বাংলাদেশে ১২ই মার্চ রোজা শুরু হবে। রমজান মাস উপলক্ষ্য আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস শেয়ার করি। এই স্ট্যাটাস গুলো গুগল থেকে সংগ্রহ করা যায়। রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক । সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই ধরনের আরও সুন্দর সুন্দর স্ট্যাটাস এই পোস্টে দেওয়া আছে। যার মাধ্যমে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন।
রমজান মাস উপলক্ষ্য ফেসবুকে রোজার শুভেচ্ছা জানানো হয়। এজন্য সুন্দর সুন্দর ফেসবুক স্ট্যাটাস প্রয়োজন। এই স্ট্যাটাস গুলো কপি করে পোস্ট করতে পারবেন। রোজা উপলক্ষ্য বন্ধু-বান্ধব বা প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা, এসএসএম বা মেসেজ পাঠিয়ে শুভেচ্ছা জানানো যাবে। এজন্য নিচে দেওয়া রোজার শুভেচ্ছা স্ট্যাটাস, বার্তা, মেসেজ ও ছন্দ সংগ্রহ করুন।
রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস
দীর্ঘ এক বছর পড়ে আমাদের মাঝে রমজানের আগমন ঘটে। এই একটি বছর আমাদের কে অনেক অপেক্ষা করতে হয়। রমজনা মাসের চাঁদ দেখাই যেনো আমাদের এক আকাশ সমান সুখ নিয়ে আসে। সন্ধ্যার পড়ে আকাশে রমজানের খুশির চাঁদ দেখা যায়। এজন্য সবাই একে অপরকে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করে। এই ধরনের স্ট্যাটাস গুলো এখান থেকে সংগ্রহ করা হয়।
রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়।
-রমজান মুবারক।
রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে
– আল হাদিস।
নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই
– কাজী নজরুল ইসলাম।
এই রমজানের আপনি শান্তি ও সমৃদ্ধির মধ্যে চরম আনতে পারে. লাইট অন্ধকার ওভার জয়জয়কার মে. শান্তির পৃথিবী অতিক্রম করতে পারে. আলোর আত্মা বিশ্বের জ্বালান পারে
-রমজান মুবারক।
রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে
– আল হাদিস।
রোজাদার দের মুখের দুর্গন্ধ আল্লাহর তাআলার কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত
-আল হাদিস।
রমজান হল ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত ।
-শু্ভ রমজান।
রমজান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সব চেয়ে উপযুক্ত সময় ।
-রমজানুল মোবারাক।
রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
– আল হাদিস।
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়
– আল হাদিস।
রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ
– আল হাদিস।
মুসলমান হতে হবে সব সময়ের জন্য, শুধু রমাজন মাসের জন্য নয় ।
-শুভ রমজান।
আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক পুনরুদ্ধার করি তখন তিনি আমাদের সাথে সবকিছুর সম্পর্ক পুনরুদ্ধার করেন ।
-শুভ রমজান।
রমজান হলো ইমান কে তাজা করার মহা সুযোগ ।
-শুভ রমজান।
আলহামদুলিল্লাহ্, আবারো রমজান এলো, আল্লাহর ক্ষমা ও নিয়ামত কামনা করার সময় ।
রমজানুল মোবারাক।
রমজান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সব চেয়ে উপযুক্ত সময় ।
রমজানুল মোবারাক।
রমজানের শুভেচ্ছা বার্তা
আবারো আমরা পবিত্র মাহে রমজানের দেখা পেলাম। এই রমজান মাস সবার কল্যাণ নিয়ে আসুক। সৃষ্টি জগতের সকল কে রমজানের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিন। ঘরে ঘরে জলে উঠুক রমজানের নতুন আলো। এই ব্যাস্ততার মাঝে পরিবার-প্রিয়জন কে মাহে রমজানের বার্তা পাঠিয়ে হাসি ফুটিয়ে তুলুন।
- রমজানের আগমনে আপনাকে ও আপনার পরিবারকে শুভেচ্ছা! আল্লাহর রহমতে ভরা মাস আসুক এবং সকল দুনিয়াও থাকুক আপনার পাশে।
- রমজানের এই পবিত্র মাসে আপনার জীবনের সকল দুঃখ ও দুর্বলতা দূর হোক, আপনি সব সময় খুশি ও শান্তি অনুভব করুন।
- রমজানের শুরুতে আপনার হৃদয় পুরনো করুক ইমানের আলোয়। আপনার সব ইবাদত কবুল হোক এবং আপনি সব দুনিয়ায় সফল হোক।
- রমজানের এই পবিত্র মাসে আপনি ও আপনার পরিবারের মধ্যে ভালবাসা এবং সহিতকারের আলো বেরোবে।
- রমজানে আপনার সকল ইবাদত কবুল হোক এবং আপনি সকল কাজে সফল হোকেন। আপনি সব সময় আল্লাহর রহমতে আচ্ছন্ন থাকুন।
- রমজানে আপনার জীবনে নতুন আলো হোক এবং আপনি সকল দোয়া কবুল হোক।
- রমজানে আপনি ও আপনার পরিবারকে সুখ, সুরক্ষা এবং শান্তি অনুভব হোক।
- রমজানের এই মাসে আপনি সকল খোলামেলা দিনে বিশেষ করে অন্যকে সাহায্য করার চেষ্টা করুন।
- রমজানে আপনার ইবাদতের মাধ্যমে আপনি নিজের সাথে মিলে যান এবং দুনিয়ায় সাফল্য অর্জন করুন।
- রমজানে আপনি ও আপনার পরিবারের মধ্যে সকল তরফে সহিতকার, মোহব্বত এবং সদয় থাকুক। আল্লাহ আপনাদের সবকিছুতে বরকত দান করুক।
রমজানের শুভেচ্ছা এসএসএম
আমাদের মনের ভাষা বোঝানোর অন্যতম মাধ্যম হচ্ছে এসএসএম। রোজার এই অনুভতি গুলো ছোট ছোট এসএসএম এর মাধ্যমে ছড়িয়ে দিন। বন্ধু সমাজ ও আপনজন কে মাহে রমজান উপলক্ষ্য শুভেচ্ছা জানান। এখানে রমজানের শুভেচ্ছা জানানোর জন্য রমজানের শুভেচ্ছা এসএসএম লিখে দেওয়া হয়েছে।
রমজান কেবল রোজা রাখার জন্যই নয়,
ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা,
জিহ্বাকে নিয়ন্ত্রন করা,
অন্যকে নিয়ে সমালোচনা না করা ।
এটাই রমজানের চেতনা। শুভ রমজান।
সামনে রোজার দিন।
আগে থেকে শপথ নিন।
রাখবেন রোজা ৩০ দিন।
পড়বেন নামাজ প্রতিদিন।
আল্লাহ আমাদের তৌফিক দিন।
আযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরষ্কার,রাইয়্যান!
