জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের অবস্থা দেখার পদ্ধতি ২০২৪

বর্তমান সময়ে ছোট থেকে বড় সবার প্রয়োজনীয় ডকুমেন্ট হচ্ছে জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট। এই সনদ দ্বারা এনআইডি কার্ডের বিকল্প কাজ করা যায়। প্রথমে এটি হাতে লেখা ছিলো, যার কারণে অনলাইন করতে গিয়ে নানা ধরনের সমস্যার পড়তে হচ্ছে। জন্ম নিবন্ধন অনলাইন করার পূর্বে আমাদের কে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করে নিতে হয়। যাচাইয়ের সময় অনেকের জন্ম তথ্য ভুল থাকে। এগুলো সংশোধন করার জন্য ইউপি বা উপজেলা পরিষদে আবেদন করতে হয়।

জন্ম নিবন্ধন সংশোধন এক দিন লাগে। তবুও কিছু কিছু ইউপি পরিষদে ৩ থেকে ৭ দিনের সময় নেয়। এ সময় জন্ম নিবন্ধনের সংশোধনের আবেদন অবস্থা টি দেখা প্রয়জবন পড়ে। অনলাইনে একটি ওয়েবসাইটে জন্ম সনদ নাম্বার ও জন্মসাল দিয়ে সার্চ করার মাধ্যমে সংশোধন অবস্থা দেখা যায়। সেই বিষয় টি এই পোস্টে শেয়ার করেছি।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের অবস্থা

অনলাইনের মাধ্যমে ম্পোবাইলেই https://bdris.gov.bd/br/correction ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা দেখা যাবে। যদি জন্ম সনদের সংশোধনের আবেদন আপ্রুভ করে তাহলে একটি টিক মার্ক দেওয়া থাকবে। আর না হলে পেন্ডিং বা নট আপ্রুভ লেখা থাকবে। তো এটি কিভাবে দেখতে হয় তার পদ্ধতি জেনে নেই।

১। গুগল থেকে https://bdris.gov.bd/br/application/status ওয়েবসাইট ভিজিট করুন।
২। আবেদন পত্রের ধরনঃ জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এটি সিলেক্ট করুন।
৩। আপ্লিকিশন আইডি লিখুন। জন্ম তথ্য সংশোধনের আবেদন পত্রের উপরের অংশে একটি আইডি কোড দেওয়া আছে। সেটি ব্যবহার করতে হবে।
৪। জন্ম নিবন্ধনের জন্ম তারিখ লিখুন।
৫। এখন দেখুন বাটনে ক্লিক করুন।
৬। ক্লিক করার পর আবেদন পত্রের স্ট্যাটাস দেখতে পারবেন।

জন্ম নিবন্ধন স্ট্যাটাস চেক করবো কিভাবে?

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে, প্রথমে ভিজিট করুন জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটের, https://bdris.gov.bd/br/application/status -এই লিংকে। তারপর আপনার আবেদনের ধরন নির্বাচন করে, অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে ‘দেখুন’ বাটনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধনের আবেদন পত্রের অবস্থা জানতে পারবেন।

২০২৩ সালের সর্বশেষ আপডেটের পর থেকে, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় কর্তৃক পরিচালিত জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই করার সুবিধা স্থগিত করা হয়েছে। বর্তমানে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ/ পৌরসভা কার্যালয়/ কাউন্সিলর অফিসের কর্মকর্তাগণ তাদের প্রাতিষ্ঠানিক ইউনিক ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে, সার্ভারে লগইন করে আবেদনের অবস্থা যাচাই করতে পারবে। তবে দাপ্তরিক নির্দেশনা অনুযায়ী যেকোনো সময় এই পরিষেবাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হতে পারে।

জন্ম নিবন্ধন আবেদন পত্রের অবস্থা জানতে কি কি প্রয়োজন

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন কিংবা জন্ম সনদ সংশোধনের আবেদনের অবস্থা জানতে ২ টি তথ্য প্রয়োজন হয়।  অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের সংশোধনের আবেদন করার পর একটি আবেদন নাম্বার দেখানো হয়। এই নাম্বারটি অ্যাপ্লিকেশন আইডি হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া আবেদন কপি প্রিন্ট করলে birth certificate application ID দেখা যাবে। আর নতুন জন্ম নিবন্ধনের আবেদন/ সংশোধনের আবেদন করলে মোবাইল নাম্বারে সফলভাবে এপ্লিকেশন সাবমিট হওয়ার মেসেজ পাঠানো হয়।  সেখান থেকেও আবেদন আইডিটি নাম্বার পাওয়া যাবে।

১। অ্যাপ্লিকেশন আইডি (Application ID)
২। জন্ম নিবন্ধন এর সঠিক জন্ম তারিখ।

জন্ম নিবন্ধন সংশোধন হতে কত দিন সময় লাগে

এটা নির্ভর করে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিসদের কর্মকর্তাদের উপরে। চাইলে এক দিন বা এক ঘণ্টার মধ্যে জন্ম নিবন্ধন সংশোধন করে দিতে পারবে। তবে আবেদন প্রতিদিন করা হলেও, সপ্তাহের বুধবারে জন্ম নিবন্ধন সংশোধনের কাজ করা হয়। তাই ৩ থেকে  ৭ দিন সময় লাগতে পারে।

শেষ কথা

বর্তমানে নিজে নিজে জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের অবস্থা দেখার পদ্ধতি বন্ধ করা হয়েছে। এখন আবেদন পত্রের অবস্থা জানতে হলে ইউনিয়ন পরিষদে অফিস কর্তিপক্ষ থেকে জানতে হবে। ২০২৩ সালের আগ পর্যন্ত নিজে নিজে আবেদন পত্রের স্ট্যাটাস চেক করা গেছে। আবার এটি উন্মুক্ত না করা পর্যন্ত ইউপি বা উপজেলা পরিষদে গিয়ে জানতে হবে।

আরও দেখুনঃ

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই পদ্ধতি ২০২৪