অনলাইন জন্ম নিবন্ধন যাচাই পদ্ধতি ২০২৪

প্রতিটি জাতীর জন্য জন্ম নিবধন অধিক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার এই ডকুমেন্ট কে এতটাই প্রাধান্য দিয়েছে যে, সকল বয়সীদের জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য ঘোষণা দিয়েছে। যাদের পুরাতন জন্ম নিবন্ধন ছিলো, সেগুলো অনলাইন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইন জন্ম সনদ প্রয়োজন হবে। আপনার নিবন্ধন টি অনলাইন কিনা তা অবশ্যই যাচাই করে নিবেন। অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার জন্য বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট আছে।

সেখানে জন্ম সনদ আবেদন, সংশোধন ও যাচাই করা যাবে। https://bdris.co/ এই ওয়েবসাইট থেকে জন্ম সনদ অনলাইনে আছে কি না? তা যাচাই করতে সাহা করবে। কিভাবে এটি ব্যবহার করে চেক করতে হয় তার সকল নিয়ম এখানে শেখানো হয়েছে। অনলাইনে পুরাতন জন্ম নিবন্ধন টি যাচাই পদ্ধতি জেনেনিন।

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

বর্তমান সময়ে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্রের বিকল্প হিসেবে কাজ করে। তাই বিশেষ কাজের জন্য এনআইডি কার্ড না থাকলেও, জন্ম নিবন্ধ দিয়ে সেই কাজ করা যাবে। কিন্তু আপনার হাতে থাকা জন্ম সনদ টি যদি অনলাইনে না থাকে, তাহলে এর কোনো মূল্য নেই। এজন্য অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করে সকল ধরনের কাজ করতে হবে। প্রথমে https://bdris.co/ এই অয়বসাইত টি ভিজিট করবেন। এরপর নিচে দেওয়া নির্দেশনা গুলো ফলো করে জেনে যাচাই করতে নিবেন।

১। গুগলে bdris.gov.bd লিখে সার্চ করুন। অথবা https://everify.bdris.gov.bd/ এই ঠিকানায় ক্লিক করুন। অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

২। এখন ১৭ ডিজিটের জন্ম নিবন্ধনের নাম্বার দিন। ১৩ ডিজিট থাকলে সাথে জন্মসাল সংযুক করে দিবেন।অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

৩। আপনার জন্ম তারিখ লিখুন। পুরাতন জন্ম নিবন্ধনে যেভাবে দেওয়া আছে। Date of Birth (YYYY-MM-dd)
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

৪। এখন একটি ক্যপচা দেওয়া থাকবে, এটি পূরণ করে সার্চ দিন।

৫। যদি সার্চ দেওয়া জন্ম সনদের নাম্বার ও সাল ঠিক থাকে এবং জন্ম নিবন্ধনটি অনলাইন করা থাকে তাহলে, সম্পূর্ণ জন্ম সনদ দেখানো হবে। আর যদি অনলাইনে না থাকে, তাহলে সার্চ দেওয়ার পর কোনো তথ্য দেখানো হবে না।

৬। অনেক সময় পুরাতন জন্ম নিবন্ধন অনলাইনে থাকলেও, কিছু তথ্য ভুল থাকে। তখন ঐ জন্ম নিবন্ধনটি জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে।

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার পর তথ্য ভুল থাকলে করনীয়

প্রায় সময়েই এই ঘটনা টি ঘটতে দেখা যায়। অনেক জন্ম নিবন্ধন আছে, যেগুলো অনলাইনে থাকলেও কিছু তথ্য ভুল থেকে যায়। যেমন পিতার নাম, মাতার নাম, নিজের নাম বা কোন ঠিকানা। এই তথ্য গুলোর যেকোনো একটি বা জন্ম নিবন্ধনের সামান্য কোনো তথ্য ভুল থাকলেও এটি পুনরায় সংশোধন করতে হবে। জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। বিভিন্ন দোকান থেকে আবেদন করতে ৩০ থেকে ৫০ টাকা নেওয়া হবে। ইউনিয়ন পরিশোধ থেকে বিনা মূল্য আবেদন করতে পারবেন। এবং আপনি নিজেও আবেদন করতে পারবেন।

নিজে বা দোকান থেকে আবেদন করলে, আবেদন পত্র টি প্রিন্ট করে ইউনিয়ন অফিসে নিয়ে যাবেন। এরপর সেখানে তারা এটি সাবমিট করে উপজেলা বা পৌরসভায় পাঠিয়ে দিবে। সেখান থেকে আপনাকে আবেদন পত্র টি সেখান থেকে এপ্রুভ করিয়ে আনবেন। এরপর অরজিনাল কপি ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হবে। ডুপ্লিকেট কই যেকোনো কম্পিউটার দোকান থেকে সংগ্রহ করা যাবে।

জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদনের ঠিকানাঃ https://bdris.gov.bd/br/correction

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে যা যা লাগবে

খুব সহজে ছোট একটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে জন্ম নিবন্ধ যাচাই করা যাবে। জন্ম তথ্য অনলাইনে আছে কি না? তা যাচাইয়ের জন্য সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে। কোনো একটি সংখ্যা বা নাম্বার ভুল দেওয়া থাকলে, ইরর দেখাবে। মনে রাখবেন, ২০০৫ সালের পর থেকে জন্ম নিবন্ধন তৈরি করা হলে অনলাইনে থাকার সম্ভাবনা ৮০%। আর রতি অনলাইনে না থাকলে কোনো তথ্য দেখানো হবে না।

১। পুরাতন জন্ম সনদ। এই জন্ম সনদ থেকে ১৭ ডিজিটের নাম্বার টি প্রয়োজন হবে।
২। পুরাতন জন্ম সনদের জন্ম তারিখ ও সাল।

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

শেষ কথা

বিনা মূল্য অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করা যাবে। তবে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন বা সংশোধনের জন্য ১৫০ থেকে ২০০ টাকা লাগবে। এই পোস্টে অনলাইনে জন্ম তথ্য যাচাইয়ের সহজ নিয়ম টি শেয়ার করেছি। এখানে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনিও জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন।

আরও দেখুনঃ

জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের অবস্থা দেখার পদ্ধতি ২০২৪