ভারত ইফতার ও সেহরীর সময়সূচী

ভারতে ১১ই মার্চ থেকে রোজা শুরু হবে। তবে এটা সম্পূর্ণ ভাবে চাঁদ উঠার উপর নির্ভর করছে। রমজান মাসে রোজা রাখার জন্য সঠিক টাইম জানতে হবে। কেননা সঠিক সময়ে সেহরি বা ইফতার না করলে রোজা পরিপূর্ণ হবে না। যার কারণে ভারতের ইসলামিক সংস্থা ২০২৪ সালের জন্য রমজান মাসের ক্যালেন্ডার তৈরি করেছে। যেখানে সেহরি ও ইফতারের নির্ভুল টাইম দেওয়া আছে। ভারত থেকে রোজা পালন করলে ভারত ইফতার ও সেহরীর সময়সূচী টি সংগ্রহ করে নিবেন।

ভারত ইফতার ও সেহরীর সময়সূচী

ভারতের সময় সূচির সাথে অন্য দেশের সময় সূচিতে মিল পাওয়া যাবে না। যার করনে ভারতের জন্য আলাদা একটি রমাজনের ক্যালেন্ডার তৈরি করা হয়। আগের বছরের সময় সূচি এই বছর ফলো করা যাবে না। ২০২৪ সালের জন্য নতুন একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। যেখানে প্রতিদিনের সেহরি ও ইফতারের টাইম দেওয়া আছে। কবে কয়টার সময় সেহরি বা ইফতার করতে হবে এই ক্যালেন্ডার থেকে অগ্রিম জানা যাবে।

ভারত ইফতার ও সেহরীর সময়সূচী ২০২৪

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড নামে ভারতের একটি সংগঠন আছে। এখানে ইসলামিক বিষয় নিয়ে কাজ করা হয়। ইসলামিক অনুষ্ঠান, রোজা ও ঈদ সকল বিষয়ে এখানে তথ্য থাকে। আরিবি রমজান মাসে ১ তারিখ থেকে ভারতে রোজা শুরু হলেও, প্রতি বছর ইংরেজি সালে তারিখ পরিবর্তন হয়। তারিখ পরিবর্তন হওয়ার কারণে সেহরি ও ইফতারের সময় সূচি পরিবর্তিত হয়। এরফলে প্রতি বছরের জন্য নতুন করে ভারত ইফতার ও সেহরীর সময়সূচী করে। ২০২৪ সালে রমাযান মাসের রোজার জন্য নিচে দেওয়া ক্যালেন্ডার টি ফলো করতে হবে।

ভারত রমজানের সময় সূচি

এই দেশে মুসলিমের সংখ্যা কম। তবে রমজান মাসে সকল মুসলিম রোজা পালন করে। রোজা পালনের জন্য সঠিক সময়ে সেহরি ও ইফতার করতে হবে। ভারতের এক শহরের সাথে অন্য শহরের সময় সূচিতে ব্যবধান রয়েছে। এজন্য প্রতিটি শহর বা প্রদেশের জন্য রমজানের সময় সূচি আলাদা করে দেওয়া হয়েছে। ভারতের যে শহর থেকে রোজা পালন করবেন, ঐ শহরের জন্য নির্ধারিত ভারত রমজানের সময় সূচি সংগ্রহ করতে হবে। এখানে এই দেশের সকল শহরের রমজানের ক্যালেন্ডার পিডিএফ দেওয়া আছে।

ভারত রমজানের ক্যলেন্ডার পিডিএফ

রমজান মাসে নতুন করে ক্যালেন্ডার বানানো হয়। সাধারণ ক্যালেন্ডার শুধু মাস, তারিখ ও দিন দেওয়া থাকে। কিন্তু রমজানের ক্যালেন্ডারে সেহরির শেষ সময় ও ইফতার শুরু সময় পাওয়া যাবে। এমনকি প্রতিদিনের সেহরির ও ইফতারের টাইম অগ্রিম জানা যাবে। ভারত রমজানের ক্যলেন্ডার পিডিএফ শেয়ার করা হয়েছে। এই ক্যালেন্ডার টি ইসলামিক সংস্থা প্রকাশ করেছে।

শেষ কথা

প্রতিদিন সেহরির সময় কমতে থাকে এবং ইফতারের সময় বৃদ্ধি পেতে থাকে। যার কারণে প্রতিদিনের সময় সূচি ফলো করতে হয়। এজন্য সবাইক নিজ অঞ্চলের জন্য নির্ধারিত রমজানের ক্যালেন্ডার ব্যবহার করবেন। তাই ভারত ইফতার ও সেহরীর সময়সূচী টি সংগ্রহ করে রাখবেন।

আরও দেখুনঃ

পাকিস্তান রমজান ক্যালেন্ডার ২০২৪

কাতার রমজানের সময় সূচি ২০২৪