কুয়েতে অনেক ধরনের কাজ থাকলেও এখানে ক্লিনারের কাজের চাহিদা ব্যাপক। কেননা সবাই সহজ কাজ খুঁজে। যার মধ্যে ক্লিনারের কাজ অনেক সহজ ও এর বেতন অনেক ভালো। প্রতি বছর কুয়েত থেকে অন্যান্য দেশে ক্লিনিং কাজের জন্য লোকের নিয়োগ দেয়। বাংলাদেশ এই নিয়োগ দেওয়া হয়। আজকে কুয়েতে ক্লিনারের বেতন কত টাকা, ক্লিনার ভিসা পেতে কি কি লাগে তা জানতে পারবেন। এছাড়া ক্লিনার ভিসার দাম ২০২৩ ও এখানে ক্লিনারের কি কি কাজ আছে এই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
কুয়েতে ক্লিনারের বেতন কত
ইউরোপের দেশের মতো কুয়েতে বেশি বেতনে চাকরি করা যায়। যা বাংলাদেশি টাকায় ৪০ হাজার থেকে ৮০ হাজারের উপরে। তবে যারা ক্লিনারের কাজ করে তারা ৭০ হাজারের মধ্যে বেতন পেয়ে থাকে। কুয়েতে বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে। এই কাজের উপর ভিত্তি করে প্রতি কর্মচারিরি বেতন নির্ধারন করে দেওয়। নিচের তালিকা থেকে কুয়েতে ক্লিনারের বেতন কত তা জেনেনিন।
ক্লিনারের কাজ | বেতন | |
উচ্চমানের কোম্পানি | ৭০ থেকে ৮০ হাজার | |
সাধারণ মানের কোম্পানি | ৪০ থেকে ৫০ হাজার | |
ক্লিনার কোম্পানি | ৪০ থেকে ৮০ হাজার | |
রেস্টুরেন্ট ক্লিনারিং | ৫০ থেকে ৬০ হাজার | |
হোটেল ক্লিনিং | ৫০ থেকে ৬০ হাজার | |
গ্যারেজ সার্ভিসিং | ৪০ হাজার থেকে ৫০ হাজার | |
অফিস ক্লিনিং | ৫০ হাজার |
কুয়েতের ক্লিনার কোম্পানিতে বেতন কত টাকা
এই দেশে কোম্পানির হয়ে ক্লিনারের কাজ করা যায়। এখানে এই রকম অনেক কোম্পানি আছে। যারা চুক্তি নিয়ে বাসাবাড়ি, অফিস, হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য স্থানে ক্লিনারের সার্ভিস প্রদান করে। এই কাজের জন্য অনেক সময় কোম্পানি গুলোতে নিয়োগ দেওয়া হয়। এজন্য ভিসা বানিয়ে ক্লিনারের কাজে যোগ দিতে হয়। তাদের কে একটা নির্ধারিত বেতন দেওয়া হবে। বেতন গুলো কোম্পানি ভিত্তি আগে থেকে নির্ধারিত করা হয়। কাজের ধরনের উপর প্রতিটি ক্লনার শ্রমিকের বেতন প্রদান করে। তাদের এই বেতন গুলো ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত।
কুয়েতে হাসপাতাল ক্লিনারের বেতন কত
কুয়েতের হাসপাতালের জন্য অনেক সময় ক্লিনারের কাজের নিয়োগ দেওয়া হয়। কাজ গুলো বিদেশি শ্রমিকেরাও করতে পারবেন। অনেক সময় কোম্পানি ভিত্তিক এই কাজ করে থাকে। এছাড়া এই হাসপাতাল গুলোতে স্থায়ী ভাবে শ্রমিক যোগ করায়।যাদের বেতন মাসিক ভাবে দেওয়া হয়। কুয়েতে হাসপাতাল ক্লিনারের বেতন ৬০ থেকে ৮০ হাজার টাকা। এখানে কাজের চাপ কিছুটা বেশি থাকে। যার ক্লারনে বেতন বেশি দেওয়া হয়। অনেক সময় ৮০ হাজারের উপরে বেতন দিয়ে থাকে।
শেষ কথা
কাজের ক্যাটাগরির উপরে বেতন নির্ভর করবে। ভালো কোম্পানিতে কাজ করতে পারলে ৬০ হাজার থেকে ৮০ হাজারের মতো বেতন পাবেন। এই পোস্টে ক্লিনার ভিসা ও বেতন সম্পর্কে বিস্তারিত শেয়ার করেছি। আশা করছি এই পোস্ট থেকে কুয়েতে ক্লিনারের বেতন কত ও ক্লিনার ভিসার দাম সম্পর্কে জানতে পেরেছেন।
আরও দেখুনঃ
সৌদি আরব ক্লিনার ভিসা দাম ২০২৪। ক্লিনার কাজের বেতন কত
কুয়েত কোন কাজের চাহিদা বেশি ও ঐ কাজের ভিসার দাম কেমন