কলকাতা ও চেন্নাই ভারতের দুইটি ভিন্ন শহর। এর মোট দূরত্ব ১৬৬৭.৭ কিলো মিটার। ৩১ ঘণ্টার মধ্যে কলকাতা থেকে চেন্নাই যাওয়া যায়। এই দূরত্বকে কুমিয়ে আরও কম সময়ে কলকাতা থেকে চেন্নাই যেতে বিমানের ফ্লাইট চালু আছে। এখানে বিমানের ধরনের উপর টিকিটের দাম নির্ধারন করা হয়েছে। বিমানের মাধ্যমে এই শহরে যাতায়াত করার পূর্বে কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া কত তা জেনে নিবেন।
অনলাইনে এদের টিকিট বিক্রি করা হয়। সেখানে থেকে আজকের বিমান ভাড়া কত টাকা, টিকিটের রেট জানতে পারবেন। এই রুটে বিজনেস ক্লাস, ইকোনোমি ক্লাস ও সাধারণ ফ্লাইটের ব্যবস্থা আছে। আপনার বাজেট অনুযায়ী ঢাকা থেকে চেন্নাইয়ের টিকিট বুকিং দিবেন। ভারতে অনেক গুলো আঞ্চলিক বিমান আছে। ভ্রমণের সময় অনুযায়ী টিকিট বুকিং দিতে হবে। এই বিমান গুলোতে ৫ ঘন্টা সময়ের মধ্যে পৌছাতে পারবেন।
কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া
ভারতের এক শহর থেকে অন্য ষড়ের দূরত্ব অনেক বেশি। যার কারণে বেশিরভাগ মানুষ কম সময়ের মধ্যে গন্তব্য পৌঁছাতে বিমান ব্যবহার করে। তো আপনি প্রথম বার বিমানের মাধ্যমে কলকাতা থেকে চেন্নাই ভ্রমণ করলে বিমান ভাড়া গুলো জেনে নিবেন। কেননা প্রতদিন টিকিটের দাম কম বেশি হয়। ইন্ডিয়া অনেক বড় দেশ হওয়ায়, এই শহর গুলোর জন্য প্রতিদিন ১০ থেকে ১৫ টি ফ্লাইট পাওয়া যায়। তাই দিনের যেকোনো সময়ে বিমানের টিকিট বুকিং দিতে পারবেন। ভারতীয় মুদ্রায় কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া ১০৫০০ থেকে ১৩০০০ রুপি। আর বাংলাদেশি মুদ্রাই এই দুই শহরের বিমানের ভাড়া ১৩৫০০ থেকে ১৫০০০ হাজার টাকা। এই টিকিট গুলো সাধারণ বিমানের জন্য।
- এয়ার এশিয়া এয়ারলাইন্স বিমান ভাড়া ১০ হাজার থেকে ৪৮ হাজার টাকা।
- ভিস্তারা এয়ারলাইন্স কলকাতা থেকে চেন্নাই বিমান ভাড়া ১৫ হাজার থেকে ৪৬ হাজার টাকা।
- কলকাতা টু চেন্নাই স্পাইস জেট এয়ারলাইন্স ভাড়া ৩০০০০ থেকে ৩৭০০০ টাকা।
কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া ২০২৪
২০২৪ সালের দিকে বিমানের টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে। এখন প্রতি টিকিটের মূল্য ২ থেকে ৩ হাজার টাকা বেশি মূল্য বিক্রি করা হয়। যদিও এক এক দিনে ভিন্ন রেটে টিকিট বিক্রি করা হয়। আজকে একটি টিকিট ১০ হাজার টাকা হলে, আগামীকালে একই টিকিটের দাম ১৫ হাজার টাকাও হয়ে যায়। https://travel.airindia.com/ এটি ভারতের বিমানের অফিসিয়াল ওয়েবসাইট। অনলাইন থেকে টিকিট ক্রয় করতে ওয়েবসাইট টি ব্যবহার করতে হবে। সেখানে টিকিট সার্চ করলে প্রতিদিনের রেট জানা যাবে।
কলকাতা থেকে চেন্নাই যাওয়ার জন্য এই ওয়েবসাইট থেকে অনেক গুলো টিকিট সার্চ করেছি। সেখানে কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া ১৩ হাজার থেকে ৮৪ হাজার পর্যন্ত দাম পেয়েছি। প্রতিটি ফ্লাইটের নরমাল ভাড়া ১০ থেকে ১৬ হাজার টাকা। বিজনেস ক্লাসের বিমান ভাড়া ৩০ হাজার থেকে ৮৫ হাজার টাকা।