আল্লাহ্ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো..মাহে রমজান !
এই রমজানের আপনি শান্তি ও সমৃদ্ধির মধ্যে চরম আনতে পারে।
লাইট অন্ধকার ওভার জয়জয়কার মে. শান্তির পৃথিবী অতিক্রম করতে পারে।
আলোর আত্মা বিশ্বের জ্বালান পারে. রমজান মুবারক।
এলো রে এলো রে ওই মাহে রমজান।
মানবজাতির তরে আল্লাহর শ্রেষ্ঠ দান।
পুণ্যের সূর্য উদয় হলো, পাপের হলো অবসান।
সব জরাজীর্ণ ঝেড়ে ফেলে দিয়ে,ইমান করবে শাণ।
রহমতের ডালি নিয়ে এল মাহে রমজান! রমজান মুবারক।
দেখতে দেখতে পেয়ে গেলাম আবারো রমজান।
তাই আবারো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন সবাইকে ৩০ বা ২৯ রোজা সঠিকভাবে করার তৌফিক দান করে।
রমজানের শুভেচ্ছা মেসেজ
রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। সারা বছর গুনাহ করে এই মাসে রোজা রাখলে ও আল্লাহ তায়ালার ইবাদত করলে আপনার গুনাহ থেকে মুক্তি নিতে পারবেন। তাই নিজে রোজা পালনের পাশাপাশি সবাইকে এই বিষয়ে জানাতে হবে। এজন্য রমজানের শুভেচ্ছা মেসেজ পাঠাতে পারেন।
আসসালামু আলাইকুম! রমজানের আগমনে আপনার ও পরিবারের উপর আল্লাহর আশীর্বাদ ও রহমত নাজিল হোক। এই পবিত্র মাসে আপনি সকল ইবাদতে এবং আদর্শ বৃদ্ধি করুক, সকল দুঃখ ও দুর্বলতা থেকে মুক্তি প্রাপ্ত হোক। আল্লাহ আপনার সকল কাজ কবুল করুক এবং আপনি ও আপনার পরিবারকে শান্তি, সুখ এবং খুশির মুহূর্ত অনেক বেশি দান করুক। রমজান মুবারক!
রমজানে আল্লাহ তাআলা সকল মুসলিমদের জীবনের সকল দিন
এবং রাতের ইবাদত কবুল করুক, আপনাদের প্রতি ক্ষমা ও রহমত নাও নাজিল করুক।
রমজান একটি অদৃশ্য শক্তির মাস, আপনি এই মাসে আল্লাহর পথে হৃদয় বদলান এবং দান, সদকা এবং আপনার পরিবারের সাথে ভাগ করতে উৎসাহিত হোক।
মাহে রমজানে আপনার ইবাদতে একটি নতুন শুরু হোক, আপনি যে কোনও ছুটির সময় নিজেকে আল্লাহর পথে মোড়তে উৎসাহিত হোক।
রমজানে আপনি ও আপনার পরিবারের মধ্যে মোহব্বত
এবং সহিতকার বৃদ্ধি হোক, এবং
আল্লাহ আপনাদের সকল দুঃখ ও সমস্যায় সাহায্য করুক।
রমজান মুবারক! আল্লাহ আপনাদের সকল ইবাদত কবুল করুক
এবং আপনাদের জীবনে অমুক বরকত ও সুখ অনুগ্রহ করুক।
শেষ কথা
মাহে রমজানে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত বেশিরভাগ হোক আল্লাহর উদ্দেশ্যে এবং তার বিশেষ করে এই পবিত্র মাসে। রমজানে আপনি ও আপনার পরিবারকে শান্তি, সুখ এবং হাসির মুহূর্ত অনেক বেশি থাকুক। রহমতের এই এক মাস প্রতি বছরে একবার পাওয়া যায়। যারা সৌভাগ্যবান কেবল তারাই আল্লাহ তায়ালার এই রহমতের ছায়াতলে থাকতে পারে। তাই সবাইকে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস, বার্তা, এসএসএম ও মেসেজ জানিয়ে রোজা সম্পর্কে দিনের দাওয়াত দিন।
আরও দেখুনঃ