লিথুনিয়া ইউরোপের একটি দেশ। বাংলাদেশ থেকে ইউরোপের যেকোনো দেশে যেতে লাখ লাখ টাকা খরচ হয়। এই দেশ টি ভ্রমণ ও কাজের জন্য অনেক জনপ্রিয়। বেশ কয়েক ধরনের ভিসার মাধ্যমে লিথুনিয়া আসা যাবে। ভিসার ধরন ও আবেদনের প্রক্রিয়ার উপর নির্ভর করে লিথুনিয়া আসার জন্য কত টাকা লাগবে। লিথুনিয়া যেতে কত টাকা লাগে, ভিসার দাম কত ও বিমান ভাড়া সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
লিথুনিয়া যেতে কত টাকা লাগে
এই দেশে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা ও কাজের ভিসা রয়েছে। চিকিৎসার জন্য মেডিকেল ভিসা। বেশিরভাগ প্রবাসী কাজের উদ্দেশ্য লিথুনিয়া আসে। তাই তাদের বিভিন্ন ওয়ার্ক পারমিট বা জব ভিসায় আবেদন করতে হয়। পর্যটকদের জন্য টুরিস্ট বা ভিজিট ভিসা প্রয়োজন হয়। কম খরচে বিভজিত ভিসা পাওয়া যাবে। স্টুডেন্ট ভিসার দামও কম আছে। তবে এই দেশের যেকোনো কাজের ভিসা পেতে ১০ লাখ টাকার উপরে লাগবে। শ্রমিক বা লেভারের মতো কাজের জন্য ৮ থেকে ১০ লাখ টাকা লাগে। সরকারি ভাবে লিথুনিয়া আসতে ৫ থেকে ৬ লাখ টাকা লাগে। সাধারণ লিথুনিয়া যেতে ১০ থেকে ১৫ লাখ টাকা লাগে।
টুরিস্ট ভিসায় লিথুনিয়া যেতে কত টাকা লাগে
লিথুনিয়ায় অনেক ধরনের ভ্রমনিয় স্থান রয়েছে। তাই বিভিন্ন দেশের পর্যটকরা অবসর সময় কাটাতে লিথুনিয়া বেড়াতে আসে। বাংলাদেশ থেকে লিথুনিয়া ভিসা ফ্রি করা হয়নি। যার কারণে এই দেশে আসার পূর্বে ভিসা ও পাসপোর্ট প্রয়োজন হবে। টুরিস্ট ভিসায় লিথুনিয়া যেতে ৫ থেকে ৭ লাখ টাকা লাগে। ভিসার মেয়াদ ও সদস্য সংখ্যার উপর এই খরচ নির্ভর করে। এছাড়া ভিসা এজেন্সিদের উপরেও নির্ভর করে ভিজিট ভিসায় লিথুনিয়া আসতে কত টাকা লাগবে।
কাজের জন্য লিথুনিয়া যেতে কত টাকা লাগে
লিথুনিয়া বিভিন্ন ধরনের কাজ পাওয়া যাবে। এর মধ্যে কিছু কাজ রয়েছে, যার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এই ধরনের উচ্চমানের কাজের ভিসার দাম ১২ থেকে ১৮ লাখ টাকা। আর সাধারণ মানের কোম্পানির কাজের জন্য ভিসার মূল্য ১০ থেকে ১৫ লাখ টাকা। এই দেশে ক্লিনারের কাজ, হোটেলের কাজ এই সকল কাজের জন্য ভিসা পেতে ৮ থেকে ১০ লাখ টাকা। কাজের জন্য লিথুনিয়া যেতে ৮ থেকে ১২ লাখ এবং ১২ থেকে ১৮ লাখ টাকা লাগে।
লিথুনিয়া যেতে বিমান ভাড়া কত টাকা লাগে
বর্তমানে সকল দেশের টিকিটের দাম বেশি। এছাড়া প্রতিদিন বিমানের টিকিটের দাম কম বেশি হয়। বাংলাদেশ থেকে লিথুনিয়া যেতে ৫৫ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা বিমান ভাড়া লাগে। বিমানের ধরনের উপর যাত্রী ভাড়া নির্ভর করে। উন্নতমানের ফ্লাইটে করে লিথুনিয়া যেতে ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টাকা লাগবে।
লিথুনিয়া যেতে পাসপোর্ট করতে কত টাকা লাগে
যেকোনো দেশে যাওয়ার জন্য ভিসা বানাতে হয়। আর ভিসা বানাতে পাসপোর্ট এর প্রয়োজন হবে। একটি পাসপোর্ট এর মাধ্যমেই যেকোনো দেশের ভিসার জন্য আবেদন করা যাবে। বর্তমানে একটি ভিসা বানাতে ১২ থেকে ১৫ হাজার টাকা লাগে। আগে ৮ হাজার টাকার মধ্যেই ভিসা পাওয়া যেতো। লিথুনিয়া যেতে পাসপোর্ট করতে ৮ থেকে ১৫ হাজার টাকা লাগে।
শেষ কথা
লিথুনিয়া যাওয়ার জন্য ভিসা বানাতে হবে। ভিসা আবেদনের উপরেও এর দাম নির্ভর করে। তাই ভিসা আবেদনের পূর্বে বিভিন্ন এজেন্সিদের সাথে যোগাযোগ করবেন। এখন বাংলাদেশ থেকে লিথুনিয়া যেতে ৮ থেকে ১৫ লাখ টাকা লাগবে। লিথুনিয়া যেতে কত টাকা লাগে আশা করছি বিস্তারিত জানতে পেরেছেন।
আরও দেখুনঃ