ঢাকার মিরপুরে অবস্থিত চিড়িয়াখানা টি হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। বছরে এই চিরিয়াখানায় প্রায় ৩০ লাখ মানুষ ভ্রমণ করে থাকে। তাই এটি বাংলাদেশ চিড়িয়াখানার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সপ্তাহের প্রায় প্রতিদিন এটি খোলা রাখা হয়। মাসে মাত্র ৪ দিন চিড়িয়াখানাটি বন্ধ রাখা হয়। এছাড়া বিশেষ কিছু দিনে এর কার্যক্রম বন্ধ থাকে। অনেক সময় জাতীয় দিবস উপলক্ষ্য মিরপুর চিড়িয়াখানা বন্ধ রাখে। আজকে মিরপুর চিড়িয়াখানা কবে বন্ধ থাকে? সাপ্তাহিক ছুটির তালিকা, টিকিটের দাম ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানবো।
মিরপুর চিড়িয়াখানা কবে বন্ধ থাকে
ঢাকাতে অবস্থিত মিরপুর। এখানে স্থানীয় দর্শক ছাড়াও অন্যান্য জেলা বা বিভাগের ভ্রমণ প্রিয় মানুষ বেড়াতে আসে। স্থানীয়রা চিড়িয়াখানার কবে খোলা বা বন্ধ থাকে তা জানলেও দূরে থেকে আসা দর্শকগন তা জানে না। এখানে প্রতি শুক্রবার চিড়িয়াখানা খোলা থাকে এবং এই দিনে প্রচুর ভ্রমণ প্রিয় মানুষ এসে থাকে। তাই শুক্রবারে চিরিয়াখানায় অনেক ভিড় থাকে। মিরপুর চিড়িয়াখানা প্রতি সপ্তাহের রবিবারে বন্ধ থাকে। এছাড়া কিছু বিশেষ দিনে এটি বন্ধ রাখা হয়। শুক্রবার সহ সপ্তাহের ৬ দিন চিড়িয়াখানাটি খোলা পাওয়া যাবে। তাই এখানে শক্রবারে আসলেও রবিবারে আসা যাবে না।
মিরপুর চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ ২০২৪
সপ্তাহে এক দিন এবং মাসে ৪ দিন বন্ধ থাকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর। মাঝে মাঝে বিশেষ কিছু দিনে ২ থেকে ১ দিন বন্ধ থাকে এটি। মিরপুর চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার। প্রতি শুক্রবার এখানে খোলা থাকে এবং খুব ভিড় পড়ে যায়। অনেক চাকরিজীবীরা এই দিনে চিরিয়াখানায় বেড়াতে আসে। তাই শুক্রবার কে সাপ্তাহিক বন্ধের দিন ঘোষণা না করে রবিবার কে করা হয়েছে। এছাড়া শনিবারেও এখানে প্রচুর দর্শক এসে থাকে।
মিরপুর চিড়িয়াখানা কত নাম্বারে
বাংলাদেশের ঢাকাতে মিরপুর অবস্থিত। এর নাম বা স্থান একটি হলেও, এর আবার কয়কে টি সেক্টর আছে। সেই অনুযায়ী মিরপুর চিড়িয়াখানা মিরপুর- ২ এ অবস্থিত। মিরপুরের অন্যান্য সেক্টর থেকে ২ নং এ আসতে বেশি সময় লাগে না। ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আসা যাবে। গাড়ি ভাড়া প্রায় ১০ টাকার মতো লাগতে পারে।
চিড়িয়াখানা কি খোলা আছে
কিছু বিশেষ দিন ব্যাতিত প্রায় প্রতিদিন এই চিড়িয়াখানা খোলা রাখা হয়। সপ্তাহের ৭ দিনের মধ্যে ৬ দিন খোলা এবং একদিন বন্ধ। মাসে মাত্র ৪ দিন বন্ধ থাকে ঢাকার চিড়িয়াখানাটি। চিড়িয়াখানা কি খোলা আছে তা নিচের বার থেকে দেখুন।
- শনিবার- খোলা
- রবিবার- বন্ধ
- সোমবার- খোলা
- মঙ্গলবার- খোলা
- বুধবার- খোলা
- বৃহস্পতিবার- খোলা
- শুক্রবার- খোলা
মিরপুর চিড়িয়াখানা কি বারে বন্ধ থাকে
ঢাকাতে একটি জাতীয় চিড়িয়াখানা আছে। যা সপ্তাহে একদিন বন্ধ থাকে। বাকি ৬ দিন খোলা থাকে। তাই যারা এখানে বেড়াতে যাবেন এর বন্ধের দিন গুলো জেনে নিতে হবে। অন্যথায় আপনার ভ্রমণ টি বৃথা হয়ে যাবে। মিরপুর চিড়িয়াখানা প্রতি রবিবারে বন্ধ থাকে। এবং এটি পরবর্তি সময়েও এই দিনেও বন্ধ থাকবে।
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ
