফতার | তারিখ |
---|---|---|---|
1 | 06:16 AM | 7:31 PM | 12 মার্চ 2024 |
2 | 06:16 AM | 7:31 PM | 13 মার্চ 2024 |
3 | 06:15 AM | 7:31 PM | 14 মার্চ 2024 |
4 | 06:15 AM | 7:31 PM | 15 মার্চ 2024 |
5 | 06:15 AM | 7:31 PM | 16 মার্চ 2024 |
6 | 06:14 AM | 7:31 PM | 17 মার্চ 2024 |
7 | 06:14 AM | 7:31 PM | 18 মার্চ 2024 |
8 | 06:13 AM | 7:31 PM | 19 মার্চ 2024 |
9 | 06:13 AM | 7:30 PM | 20 মার্চ 2024 |
10 | 06:12 AM | 7:30 PM | 21 মার্চ 2024 |
11 | 06:12 AM | 7:30 PM | 22 মার্চ 2024 |
12 | 06:11 AM | 7:30 PM | 23 মার্চ 2024 |
13 | 06:11 AM | 7:30 PM | 24 মার্চ 2024 |
14 | 06:11 AM | 7:30 PM | 25 মার্চ 2024 |
15 | 06:10 AM | 7:29 PM | 26 মার্চ 2024 |
16 | 06:10 AM | 7:29 PM | 27 মার্চ 2024 |
17 | 06:09 AM | 7:29 PM | 28 মার্চ 2024 |
18 | 06:09 AM | 7:29 PM | 29 মার্চ 2024 |
19 | 06:08 AM | 7:29 PM | 30 মার্চ 2024 |
20 | 06:08 AM | 7:29 PM | 31 মার্চ 2024 |
21 | 06:07 AM | 7:29 PM | 01 এপ্রিল 2024 |
22 | 06:07 AM | 7:28 PM | 02 এপ্রিল 2024 |
23 | 06:06 AM | 7:28 PM | 03 এপ্রিল 2024 |
24 | 06:06 AM | 7:28 PM | 04 এপ্রিল 2024 |
25 | 06:05 AM | 7:28 PM | 05 এপ্রিল 2024 |
26 | 06:05 AM | 7:28 PM | 06 এপ্রিল 2024 |
27 | 06:04 AM | 7:28 PM | 07 এপ্রিল 2024 |
28 | 06:04 AM | 7:28 PM | 08 এপ্রিল 2024 |
29 | 06:03 AM | 7:28 PM | 09 এপ্রিল 2024 |
30 | 06:03 AM | 7:27 PM | 10 এপ্রিল 2024 |
পেনাং রমজানের সময় সূচি ২০২৪
প্রতি বছর রমাজন মাসে রমজানের ক্যালেন্ডার প্রকাশ করা হয়। কেননা এক বছরের রমজানের সাথে অন্য বছরের সময়ে মিল নেই। যার কারণে চাঁদ গণনার মাধ্যমে রোজার তারিখ প্রকাশ করে। এরপর সেহরি ও ইফতারের টাইম নির্ধারন করে। ২০২৪ সালের রোজার মাসের জন্য নতুন একটি সময় সূচি তৈরি করা হয়েছে। পেনাং রমজানের সময় সূচি ২০২৪ ব্যবহার করে সেহরি ও ইফতার করতে হবে।
পেনাং সেহরির সময় সূচি
সঠিক ভাবে রোজা রাখতে সঠিক সময়ে সেহরি করতে হবে। আর সঠিক সময় গুলো রমাজনের ক্যালেন্ডার থেকে পাওয়া যাবে। তবে দেশ, শহর বা প্রদেশ অনুযায়ী রমাজনের সময় সূচি ব্যবহার করতে হবে। এখানে দেওয়া রমজান মাসের ক্যালেন্ডারে পেনাগ্নগ এর সেহরির শেষ সময় দেওয়া আছে। এখান থেকে প্রতি দিনের সেহরির শেষ সময় সম্পর্কে জানতে পারবেন।
পেনাং ইফতারের সময় সূচি
প্রতিদিন ইফতারের সময় সূচি বৃদ্ধি পায়। যার কারণে আজকে যে জ্যাময় ইফতার করবেন, আগামীকাল এরপরে ইফতার করতে হবে। আর কবে কয়টা সময়ে ইফতার করতে হবে এই সময় গুলো পেনাং এর ইফতারের সময় সূচিতে দেওয়া আছে। প্রতিদিনের ইফতারের সঠিক ও নিরররভুল সময় জানতে সময় সূচি টি সংগ্রহ করুন।
শেষ কথা
এই পোস্টে দেওয়া সময় সূচিটি মালয়েশিয়া ইসলামিক সংস্থা থেকে সংগ্রহীত। ২০২৪ সালের জন্য রমাযান মাসের এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। যারা পেনাং থেকে রোজা রাখবেন, শুধু তারাই এই সময় সূচি ব্যবহার করতে পারবেন। অন্য শহর বা অন্য কোনো দেশ থেকে পেনাং রমজানের সময় সূচি ব্যবহার করবেন না।
আরও দেখুনঃ