আজকে কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া
প্রতিদিন এমনকি প্রতি ঘণ্টায় ফ্লাইটের টিকিটের মূল্য বৃদ্ধি পায়। আবার টিকিটের মূল্য হ্রাসও পেতে পারে। যার কারণে বিমান ভাড়া সঠিক ভাবে বলা সম্ভব হয় না। তাই ধারনা হিসবে প্রতিদিনের টিকিটের মূল্য চেক করতে হবে। এয়ার ইন্ডিয়া এই ওয়েবসাইটে আজকের কলকাতা থেকে চেন্নাইয়ের বিমান ভাড়া জানতে পারবেন। আজকে বিমানের টিকিটের দাম ১২ হাজার থেকে ১৬ হাজার টাকা। বিজনেস ক্লাসের আজকের বিমানর ভাড়া ৪০ হাজার থেকে ৯০ হাজার টাকা।
ইকোনোমি ফ্লাইটের বিমান ভাড়া কত
কম খরচে বিমানের ভ্রমণ করতে চাইলে ইকোনোমি ক্লাস নিতে পারেন। সেখানে সবচেয়ে কম দামে টিকিট পাওয়া যাবে। তবে কিছু ইকোনোমি ক্লাসের টিকিট ৩০ হাজারের উপরের আছে। চাইলে এর থেকে কম দামের টিকিট বুকিং দেওয়া যাবে। সর্বনিম্ন ১২ হাজার থেকে ১৭ হাজার টাকায় কলকাতা টু চেন্নাই ইকোনোমি ফ্লাইটের বিমান ভাড়া আছে। এর থেকে কম দামে কোনো টিকিট পাওয়া যাবে না। প্রতিদিন ১০ থেকে ১৫ টি ফ্লাইট পাবেন। ফ্লাইটের সময় অনুযায়ী টিকিটের দাম পরিবর্তন করা হয়।
কলকাতা থেকে চেন্নাইয়ের বিজনেস ক্লাসের ফ্লাইটের বিমান ভাড়া
এই দুই বিমান বন্দরে বিজনেস ক্লাসের ফ্লাইট আছে। উচ্চ ও প্রভাবশালী ব্যাক্তিদের জন্য এই টিকিট গুলো। যদি ভ্রমণের জন্য পর্যাপ্ত টাকা থাকে, তাহলে ৩০ হাজার থেকে ৮০ হাজারের মধ্যে বিজনেস ক্লাসের বিমানের টিকিট ক্রয় করতে পারেন। সময় অনুযায়ী কলকাতা থেকে চেন্নাইয়ের বিজনেস ক্লাসের ফ্লাইটের বিমান ভাড়া ৩০০০০ থেকে ৯০০০০ টাকা। আর ভারতে ৩১২৫৬ থেকে ৮৬০৮০ রুপি। আরও জানতে https://travel.airindia.com/ ভিজিট করুন।
কলকাতা টু চেন্নাই রাউন্ড বিমান ভাড়া কত
একটি টিকিটের মাধ্যমে কলকাতা টু চেন্নাই এবং চেন্নাই টু কলকাতা সফর করা যাবে। এজন্য রাউন্ড বা টু ওয়ে টিকিট ক্রয় করতে হবে। এই দুই শহরের সর্বনিম্ন রাউন্ড ২০ থেকে ৩৬ হাজার টাকা। কিছু ইকোনোমি ক্লাসের টু ওয়ে বিমান ভাড়া ৩০ থেকে ৬০ হাজার টাকা। আর বিজনেস ক্লাসের রাউন্ড ভাড়া ৪০ থেকে ১ লাখ ১৮০ হাজার টাকা।
কলকাতা টু চেন্নাই বিমান ফ্লাইটের নাম
- ইন্ডিগো এয়ারলাইন্স
- এয়ার ইন্ডিয়া
- এয়ার এশিয়া
- ভিস্তারা এয়ারলাইন্স
- স্পাইস জেট এয়ারলাইন্স
শেষ কথা
যারা ভারতে থাকেন তারা https://www.airindia.com/ ওয়েবসাইট বা ভারতের বিমান সংস্থা থেকে কলকাতা ও চেন্নাইয়ের টিকিট সংগ্রহ করতে পারবেন। আর বাংলাদেশিদের কে বিমান বাংলাদেশ ওয়েবসাইট থেকে ঢাকা টু কলকাতা বা চেন্নাইয়ের টিকিট ক্রয় করতে হবে। বিমানের ধরনের উপরে কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া কত তা নির্ভর করবে।
আরও দেখুনঃ
বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে