ববসায়িক কাজে বাংলাদেশে টাকা ব্যবহার করা হয়। যা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। এজন্য আমাদের কে মুদ্রা বলতে হবে। প্রতি দেশের মুদ্রার মান এক এক রকমের। বিশ্ব বাণিজ্যিক ক্ষেত্রে এক দেশের টাকা অন্য দেশে চলা না। যার কারণে ডলার, ইউরো, রুপি ইত্যাদি (প্রয়োজন অনুসারে) কনভার্ট করতে হয়। যেমন দুবাইয়ে মুদ্রা কে দিরহাম বলা হয়। দুবাই টাকার রেট বাংলাদেশ এ কনভার্ট করে বের করতে হবে।
এজন্য দুবাই ১ টাকা বাংলাদেশে কত টাকা? দুবাইতে ১ দিরহাম কত? এই বিষয়ে জানতে হবে। আজকের পোস্টে বাংলাদেশের এক টাকা দুবাইয়ের কত টাকা তা শেয়ার করা হয়েছে। এছাড়া কিভাবে বাংলাদেশি টাকায় কিভাবে দুবাইয়ের ঢাকার হিসাব করতে হয় তা এখানে দেখানো হয়েছে। প্রথমে দুবাইয়ের তাড়াক রেট জানতে হবে।
দুবাই টাকার রেট বাংলাদেশ
এক দেশের মুদ্রা অন্য দেশে আনা গেলেও, সেগুলো কোনো কাজে খরচ করা যাবে না। কেননা সেই টাকা গুলো অন্য দেশে অচল। তাহলে যারা দুবাই থেকে বাংলাদেশে টাকা পাঠায়, সেই টাকা কিভাবে ব্যবহার করে। এর সহজ উত্তর হচ্ছে উক্ত টাকা বাংলাদেশের টাকার রেট অনুযায়ী এক্সচেঞ্জ করা হয়। বিভিন্ন ব্যাংক বা টাকা এক্সচেঞ্জ থেকে সেই রেটে দুবাইয়ের টাকা বাংলাদেশি টাকায় পরবর্তন করা হয়।
এজন্য বাণিজ্য ক্ষেত্রে প্রতি টি দেশেই বিভিন্ন দেশের টাকার রেট নির্ধারন করা হয়েছে। প্রতিদিন এই টাকার মান পরিবর্তন হয়। সেই অনুযায়ী দুবাইয়ের এক টাকার সাথে বাংলাদেশের টাকার তুলনা করা লাগবে। সাধারণত দুবাইয়ের ১ দিরহাম বাংলাদেশে ২৯ টাকা ৮০ পয়সা থেকে ৩০ টাকা ১৫ পয়সা পর্যন্ত। ফেব্রুয়ারি মাসে দিরহামের রেট সবচেয়ে বেশি ছিলো। দুবাই ১ টাকার রেট বাংলাদেশ এ ২৯ থেকে ৩০ টাকা পর্যন্ত।
দুবাই টাকার রেট বাংলাদেশ আজকের
বিশ্ব বাণিজ্য সংস্থা বিভিন্ন দেশের টাকার মান নির্ধারন করে দিয়েছে। তবে এই টাকার মান মাস ও সময় অনুযায়ী পরিবর্তন হয়। এই টাকার ব্যবধান ১ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। দুবাইয়ের ১ দিরহাম বাংলাদেশের এখন পর্যন্ত ৩০ টাকা ১৫ পয়সা পর্যন্ত হয়েছিলো। এই টাকার রেট সর্বনিম্ন ২৯.৮০ টাকা পর্যন্ত নেমেছিলো। ২০২৪ সালে দুবাই এক দিরহাম রেট বাংলাদেশ আজকের রেট অনুযায়ী ৩০ টাকা পর্যন্ত।
দুবাই ১ টাকা বাংলাদেশে কত টাকা?
টাকার রেট জানা গেলে খুব সহজেই বিভিন্ন দেশের টাকার হিসাব বের করা যাবে। এজন্য দুবাই ও বাংলাদেশের টাকার মান সম্পর্কে জানতে হবে। দুবাই এক টাকা সমান বাংলাদেশের ২৯ থেকে ৩০ টাকা। এই টাকার মান অনেক সময় পরিবর্তন হয়। যার কারণে সঠিক রেট জানতে হলে প্রতিদিনের টাকার রেট জানতে হবে। সাধারণভাবে দুবাই ১ টাকা বাংলাদেশে ৩০ টাকা।
দুবাইতে ১ দিরহাম কত?
দুবাইয়ের ১ দিরহাম বিভিন্ন দেশে বিভিন্ন টাকা হবে। যেমন বাংলাদেশে দুবাইতে ১ দিরহাম প্রায় ৩০ টাকা। অনেক সময় ২৯ টাকাও হয়ে থাকে। একই টাকার দাম ভারতে ২২.৭৮ রুপি বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৯ টাকা। দুবাইয়ের এক দিরহামের দাম বিভিন্ন দেশে বিভিন্ন রেটে হিসাব করা হয়। এজন্য সকল দেশের টাকার রেট জানতে হবে।
শেষ কথা
প্রতি নিয়ত বাংলাদেশের দুবাই দিরহাম এর রেট পরিবর্তন হয়। সেই অনুযায়ী ঐ দেশের টাকা বাংলাদেশের টাকা অনুযায়ী ২৯ টাকা থেকে ৩০ টাকার মধ্যে হয়ে থাকে। তাই প্রতিদিনের টাকার রেট জেনে দুবাইয়ের টাকার মান হিসাব করতে হবে। আশা করছি দুবাই টাকার রেট বাংলাদেশ কত তা জানতে পেরেছেন।
আরও দেখুনঃ