বাংলাদেশে একটি জাতীয় চিড়িয়াখানা আছে। এটি হচ্ছে ঢাকার মিরপুরে ২ নং সেক্টরে অবস্থিত। এখানে সপ্তাহের প্রায় বেশির ভাগ দিন খোলা থাকে। এখানে প্রতি রবিবারে দর্শক কম আসে। এবং শুক্রবারে অধিক প্ররিমানে মানুষ বেড়াতে আছে। সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সকল রবিবারে সাপ্তাহিক বন্ধ। প্রতি শুক্র বারে এটি খোলা পাওয়া যাবে।
ঢাকা চিড়িয়াখানা টিকেট কত
ঢাকাতে জাতীয় চিড়িয়াখানা আছে। এটি মিরপুরে প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে সকল ভ্রমণ প্রিয় মানুষকে একটি টিকিট ক্রয় করে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতে হয়। ঢাকা চিড়িয়াখানা টিকেট ৫০ টাকা। অনেক আগে ছিলো ২০ টাকা। ২ বছরের বাচ্চাদের জন্যও টিকিট ক্রয় করতে হবে। এছাড়া চিড়িয়াখানার ভিতরে কিছু কিছু স্থানের জন্য আলাদা ভাবে টিকিট প্রয়োজন হয়। চিড়িয়াখানার ভিতরে ফিস একুরিয়াম ও প্রাণী জাদুঘর আছে। এই জাদুঘরে ১০ টাকা করে টিকিট ক্রয় করতে হবে। আপনার বাচ্চার বয়স ২ বছর হলে তার জন্যও একটি টিকিট ক্রয় করবেন।
মিরপুর চিড়িয়াখানার টিকিট কত
এখানে ২ বছরের কম হলে তাদের জন্য টিকিট প্রযোজ্য নয়। তবে বাচ্চাদের বয়স ২ বছর বা এর অধিক হলে অবশ্যই টিকিট ক্রয় করতে হবে। এমন কি ভিতরের জাদুঘরের জন্য বাচ্চাদের টিকিটের প্রয়োজন পড়ে। মিরপুর চিড়িয়াখানার টিকিট সকল বয়সীদের জন্য মাত্র ৫০ টাকা। যদিও আগের থেকে এর মূল্য বৃদ্ধি করা হয়েছে। এক সময়ে টিকিট বিক্রি করা হতো ২০ টাকা।
মিরপুর চিড়িয়াখানার সময়সূচী
একটা নির্দিষ্ট সময়ে চিড়িয়াখানাটি খোলা হয় এবং বন্ধ করা হয়। এটি রাতে কোনোভাবেই খোলা থাকে না। রাত হওয়ার আগেই বন্ধ করা হয়। শীতকালীন সময়ে ৬ টার আগেই এটি বন্ধ করা হয়। মিরপুর চিড়িয়াখানার সময়সূচী নিচের তালিকায় প্রকাশ করেছি।
রবিবার | সাপ্তাহিক বন্ধ |
সোমবার | ০৯:০০–০৬:০০ |
মঙ্গলবার | ০৯:০০–০৬:০০ |
বুধবার | ০৯:০০–০৬:০০ |
বৃহস্পতিবার | ০৯:০০–০৬:০০ |
শুক্রবার | ০৯:৩০–০৬:০০ |
শনিবার | ০৯:০০–০৬:০০ |
মিরপুর চিড়িয়াখানা ঠিকানা
প্রথমে অনেকেই জাতীয় চিড়িয়াখানা টি চিনেন না। তাই চাইলে তাদের সাথে যোগাযোগের মাধ্যমেও এখানে আসতে পারেন। নিচের অংশে মিরপুর চিড়িয়াখানা ঠিকানা, নাম্বার ও রোড শেয়ার করেছি।
Bangladesh National Zoo
চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
ফোন: +88 02 58053030
ওয়েবসাইট: www.bnzoo.org
জাতীয় চিড়িয়াখানা
বাংলাদেশে মিরপুরে জাতীয় চিড়িয়াখানা আছে। এখানে বিভিন্ন ধরনের জাতীয় প্রাণী দেখার সুযোগ আছে। বাচ্চাদের মেধা বিকাশের লক্ষ্য ও তাদের কে বিভিন্ন প্রাণীর বিষয়ে জানাতে এখানে নিয়ে আসতে পারেন। অবশ্যই রবিবার ব্যাতিত আসতে হবে। শুক্রবারে আসতে পারেন, তবে সেদিন প্রচুর ভিড় হয়। জাতিয় চিড়িয়াখানার নাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এটি ২৩শে জুন, ১৯৭৪ সালে স্থাপিত করা হয়েছে। জাতীয় চিরিয়াখামার আয়তন ১৮৬ একর। এখানে ১৯১ প্রজাতির ২১৫০ টি প্রাণী আছে। বছরে প্রায় চিড়িয়াখানা ভ্রমণের জন্য ৩,০০০,০০০ মানুষ আসে।
শেষ কথা
বাংলাদেশের বড় ও প্রদান চিড়িয়াখানা হচ্ছে মিরপুর। তাই চিড়িয়াখানা ভ্রমণ করতে চাইলে অবশ্যই এখানে আসবেন। আশা করছি এই পোষ থেকে মিরপুর চিড়িয়াখানা কবে বন্ধ থাকে। সাপ্তাহিক বন্ধের তালিকা সম্পর্কে জানতে পেরেছেন। চিড়িয়াখানায় আসার পূর্বে এই বিষয় গুলো জেনে আসবেন।
আরও দেখুনঃ
চট্টগ্রাম চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ কবে- প্রবেশ মূল্য ২০২৪
মিরপুর চিড়িয়াখানা প্রবেশ মূল্য, সাপ্তাহিক বন্ধের দিন ও সময়সূচী