২১ শে ফেব্রুয়ারির জন্য একটি আকর্ষণকর ব্যানার ডিজাইন করতে হলে কিছু মৌলিক পয়েন্ট মনে রাখতে হবে। প্রতিটি ব্যানারে এই পয়েন্ট গুলো যুক্ত করতে হবে। ব্যানারের ডিজাইনের সময় ভাষা আন্দলের একটি স্লোগান লিখতে হবে। যেমনঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর হোক। ২১ শে ফেব্রুয়ারি ব্যানার এ আয়োজনকারীদের নাম, ঠিকানা লিখবেন। এই ব্যানারে একটি শুভেচ্ছা বার্তা লিখতে হবে। নিচে একুশের ফেব্রুয়ারির অনেক গুলো ব্যানার তৈরি করা আছে। এই গুলো দেখে ধারনা নিতে পারেন।
২১ শে ফেব্রুয়ারি ব্যানার
ব্যানারে আকর্ষণীয় ছবি এবং গ্রাফিক্স যোগ করা মুক্তিযোগ্য হতে পারে এবং তা উৎসবের বা ইভেন্টের সুস্থির আকর্ষণ তৈরি করতে সাহায্য করতে পারে। উৎসবের তারিখ, সময়, এবং স্থানের তথ্য স্পষ্টভাবে প্রকাশ হবে। সাধারণভাবে পড়া যাক এবং বৃহত্তর ফন্ট ব্যবহার করা প্রয়োজন। এতে করে ঐ ব্যানারের লেখা টি সবাই দূর থেকে দেখতে পায় এবং আকর্ষণীয় দেখায়। দেখে নেওয়া যাক ২১ শে ফেব্রুয়ারি ব্যানার গুলো দেখতে কেমন হয়।
২১ শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন ২০২৪
২০২৪ সালের একুশে ফেব্রুয়ারির জন্য নতুন কিছু ব্যানার ডিজাইন করা হয়েছে। এই ব্যানারে আপনার ছবি ও নাম যুক্ত করে বহার করতে পারবেন। ব্যানার গুলো পিকচার আকারে ফেসবুকে পোস্ট করা যাবে। নতুন ব্যানারের ডিজাইন এখান থেকে সংগ্রহ করুন।
শেষ কথা
নিজেরাও ব্যানার ডিজাইন করতে পারবেন। এজন্য অনলাইন ও অফলাইন অনেক গুলো আপ্স ও ওয়েবসাইট আছে। ক্যানভা, ফটোশপ ও অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করে এই ধরনের ব্যানার বানানো যাবে। আশা করছি ২১ শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন গুলো ভালোলেগেছে।
আরও দেখুনঃ