রমজানের বিদায়ে আমাদের ঈদুল ফিতরের আগমন ঘটেছে। এখন মুসলিম বিশ্বে ঈদ পালিত হবে। এই ঈদে আমাদের আনন্দ-অনুভতি খুঁজে পাই। পরিবার, প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করি। ঈদ একটি ধর্মীয় উৎসব। এই ঈদে এক মুসলিম অন্য মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানায়। বর্তমানে ফেসবুকে ও সামাজিক যোগাযোগে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ও এসএসএম শেয়ার করা হয়।
ঈদের ছুটিতে অনেকে বাড়িতে আসতে পারে না। তাদের কে সামনা-সামনি বা সদরে ঈদ মোবারক জানানো যায় না। তাই ছোট একটি ঈদের মেসেজ, এসএসএম বা ঈদ মোবারক খুদে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানাতে হয়। এজন্য সুন্দর সুন্দর বার্তা প্রয়োজন। এই ধরনের সুন্দর নার্তা গুলো এখানে লিখে দেওয়া হয়েছে।
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
বছরে দুই বার ঈদ হয়। এর মদহে একটি রোজার ঈদ। এখন ঈদুল ফিতরের ঈদ পালিত হবে। রমজান মাস শেষে রোজার ঈদ পালিত হয়। এই ঈদে বন্ধু-বান্ধব ও আপনজনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা পাঠানো হয়। এতে করে ঈদ নিয়ে আমাদের অনুভূতি শেয়ার করা যায়। ঈদ সম্পর্কে অনেক ধরনের খুদে বার্তা পাওয়া যাবে। এখানে সুন্দর সুন্দর খুদে বার্তা গুলো শেয়ার করা হয়েছে।
ঈদের দিনে পায়েস খাব
খাব গরুর গোস্ত
ঘুরতে যাব তোকে নিয়ে
আসিস কিন্তু দোস্ত
ঈদ মোবারক।
নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
ঈদ মোবারক।
পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
নন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে।
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে।
ঈদ মোবারক।
দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে
ঈদ মোবারক
বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
ঈদ উপলক্ষ্য বন্ধুদের সাথেও শুভেচ্ছা বিনিময় করা হয়। এছাড়া বর্তমানে অনেক ভার্চুয়াল বন্ধু আছে। তাদের কে ঈদের এসএসএম বা খুদে বার্তা পাঠানো হয়। এখানে বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা লেখা হয়েছে। আপনার পছন্দের বার্তা টি সংগ্রহ করে তাদের কে ঈদের শুভেচ্ছা জানানতে পারেন।
ঈদের দিনে আসবে বন্ধু
আমার ছোট্ট ঘরে
সম্বল যা আছে আমার
দেব আদর করে
ঈদ মোবারক।
ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয় না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।
বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
ঈদ মোবারক।
রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে।
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে।
সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
ঈদ মোবারক।
লাল শাড়ি পরে,,
হাতে চুড়ি দিয়ে..
ঘুরবে যখন রিক্সায়,,
পাশে কিন্তুু নিও আমায়..!!
ঈদ মোবারক।
ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচছা জানায়।
ঈদ মোবারাক।
শুভ রজনী, শুভ দিন,
রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
ঈদ মোবারক।
ঈদের শুভেচ্ছা জানিয়ে এসএসএম
আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে,
ঈদ মোবারক।
চাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে
পড়ল সবার গায়।
ঈদ মোবারাক।
এই এসএমএস, যার কাছে যাবি, যাকে পাবি,
তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক।
আকাশের নীল দিয়ে,
হৃদয়ের ছোঁয়া দিয়ে,
সবুজের অরণ্য দিয়ে,
সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
ঈদ মোবারক।
আজ দু:খ ভুলার দিন, আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন, আজ যে ঈদের দিন।
ঈদ মোবারাক।
ঈদের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস
এই স্ট্যাটাস গুলো সংগ্রহ করে ফেসবুকে শেয়ার করতে পারবেন। ঈদ উপলক্ষ্য অনেকে ফেসবুকে স্ট্যাটাস শেয়ার করে। এছাড়া ঈদে ছবি উঠার পর তা সামাজিক যোগাযোগে পোস্ট করে থাকে। সেখানে একটি স্ট্যাটাস বা ক্যাপশন প্রয়োজন। এই অংশে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস গুলো দেওয়া হয়েছে।
নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন।নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের রাত।
ঈদ মোবারক।
ছোটবেলায় ভালবাসুন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হোন কারণ তিনি সমস্ত মুসলমানকে এমন একটি সুন্দর মুহূর্ত দিয়েছেন। আপনার জন্য ঈদ মোবারক।
আপনাকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার প্রার্থনায় আমাকে মনে রাখবেন।
ঈদ মোবারক।
ঈদের আনন্দে মন ভরে উঠুক,হৃদয় হোক প্রেমে পূর্ণ,
আপনার জীবনে নেমে আসুক, সুখ, সমৃদ্ধি এবং বরকত।
সর্বদা ফুলের মতো নিস্পাপ ও পবিত্র থাকুন
সমস্ত দুঃখ-কষ্ট আপনার থেকে দূরে থাকুক
আল্লাহর রহমতের শিতল ছায়া আপনাকে ঘিরে থাকুক
এই প্রত্যাশ জ্ঞাপন করে আপনাকে জানাই
ঈদ মোবারক! ঈদের অনেক অনেক শুভকামনা।
শেষ কথা
ঈদ আমাদের আনন্দের দিন। সবাই মিলে একসাথে ঈদ উপভোগ করবো। দূরে থাকা আপনজনদের কে বার্তা পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানাবো। এজন্য এখানে দেওয়া ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ও এসএসএম গুলো সংগ্রহ করতে পারেন। এই বার্তা গুলো ফেসবুকে স্ট্যাটাস হিসেবেও ব্যবহার করা যাবে।
আরও দেখুনঃ