চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪

বর্তমানে বাংলাদেশের রেল যোগাযোগ অনেক উন্নত। দেশে নতুন নতুন রেল যোগাযোগ স্থাপনও করা হচ্ছে। এর মধ্যে আগে থেকে চুয়াডাঙ্গা টু রাজশাহী রুটে রেল যোগাযোগ চালু আছে। এই দুই অঞ্চলের মানুষ কম খরচে ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারে। তবে ট্রেন গুলো একটা নির্দিষ্ট সময়ে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করে। চুয়াডাঙ্গা  থেকে রাজশাহী অঞ্চলে ট্রেনে যাতায়াতের পূর্বে টিকিটের দাম ও যাতায়াত টাইম জানতে হবে। এজন্য প্রথমে চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের সময়সূচী চেক করে নিবেন।

চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের সময়সূচী

সপ্তাহের ৫ দিন চুয়াডাঙ্গা ও রাজশাহী পথে ট্রেন চলাচল করে। এই রুটের জন্য বর্তমানে ২ টি ট্রেন আছে। শুক্রবার ও সোমবার ব্যাতিত চুয়াডাঙ্গা থেকে রাজশাহীর ট্রেন পাওয়া যাবে। এই দুই অঞ্চলের মধ্যে মোট দূরত্ব ১৬৫ কি.মি.চুয়াডাঙ্গা থেকে রাজশাহীতে যাওয়ার জন্য কপোতাক্ষ এক্সপ্রেস (715) ও সাগরদিঘী এক্সপ্রেস (761) এই দুইটি ট্রেন রয়েছে। নির্দিষ্ট সময়ে এই ট্রেন গুলো স্টেশন থেকে ছাড়া হয়। চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের সময়সূচীঃ

ট্রেনের নাম ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌঁছানোর সময় ছুটির দিন
কপোতাক্ষ এক্সপ্রেস (715) 8:59 12:00 মঙ্গলবার
সাগরদিঘী এক্সপ্রেস (761) 18:54 22:00 সোমবার

চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের টিকিটের দাম

ট্রেনে যাতায়াতের পূর্বে স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে হবে। অনলাইনেও এই টিকিট পাওয়া যাবে। অনলাইনে ট্রেনের টিকিটের দাম বেশি নেওয়া হয়। তাই কম খরচে টিকিট পেতে টিকিট কাউন্টার থেকে ক্রয় করবেন। চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের প্রায় ৫ ধরনের আসন রয়েছে। এই আসনের উপর ভিত্তি করে টিকিটের দাম নেওয়া হয়। যদি এসি সার্ভিস পেতে চান, তাহলে টিকিটের দাম ৩৬৫ টাকা। আর কম ভারায় যেতে শোভন আসন বিভাগের টিকিট ক্রয় করতে হবে।

  • শোভন ১৫৫ টাকা
  • শোভন চেয়ার ১৮৫ টাকা
  • প্রথম সিট ২৪৫ টাকা
  • স্নিগ্ধা ৩০৫ টাকা
  • এসি ৩৬৫ টাকা

চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের ভাড়া

ট্রেনের আসনের উপর নির্ভর করে চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের ভাড়া কত টাকা। এছাড়া অনলাইনে ও অফলাইনে টিকিটের দাম ভিন্ন। সাধারণ অনলাইনে যেকোনো ট্রেনের টিকিট বুকিং দিতে বেশি টাকা লাগে। আর অফলাইনে ট্রেনের টিকিটের দাম কম লাগে। চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের ভাড়া ১৫৫ টাকা  থেকে এসি ৩৬৫ টাকা পর্যন্ত। আপনি যে ধরনের আসনে যাবেন, তার উপর এই ভাড়া নির্ভর করে। এখন চুয়াডাঙ্গা টু রাজশাহী ট্রেনের ৫ ধরনের আসন বিভগ রয়েছে।

শেষ কথা

https://eticket.railway.gov.bd/